নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়,
তোমার আমার মাঝে
সময়ের প্রাচীর ওই দাঁড়িয়ে
মনে পড়ে
মনে পড়ে তোমাকে,প্রতিটি ক্ষণে
নিশিথে,প্রভাতে,জীবনের পথে পথে।
উদাস বাতাস কার কথা বলে
কার কথা বলে
হয়তো তোমার;
তুমি?-যেন একগুচ্ছ রজনীগন্ধ্যা,ভালবাসার।
কত দূরে
কত দূরে তুমি?
হাত বাড়ালেই ছুঁতে পারি?
পারবো ছুঁতে তোমায়?-উষ্ণ গাল,ওই হাত
পাবো কি স্পর্শ উষ্ণ ঠোঁটের!
উদাস বাতাস কার কথা বলো
কার কথা বলো?
কত দূর
কত দূর?
মনে পড়ে তোমায়,প্রতিটি ক্ষণে
একাকী জ্যোৎস্না রাতে
হায়,বিরহী চাঁদ একেলা জাগে।
হায় প্রেম,হায় ভালবাসা,
সে কী এমনি ধারা
শুধু বিরহে পড়বে ধরা?
তুমি ভাবছো আমার কথা?
শূণ্য ঘরে
উদাস দুপুর বেলা।
আজ সময় প্রাচীর দু’জনের মাঝে।
25/10/2015
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭
কিরমানী লিটন বলেছেন: অনেক ভালোলাগা- চমৎকার ...
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৫
এহসান সাবির বলেছেন: দারুন।
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১১
মোরসালিন অালি বলেছেন: Thanks.