নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
একটা পিঁপড়ে ওর শরীর জুড়ে হাঁটছে
পিঁপড়েটি পুরুষ?
না নারী ?
কিছু জ্ঞানী গুণী মানুষ সে নিয়ে তর্ক করছে।
শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
শিশুটির কচি বুকে এক ফালি রোদ
ধুলোপড়া বিকেল গড়িয়ে যাচ্ছে
ঠান্ডা মেঝে
প্রতিটি লোম দাঁড়িয়ে
দারিদ্রতাকে কুর্নিশ করে স্বাগত জানাচ্ছে
ভাতের মাড়ে রাত দিন কাটছে
বেঁচে যেতো
ধরে নিতো যদি যমে।
শিশুটির পিতা হতদরিদ্র
প্যাডেল মেরে মেরে
হিসেব কষছে
ছোট সাইজের একটি ডিমের দাম টাকা পনেরো
চারটার কতো?
সবজি সে আজ বিলাসী পন্য
দোকানের বাকী বাড়ে
এখানে জীবন মানে একদম নড়বড়ে
চলছে ধুকেধুকে
তাতেই সে ধন্য !
হাসে এই মনে করে।
শিশুটির মা নেই কাছে
কাজ করে অন্যের ঘরে
মধ্যরাতে ফিরে
ইদানীং
এক স্যার খুব আসে কাছে
লোভ দেখায়
নানান উসিলায় হাত রাখে
লাজ শরমে।
শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
শেষ কবে যে হাসছে
এ শহরবাসী
ভুলে গেছে
ভুলে গেছে
আজকাল ভুলে যেতে পারলেই সকলে বাঁচে।
১৩ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০২
স্প্যানকড বলেছেন: মুরুব্বি আপনার কি মনে হয় ? ধন্যবাদ , ভালো থাকবেন ।
২| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯
আহা রুবন বলেছেন: ভালই লাগল।
১৩ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪
ছোট কাগজ কথিকা বলেছেন: কবিতাটি সমাজের কঠিন বাস্তবতা, দারিদ্র্য, এবং অসহায়ত্বের হৃদয়বিদারক চিত্র তুলে ধরেছে। শিশুটির কান্না, দারিদ্র্যের কষ্ট এবং পরিবারের সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখানে শিশুটির পিতা-মাতার দুর্দশা, সামাজিক বৈষম্য, এবং অর্থনৈতিক সংকটের কথা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষত, মায়ের পরিস্থিতি এবং সমাজের নিষ্ঠুর আচরণ এই কবিতাকে আরও গভীর ও মনস্তাত্ত্বিক মাত্রা দিয়েছে। কবিতাটি সমাজের উদাসীনতার এক নির্মম চিত্র প্রকাশ করে যেখানে কষ্ট আর কান্না যেন নিত্যদিনের সঙ্গী।
১৩ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৪
স্প্যানকড বলেছেন: আপনি যে কবিতাটির অর্থ বুঝতে পেরেছেন এবং তা বিশদভাবে বর্ননা করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
৪| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৯
Salina Alam বলেছেন: মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি।
১৩ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:০৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ।
৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩৯
মিরোরডডল বলেছেন:
অনেকদিন পর কবি।
কবিতায় সাম্প্রতিক সময়ের চিত্র তুলে ধরা হয়েছে।
ভালো লিখেছে।
এরকম কবিতা আরও লিখবে।
১৩ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৪
স্প্যানকড বলেছেন: কবিতা পড়া এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ইন শা আল্লাহ চেষ্টা করব । ভালো থাকবে মেয়ে
৬| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৯
আজব লিংকন বলেছেন: গভীর......।।
অনেক গভীর।।
খুব গভীর লিখেছে।।
স্যালুট ।।
১৫ ই অক্টোবর, ২০২৪ রাত ৩:১৪
স্প্যানকড বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ । কবিতা মানেই হৃদ গহীনের অব্যক্ত শব্দ ,বাক্য এবং গভীরতা । ভালো থাকবেন সব সময় ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০১
সোনাগাজী বলেছেন:
আপনি কি কোমলমতি, আন্দোলনে ছিলেন?