নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

পদযাত্রা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

কয়েকভাগে তারা ভাগ করেছিল
প্রতিধাপে যারা নিয়োজিত ছিল
তারা নিজ নিজ দায়িত্ব পালন করে
গভীর নিষ্ঠার সাথে।

প্রথম যে হাতিয়ার
তারা করেছিল ব্যবহার-
গুজব আর অবনতি-আইন শৃঙ্খলার
দ্বিতীয় হাতিয়ার ছিল
আমেরিকার নিজের হাতে-
খাদ্যঅস্ত্র ব্যবহৃত হয়
সদ্যস্বাধীন বাংলার জনগণের বিপক্ষে।
বাংলাদেশ
আমার প্রাণের বাংলাদেশ
তুমি পারলে না নিজেকে বাঁচাতে
আমেরিকার এই অস্ত্রের হাত হতে!

এরপর?
এরপর
হায়,এলো যে বোধন কাল
-বাংলাদেশ হারালো তার শ্রেষ্ঠ সন্তান
-শেখ মুজিবর রহমান
-বাংলার সূর্য সন্তান।

এরপর বাকশালের সাংগাঠনিক ব্যর্থতা
চাপ চাপ নিকষ আঁধার
বাংলার আকাশ জুড়ে।

একে আঁধার হতে বেরিয়ে আসে
পাকিস্থানের পোষা জন্তু-জানোয়ার
ওই রাজাকার
ওই আলশামস আর আলবদর
ধর্মের ছাতি মাথায় নিয়ে।

সদ্যস্বাধীন বাংলার পদযাত্রা
শুরু হয় হত্যা
আর নব্যধনীর উথ্থান দিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.