নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়া,চল হেঁটে আসি কাঁঠালের বনে
ঝাঁঝালো রোদ শরীরে মেখে চল যাই
ঘুরে আসি জীবনের চড়াই উৎরাই
বিনম্র দুপুরে সোঁদা ঘ্রাণ গায়ে মেখে।
একবার আসি ঘুরে পৃথিবীর পথে
চল, ঘাসের মায়ায় সময় কাটাই
এসো বসি,রোদের উত্তাপ মেখে নেই
জীবনের ব্যাথা ভুলি ক্ষণকাল মাঝে।
পাওয়া না পাওয়ার বেদনা সকল
যেন অশান্ত ঢেউ,দোলায় প্রেম তরী
এসো তবু বলি- ভালবাসি,ভালবাসি
জমাট যত কষ্ট গলে হবে তরল।
এসো সবুজের মাঝে,আকাশের নীচে
এসো মুক্ত বাতাসে সকল ক্লান্তি ভুলে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর। অনুসারিত।