নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাতাসে ইতিহাসের পাতা উল্টে যায়
বেরিয়ে আসে আটষট্টি সালের মার্চ মাস।
মার্চ মাস -আমাদের অস্থিমজ্জায় প্রোথিত।
মার্চ মানেই উত্তাল রাজপথ
আর রাতের আঁধারে
পাকিস্থানী সেনাবাহিনীর বাঙালি নিধনযজ্ঞ
- গণহত্যা।
বাতাসে ইতিহাসের পাতা উল্টে যায়
ভেসে উঠে
অসহায় শিশুদের ভয়ার্ত মুখের ছবি,
বাঁচার আকুতি
আর মার্কিন সেনাবাহিনীর পৈশাচিক উল্লাস।
রাইফেলের বাঁটে লেগে রয়-
মানুষের থেঁতলানো মাংস-
বেয়োনেটে নিরাপরাধ মানুষের রক্ত।
হিংস্র,উন্মত্ত,কাপুরুষ মার্কিন সেনাদল
ধর্ষণে লিপ্ত-মাই লাইয়ের মেয়েদের উপর
চলে অকথ্য,বর্বর যৌন অত্যাচার।
নিরস্ত্র গ্রামবাসী মৃত্যুর আগে
জেনে যায়
মানবতার ঠিকাদার মার্কিনীদের
বর্বরতা।
সেদিন দোযখের প্রহরী নয়
মার্কিন বাহিনী ছিল ভিয়েতনামের ওই গ্রামে।
©somewhere in net ltd.