নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

কত কাছে তবু কত দূরে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

আলোরা নৃত্য করে করতোয়ার জলে,
গঙ্গা ফড়িং-এর ডানায় লেগে থাকে
মিষ্টি হাসি;
আমি জানি
আমি তোমাকেই ভালবাসি।

কত কাছে,তবু কতদূরে,
বারিহারা মেঘের মাঝে খুঁজি তোমাকে;
বাতাস জানে আমার বিরহের কথা
তাই হয়তো বয়ে আনে মেঘের ভেলা।

রাস্তার মাঝের সারিবদ্ধ দেবদারু গাছ
আর তার সবুজ কচি পাতায়
লেখা আছে তোমার-আমার
বিরহের কথা।
রোদের অসহনীয় উত্তাপে
ঘামতে ঘামতে ভাবি তোমার হাতের
এক গ্লাস শীতল জল অপেক্ষা করে আছে
অপেক্ষা করে আছে আমার জন্য।

দুপুরের নির্জনতায় যে প্রজাপতি ডানা মেলে
সে জানে বিরহ কাকে বলে?

বিকেল হারিয়ে যায়
সন্ধ্যার আঁধারে।
রাতের নির্জন ঘর বার বার বলে
ভালবাসি,ভালবাসি
ভালবাসি তোমাকে।

কত কাছে,তবু কতদূরে।

১৩/০৯/২০১৫

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর ছিমছাম কবিতা। ভাল্লাগছে। ++

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো কবিতায় ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৭

সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.