নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়,কাল কেউটে কী হামাগুড়ি দেয়
না কী দু'পায়ে দৌড়ায়-
তবে ঘরের ভেতর বাসা বেঁধেছিল।
কাল কেউটের দল
সযত্নে লালিত পালিত হচ্ছিল
সবার অলক্ষ্যে?
বুকটা তার বিশাল ছিল
কত বড়-
ছত্রিশ,না বিয়াল্লিশ?
এতো ছোট?
না তার বুকটা ছিল
আকাশের মতই বিশাল
তাইতো ছোট্ট এই বাংলাদেশ
তার বুকে পেয়েছিল ঠাঁই।
আচ্ছা,সাপ ছিল কী
না মানুষ-আমাদের মত,বাঙালি!
সত্যিই কী তারা ছিল আমাদের জাত
তবে কেন তাদের হাতে পিতার রক্ত?
এই আগষ্টে,পিতার রক্তাক্ত ছবি
ভেসে ওঠে,পত্রিকার পাতায় পাতায়।
©somewhere in net ltd.