নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
একদিন দেখবে তোমার হাতে থাকবে না সময়
পাশে নেই কেউ
ধবধবে সাদা দেয়াল
যে দেয়ালে শুধুই পুরনো কিছু মুখ এবং স্মৃতি
ফ্যালফ্যাল চাহনি
সারাদিন ছুটি
কাজ কর্ম বলতে হাতে তেমন কিছুই জমা নেই
কিছু ঘুমের ট্যাবলেট আর
এক গুচ্ছ কবিতা পুরনো বন্ধু
বুকের বাম পাশে চিনচিন ব্যাথা
দু তিনদিন কাটবে পুরনো এক কাপড়ে
নখে নেই নেইল পলিশ
চুমুতে আর ভিজবে না অধর
দীর্ঘদিন সেই একইরকম শুকনো খড়খড়ে
দেখবে জীবন এক উলট পালট পাটিগণিতের খাতা
আরও জটিল অংকে ঠাসা
শান্তি বলতে;
ঘরের ছোট জানালা দিয়ে দূরের মেঘের মিলন
তুমি তোমার সমস্ত কাজের একমাত্র দর্শক
তুমি তো কখনো কারো হাত শক্ত করে ধরার চেষ্টা করোনি
কেবল দোল খেয়েছো খেয়াল খুশির বাতাসে
অথচ কেউ তো ছিল একজন
যে কিনা দেহে এবং মনে ধরিয়েছিল
হাজার হাজার ছোট বড় আগুন
হ্যা এটাই সত্যি
জীবন এখনো অসম্পূর্ণ
জ্বলে উঠো
জ্বলে উঠো মেয়ে
সমস্ত কিছুর শেষে
যেমন শরৎ আকাশে সপ্তর্ষি হাসে
কবি তো
কবিতা লিখতে চায়
তোমার হৃদয়ের সকল বিষন্নতা মুছে
২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪১
স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন । ধন্যবাদ ।
২| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
আজব লিংকন বলেছেন: ঠিক... জ্বলে উঠুন আপন শক্তিতে।
সুন্দর।।
২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৪
স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ। ভালো থাকবেন। ধন্যবাদ।
৩| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
কামাল১৮ বলেছেন: সুন্দর কবিতা।
২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৭
স্প্যানকড বলেছেন: অনেকদিন পর কামাল ভাই আসলেন। কেমন আছেন? ধন্যবাদ কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৪| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৭
অপু তানভীর বলেছেন: ভাই একটা ব্যাপারে জানতে চেয়েছিলেন । আসলে এটা সামুর একটা বাগ বলতে পারেন । পুরানো পোস্টে এডিটের অপশন খুজে পাওয়া যায় না। তাই একটু ঝামেলা করে এডিট করতে হয় ।
ভাই একটা ব্যাপারে জানতে চেয়েছিলেন । আসলে এটা সামুর একটা বাগ বলতে পারেন । পুরানো পোস্টে এডিটের অপশন খুজে পাওয়া যায় না। তাই একটু ঝামেলা করে এডিট করতে হয় । তখন সরাসরি ব্রাউজের ইউআরএল লিখে এডিট করতে হয়। নিচের ছবিটার দিকে খেয়াল করে দেখুন।
ধরেন আপনি আপনার অনেক পুরানো পোস্ট এডিট করতে চান। এটা হচ্ছে আপনার সেই পোস্টের ইউআরএল
somewhereinblog. net/blog/Spanked/30287504
এখন আপনার যে ইউজার নেম আছে Spanked এর পরে আপনি স্ল্যাশ দিয়ে যোগ করবেন editpost এরপরে স্লাশ যেটা আছে
তাই লিখবেন হুবাহু 30287504 এবং এরপরে স্লাশ দিয়ে blog/0 । আলাদা ভাবে মাঝে একটা editpost এবং শেষে blog/0 যোগ করতে হবে। তবেি চলে যাবে এডিট মোডে। সেখানে গিয়ে আমি পোস্ট ড্রাফট নিতে পারবেন।
ছবিতে রঙ্গিন করা অংশ গুলো খেয়াল করে দেখুন । তারপরেও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি যে যে পোস্ট এডিট করতে চান তার একটা লিংক দিয়েন । আপনি আপনাকে সঠিক ভাবে ইউএলআর লিখে দিব।
২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৯
স্প্যানকড বলেছেন: অপু ভাই আপনাকে অনেক ধন্যবাদ বিস্তারিত লেখার জন্য। এখন কাজ হচ্ছে,অনেক উপকৃত হলাম।ভালো থাকবেন, আবারও ধন্যবাদ।
৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৪
মিরোরডডল বলেছেন:
বেশ অনেকদিন পর স্প্যানকড এর লেখা একটা সুন্দর কবিতা পড়লাম।
শুরু থেকে শেষ ভালো লেগেছে।
একদম ডুব না মেরে, মাঝে মাঝে এমন কবিতা লিখতে পারে।
২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:১৫
স্প্যানকড বলেছেন: ডুবে আর যেতে পারছি কোথায় ? ফিরে আসি কি যে এক মায়ার টানে ।সে যাই হোক ভালো থাকবে মেয়ে । ধন্যবাদ ।
৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৬
মিরোরডডল বলেছেন:
তানভীর মন্তব্য পড়ে ব্লগ সম্পর্কে নতুন কিছু জানলাম।
থ্যাংকস তানভী।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
আমি সাজিদ বলেছেন: কবি ভালো আছেন তো?