নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের ছড়াছড়ি চারপাশে। কয়েকটা ছবি দিয়ে আজ পোষ্ট দিলাম। আমি অবশ্য ছবি দেওয়ায় তেমন পারদর্শি না। ছবি দিতে যে সময় লাগে সে সময়ে তিনটা লেখা বরং লিখতে পারি।
লালালাল পলাস ফুটেছে মনে হয় ছুটে ছুটে যাই তার কাছে। আসা যাওয়ার পথে থেমে যাই বারে বারে। কখনো সৌন্দর্য অবলোকন করি কখনো কেবল শুনি পাতার উড়াউড়ির শব্দ।
মর্মর ধ্বনী বাজে পায়ের নিচে শুকনো পাতার। কখনো বাতাসের টানে যায় উড়ে উড়ে। এই পাতারাও কিন্তু অনেক কাজের। এতদিন গাছের খাদ্য জুগিয়েছে সূর্যালোক সংগ্রহ করে। এখন ঝরে গিয়ে মিশে যাবে মাটির সাথে লাগবে আবার উর্বরতায় গাছেরই জন্য। এরা সারাক্ষন উপকারই করতে থাকে ।
পাতার কারুকাজ
নানা রঙের পাতারা
২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৯
রোকসানা লেইস বলেছেন: অনেক অনেক সুন্দর।
আপনি এখন দেশে নাকি বিদেশে। দেশের গাছে পাতা ঝরে কিন্তু সব নয়।
শীতের দেশগুলোতে দেখি সব পাতা ঝরে যায়। শুধু চিরহরিৎ গাছগুলো সবুজ থাকে বরফের মাঝে। যার ডাল বা ছোটগাছ তুলে নিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়।
২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩১
সোনাগাজী বলেছেন:
উ: আমেরিকার ঋতুগুলোর নিজস্ব বর্ণ আছে!
২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০১
রোকসানা লেইস বলেছেন: ঠিক।
প্রতিটা ঋতুর সৌন্দর্য আলাদা ভাবে উপভোগ করা যায়।
৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪৪
আহরণ বলেছেন: আবার সেন্ট লরেন্স নদী, লাল-হলুদের রঙ উৎসব। তখন অপরাহ্ন। বেঞ্চিতে বসে আছি, ছিলাম ভালো। পাশ দিয়ে হনহন করে হেঁটে গেল একহারা পেটানো শরীর অবকাঠামোর এক যুবক। চোখাচোখি হয়ে ওর সহাস্য গ্রিটিং : Good afternoon. প্রতি উত্তরে আমিও afternoon. তাকে চিনি না, জানি না। নামটি শুধু জানি।
ওর পরনে কাজের জায়গার ইউনিফর্ম, বুকে নেম ট্যাগ,খায়াল করে দেখলাম, তাতে লেখা : Matthew, এভাবেই ওর নাম জানা। নিসর্গ নিভৃতে তখনো বেঞ্চিতে বসে আমি একা। Matthew চলে গেছে।
একটু বেশি ইমোশনাল হয়ে গেল। আসলে ঝরা পাাতার বনে প্রাণের উথলি রুধিয়া রাখা যায় না......... যাক।
আপনাকে ধন্যবাদ............ @ রোকসানা
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২১
রোকসানা লেইস বলেছেন: ঘরের বাইরে গেলেই অনেক গল্প পাওয়া যায়। ম্যাথু চলে গেছে কিন্তু নামের সাথে গল্প রয়ে গেছে।
এই যে অচেনা কেউ হাই বা গুড আফটার নুন জানায় এটা কিন্তু খুব সুন্দর একটা সৌজন্য।
দিনে দিনে হারিয়ে যাচ্ছে ঝরাপাতার মতন।
বাস অপারেটরকেও কেউ আর থ্যাংকু বলে না।
সুন্দর ব্যবহারগুলো হারিয়ে যাচ্ছে।
ইমোশন কোথাও প্রকাশ করতে হয়। ভালোলেগেছে আমার।
ভালো থাকুন ঝরাপাতার গানে.........
৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৬
সামরিন হক বলেছেন: বাহঃ! চমৎকার।
লাল লাল শুভেচ্ছা ।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২২
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সামরিন হক
আপনাকেও হরেক রঙের পাতার শুভেচ্ছা
৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১৮
মিরোরডডল বলেছেন:
আপুটা এতদিন পর ব্লগে এসে আগুন ধরিয়ে দিলে!
পোষ্টটা জ্বল জ্বল করছে।
ওয়েলকাম ব্যাক!
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৭
রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোবাসা মিরোরডডল
তোমার বাড়ি যাব ভাবছিলাম অথচ আবার দুদিন ব্যাস্ততায় কেটে গেলো।
এতদীর্ঘ সময় সামুতে না ঢুকে কাটাইনি এতগুলো বছরে।
কিভাবে যে তিন মাস পার হয়ে গেছে নিজেও জানি না।
জীবন চলমান। এই সময়ের রঙে তাই রাঙিয়ে দিলাম।
ভালো থেকো সব সময়
০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৩
রোকসানা লেইস বলেছেন: ভেবেছিলাম তোমার লেখা এই কয় মাসে কি দিয়েছো দেখে আমি। তোমার বাড়ি গিয়ে একটা ধাক্কা খেলাম।
সব লেখা উধাও।মন্তব্য দেয়ার কোন জায়গা পেলাম না তাই এখানেই আবার লিখছি তোমাকে।
ভালো তো লিখতে । কি হলো সব লুকিয়ে ফেলেছো।
তবে তুমি আছো এটাই অনেক আনন্দের।
ভালো থেকো মিরোরডডল
৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২
বিষাদ সময় বলেছেন: সব সময় হয়তো মন্তব্য করা হয়না। কিন্তু আপনার লেখার অপেক্ষায় থাকি। কবিতার মত অল্প কথাতে অনেক সুন্দর ভাবের প্রকাশ।
২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৭
রোকসানা লেইস বলেছেন: বাহ জেনে অনেক ভালোলাগল কেউ আমার লেখার অপেক্ষায় থাকেন। আন্তরিক ভালোবাসা।
অনেকেই মন্তব্য করেন না কিন্তু অনেকে পড়েন আমার লেখা সেই সংখ্যাটা দেখতে পাই, সামুর হিসাবে।
একজন লেখকের কাছে লেখাটা সার্থক হয় পাঠক পড়লে মন্তব্য বড় কিছু না। পাঠক নিজের মতন হৃদয়ে গ্রহণ করলেই যথেষ্ট।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর তো।।
আমাদের এখানে তো গাছের পাতা ঝরে পড়ছে।
শীতের আগমনী বার্তা।