নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ বেশ গম্ভীর আর উদাসীও
বটে।শেষ বিকেল মায়াবী চোখে চেয়ে
রয় প্রকৃতির ভেজা অঙ্গে-ভেজা মাটি,
ভেজা বৃক্ষরাজি-লাজুক, সবুজ অঙ্গে।
পাখ-পাখালির কলকাকলিতে পূর্ণ
ভেজা কোমলপ্রকৃতি। নিস্তবদ্ধতার
বুকে ভেসে উঠে- বউ কথা কও,বউ
কথা কও।বাঁশের বনে অজানা শব্দ-
দীর্ঘশ্বাস?- কার? বিরহকাতর কেউ।
বর্ষার এমন আচ্ছন্ন করা বিকেলে
অলসতা হেঁটে আসে আঙ্গিনায়।তাই
শীতল পাটি বিছানো গল্পের আসরে
উঁকি মারে স্মৃতি-দাদু-দিদা,মামা-মাসি
-কত গল্প; জীবনের গল্প-জীবনের
ফেলে আসা খাতার পাতায়।
না কোন কবিতা নয়-রুপসি বাংলাকে
নিয়ে,হারানো স্মৃতি-বড় উদাসী,উঁকি
দেয় মনোমাঝে-এ ঘনঘোর বর্ষাতে।
০৬/০৭/২০১৫
©somewhere in net ltd.