নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদল জন্মান্ধ অসুর
আজ দাপিয়ে বেড়ায় সর্বত্র।
এই পথে মানুষ নয়,অসুর চলে
এখানে গোলাপ নেই
নেই প্রজাপতি
আর মনের সুকুমার প্রবৃত্তি।
এই স্থানে শুধু পাবে জন্মান্ধ অসুর
যারা আত্মপ্রবঞ্চনায় মারাত্মক পারদর্শী
যাদের স্বপ্নে উর্বশী,রম্ভা
অথবা মেনকা
আর আছে নিরীহ চাপাতি।
ধর্ম নয়,
ধর্মের সাথে রাজনীতির সুস্বাদু খিচুরি
আর? হত্যা এবং আহাজারি।
আজ বাতাস ভীষণ ভারী
সময় ক্লান্ত।
কুকুরের স্বপ্নে মনিবের লাঠি।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
আমি মিন্টু বলেছেন: দারুন মিলিয়ে বলছেন । ভালো লাগলো কবিতা ।