নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মাটির নরম অস্থি থেকে
তৈরী হয়েছো তুমি।তাই তোমার
শরীরে বাংলা মায়ের ঘ্রাণ।
এই জল-জঙ্গলে বেড়ে উঠেছো
বাংলার দামাল ছেলে তুমি।
মা অন্ত প্রাণ।মায়ের দুঃখে
কাঁদে তোমার প্রাণ।তাই যৌবন
বিলিয়ে দিলে শাসকের কারাগারে।
শাসকের লাল চোখ-কে ডরায়?
মায়ের খোকা- সে যে অকুতোভয়।
পরাধীনতার শৃঙ্খল,হলো খান খান।
আদুরে খোকা,দামাল খোকা
সে যে বাংলা মায়ের- বড্ড অভিমানি ছেলে
তাই তো ঘুমিয়ে পড়ে আপন রক্তে ভিজে।
©somewhere in net ltd.