নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর
পৃথিবীর পথে পথে
ঘুরে
ভেবেছিলাম হওয়া যাক যাযাবর।
নিজেকে ফিরে পেতে
যুদ্ধ করেছি বারংবার।।
তারপর একদিন
যমুনার জল
বড় দুঃখ পেয়ে
জানায় আমাকে
-তুমি এই পৃথিবীর উপযুক্ত নও
তুমি এই পৃথিবীর নও।
যুদ্ধক্ষেত্রে রণক্লান্ত
ঘোড়ার খুড়ের শব্দ
বাতাসে মিলিয়ে যেতে যেতে
বলে যায়- পরাজয়?
সেও মানা যায়,অপমান নয়।।
তারপর একদিন
জ্যোৎস্নার ফেলে রাখা আলোয়
ঝর্ণার শীতল জলে
শরীর ডুবিয়ে
ভাবি- জীবন, সে কেমন?
©somewhere in net ltd.