নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

একদিন যমুনার পারে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

কোন একদিন যমুনার তীর ঘেঁষে
বসি আত্মজার সাথে
দেখি আকাশ,-জল; ধূসর আলো খেলিছে তাদের
সনে।
এক ঝাঁক বলাকা ওই আকাশে;প্রশ্ন রাখে
আত্মজার মনে-'কী পাখি,আকাশেতে উড়ে
সন্ধ্যার লগনে
দেখো চেয়ে চাঁদের ম্লান আলো তাদের
ডানায় আছে ছড়ায়ে'।
'বক পাখি উড়ে
নীড়ে ফিরিবার কাল,তাই উড়ে দলবেঁধে'।
শতাব্দীর চাঁদ আজ আকাশের বুকে
তাই গম্ভীরা যমুনা হাসে
মনে মনে।
ফ্যাকাশে দিগন্ত রেখা যেথা আছে-
আকাশ ও নদী একসাথে খেলা করে যেথা;
তাই দেখায়ে সে প্রশ্ন করে-'আচ্ছা বাবা,
ওই দূর,দূর দিগন্তে,আর তার পাশে
জল,-মেঘ,কেন এক হয়ে আছে'?
কী বলি,কী বলা যায়?-ভাবি বসে তার পাশে
গোধূলির লগনে যমুনা একাকী হাসে!
আজিকার মত,আলো পথ হারিয়ে
যায় সন্ধ্যার ডেরায়,
চাঁদ-অতিকায়
হাসে প্রকৃতির সাথে
আকাশে আলোর মেলা
-চিকচিকে যমুনা,আলোর খেলা।
যমুনার জল- ধীরে বহে
ধীরে বহে সময়ের সাথে?
একদিন যমুনার পারে
আমি,তুমি আর আমাদের
আত্মজা , একসাথে ছিলাম বসে
চুপচাপ?-স্থির,প্রকৃতির মাঝে।
আবার কোন একদিন এমনি করে
আবার বসিব
আমি,তুমি আর আত্মজা,কোন এক চাঁদনি রাতে
যমুনার পড়বে মনে এই সময়টিকে?
২৫/০৯/২০১৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

হাসান জামীল বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.