নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছুই আগের মত।এই রাস্তা,
বাড়ি,ঘর।আর নুনে ধরা জমিদার
বাড়ি।তাও আছে।তবে খসে পড়া ইট,
সুরকী,আরও বিশ্রীভাবে চেয়ে আছে
রাস্তার দিকে।ভাবছে কী অতীত নিয়ে?
পুরানো আতা গাছটি আর নেই।যার
ফলে লুকিয়ে আছে শৈশব।যার নীচে
দাঁড়িয়ে থাকতো এক লাজুক কিশোর।
এক ঝলক দেখা হলেই,প্রজাপতি
মন ছুটে যেতো,মাঠের এ প্রান্ত হতে
অপর প্রান্তে।দিন হয়ে যেতো রঙ্গীন।
সবকিছুই আগের মত।এই রাস্তা,
বাড়ি, ঘর।শুধু নেই আতা গাছ,সেই
কিশোর আর সেই সময়।চুলে পাক
ধরা যে মধ্যবয়সি,চলেছে এ পথ
বেয়ে, ভাবে-বুকের সেই ঢিপঢিপানি
তা হয়তো কিশোর বয়েসে শোভা পায়;
অথবা প্রথম ভাললাগায়,অথবা
প্রথম পর্বে-ঝাঁপিয়ে পড়ে হৃদয়ের
মাঝে।এরপরও প্রেম এসেছে তার
জীবনে; ঝড় উঠেছে মনে,তবে সেই
ঝড়ে ছিলনা কালবশেখির তান্ডব।
সেই ঝড়,সেই প্রেম ছিল বড্ড মাপা!
নোনা ধরা পুরানো দেয়াল হতে একে
একে খসে পড়ে ইট-ক্ষত তৈরি করে
দেয়ালের গায়ে।আর বয়স?হৃদয়
হতে কেড়ে নেয় আবেগ-তার নিজের
মত করে।
০২/০৭/২০১৫
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৮:৪৩
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ তামান্না তাবাসসুম।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:২৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনবদ্য