নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আলো অন্ধকার শীত উত্তাপের গল্প

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৪৭


গত পরশু রোদ জড়িয়ে ধরল বাইরে পা রাখার সাথে সাথে সোহাগে। মিষ্টি একটি উত্তাপ বারো সেলসিয়াসের উপরে। অনেকটা সময় উপভোগ করলাম বসন্ত সময় যেন কিন্তু বসন্ত আসার অনেক দেরি এখনও।
শুয়ে থাকা সব বরফ ছড়ানো ছিটানো। ছেঁড়াফাটা সাদা কাপড়ের মতন জমিনটা এখন। বরফের নিচে চাপা পড়ে থাকা শুকনো পাতারা উড়ছে মনে হয় যেন চড়ুই পাখিগুলো ফিরে এসেছে। প্রকৃতির মাঝে গেলে আমি সব ভুলে যাই বাস্তবতা, ব্যাস্ততা।
নিঃশ্বাস নিতে খুব ভালো লাগছিল টাটকা হাওয়ায়। কিন্তু আমাকে যেতে হবে অনেক দূর তাই গাড়িতে চেপে বসতে হলো । গায়ে চাপানো জ্যাকেট খুলে রাখলাম। টেম্পারেচার বন্ধ করে দিলাম গাড়ির। জানলা খুলে দিলাম খোলা হাওয়া পাওয়ার জন্য । সবটাই মন মতো কিন্তু বরফ গলা জলে কোথাও কোথাও থক থকে কাঁদা, কোথাও পানি জমা হ্রদ। গাড়ির অবস্থা অল্প সময়ে করুণ হয়ে গেল। কাঁদা ছিটা একটা প্রলেপ পরে, গাড়ির আসল রং আর বোঝার উপায় নেই ।
কোন পাখি নেই, পাতা নেই গাছে। শুকনো ধূসর এক রঙ চারপাশে। কিছু কাক উড়ছিল, ডাকছিল। এদেশে কাককে খুব বুদ্ধিমান প্রাণী ভাবা হয় । তাদেরকে দেখলে খারাপ কিছু ভাবা হয় না বরঞ্চ খুবই ভালোবাসে এদেশের মানুষ কাক পাখীকে। অনেকে পোষে কথাও শিখাচ্ছে। যা হোক জানলা বন্ধ করে দিতে হলো গাড়ির ।
দুটো দিন কেটে গেল শহুরে জীবনে, ব্যস্ততায় আর ভালোবাসায়, আনন্দে ।
গতকাল মাঝ রাতে যখন বাড়ি ফিরছি আমার সাথে সাথে চলছিল অনেকগুলো গাড়ি । পেছনে সামনে হেডলাইট আলোর বন্যা , চোখ ঝলসানো অথচ এই রাস্তায় আমি একাই চলতাম প্রায় সময় । এবং বেশ একটা অহংকার ছিল রাস্তাটা আমার একার। জনসংখ্যা বৃদ্ধির মাত্রা টের পাচ্ছি। স্থানীয় ছাড়াও ফ্রাইডে নাইটে অনেকেই চলেছে রিসোর্ট গুলোতে শেষ শীতের আমেজ অনুভব করতে। এটাও একটা নতুন বিষয় শিখেছি, বরফের সাথে খেলা। প্রচন্ড ঠান্ডায় মানুষ আনন্দ করতে নেমে যায় বরফের মাঝে। কি আনন্দ। অনেক টাকা পয়সা খরচ করে অনেকে, এই বরফের সাথে খেলার জন্য। এ বছরটা তাদের বেশি আনন্দ করার সুযোগ হলো না। যেমন আমার কাছেও খুব ভালো লাগল না শীত জুড়ে বরফের স্বল্পতা।
শীতের এখনো মাঝামাঝি সময় কিন্তু উপভোগ করতে পারলাম না বরফ খেলা। মাঝে মাঝে প্রকৃতি একটু ভিন্ন রূপ দেখায়। তেমনি মনে হচ্ছে আর হবেই না মনমতন বরফপাত এবছর।
অনেকটা পথ পেরিয়ে আসার পরে গাড়িগুলো থেকে একটু নিস্তার পেলাম, একা চলার সুযোগ পেলাম। জোসনামাখা বনভূমি, রাস্তা নিস্তব্ধ নীরবতা একাকী সময় উপভোগের সুযোগ পেলাম ।
মাইনাস দশ সেলসিয়াস ঠান্ডা এই রাতে গাড়ি উড়িয়ে নিবে এমন মনে হচ্ছিল প্রচন্ড হাওয়ায়। আপস এন্ড ডাউন এমনই চলছে সারাক্ষণ তাপমাত্রার উঠা নামা। বাড়ি ফিরে সব আলো নিভিয়ে অনেকটা সময় বাইরে জোসনা উপভোগ করলাম। পূর্ণিমা আসেনি এখনো কিন্তু পঞ্চমীর দিন থেকেই তুমুল জোসনায় ভাসাচ্ছে প্রতিরাতে। বরফের মাঝে জোসনার বিচ্ছুরণের এই সৌন্দর্যটা অসাধারণ । যা উপভোগ করার জন্য আমি সব সময় অপেক্ষা করি শীতকালের আর অনেক বরফপাতের। ঠান্ডা বাতাস যেন সুঁচ ফোটাচ্ছে গায়ে তাই বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না। জোসনা মাখা শীতের এক অপরূপ সৌন্দর্য অল্প দেখেই ঘরে ঢুকতে হলো। ঘরে ঢুকে, আমাকে বাতি জ্বালাতে হলো না ঘরের ভিতর ঝকঝক করছে চাঁদের আলো। অনেকটা সময় দরজায় দাঁড়িয়ে থাকলাম , ঘরে অন্ধকারে বাইরের চাঁদের স্নিগ্ধ মায়াবী আলোয় ডুবে রইলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩০

এম ডি মুসা বলেছেন: আপনি কোন দেশে আছেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

রোকসানা লেইস বলেছেন: আমি আছি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর দিকের একটি ছোট গ্রামে। শহর থেকে কিছুটা দূরে। :D

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩১

এম ডি মুসা বলেছেন: সবকিছু সাথে মেনে নিয়ে উপভোগ করার ও আনন্দ আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

রোকসানা লেইস বলেছেন: তাই মানিয়ে নিতে পারলে অবশ্যই অনেক আনন্দ হয়।
তবে বেশির ভাগ মানুষের নস্টালজিক হয়ে পিছনের সময় নিয়ে বসে থাকার একটা প্রবণতা আছে বর্তমানের আনন্দ উপভোগ না করে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সুন্দর প্রকাশ।
ভালো লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ++

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

শেরজা তপন বলেছেন: চমৎকার সব প্রকৃতির রূপ উপভোগ করছেন আপনি। আমি তো শুধু পড়েই এই অভিভূত হয়ে গেলাম!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮

রোকসানা লেইস বলেছেন: প্রকৃৃতি অনেক সুন্দর রূপ দেখায় আমাকে, আমি যে চোখ মেলে চেয়ে থাকি তার জন্য অনুভব করি হৃদয় দিয়ে তাই সাধারনত কিছু মিস হয় না। :) আমার সাথে দেখা দিয়েই যায়।
পড়েই অভিভূত হওয়া বিশাল ব্যাপার।
আনন্দিত হলাম জেনে আপনিও আনন্দে থাকুন

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কাক কি আসলেই কথা বলতে পারে?

টাটকা হাওয়াও নিঃশ্বাস নেয়ার ব্যাপারটা ঢাকা ছেড়ে বেরুলে আমি খুব অনুভব করি। পাহাড় কিংবা গ্রাম অথবা সমুদ্র এই অনুভব দেয়।

লেখায় ভালো লাগা রইলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৯

রোকসানা লেইস বলেছেন: টিভিতে দেখেছিলাম কথা বলে। ইউটিউবে পেলাম লিঙ্ক দিলাম।
টাটকা হাওয়ায় নি:শ্বাস নেয়ার মজাই আলাদা। ঢাকার অবস্থা এখন একটু ভালো। আগে আরোও খারাপ ছিল।
ধন্যবাদ রিয়াদ

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর আনন্দময় জীবনযাপন করছেন।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

রোকসানা লেইস বলেছেন: This crow seems convinced he's a tiny human

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৬

শায়মা বলেছেন: তুমি এক আনন্দের জীবনে আছো আপুনি! :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:৫০

রোকসানা লেইস বলেছেন: আনন্দ খুঁজে পাই চারপাশে।
তুমিই বা কম কি সে।
ভালো থেকো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.