নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাতা পুড়ানো ঘ্রাণ মায়াময়
মনে হতো কোন এক কালে
উদাস হতাম নিজের মনে ।
আগুনের চকচকে ফুলকি উড়াউড়ি, শব্দ
উপভোগ্য কারুকাজ আলপনা আনন্দ
মুহূর্তগুলো ভেবে
নস্টালজিক গভীরতায় ডুব সাঁতার ।
আজকাল ভয় লাগে
যে ভাবে বন পুড়ছে ছাই হয়ে যাচ্ছে সবুজ
প্রাণীরা পালিয়ে আসছে নগরে।
হায়নার হাসি শুনে কেঁপে উঠে শিশু।
ভালুকের লোমশ শরীর ঘুরে, গৃহ আসেপাশে
সরীসৃপ খুঁজে আবাস গৃহাঙ্গনে।
পৃথিবীর উষ্ণতা, অক্সিজেনের অভাব
কার্বন ডাইঅক্সাইড ভরা বাতাস শুদ্ধ করা গাছের স্বল্পতা ।
শুঁষে নেয়া সীমাহীন জল মাটির গভীর থেকে
আমাদের প্রয়োজনে।
হ্রদ এবং নদী থেকে
ক্ষয়ে ক্ষয়ে ধ্বসে পরে ভূপৃষ্ট গভীরে
সিঙ্কহোল, ভূমিকম্প বিপর্যস্ত নগরজীবন।
বৈচিত্রময় দুঃসময় ঘিরে আছে নিঃশ্বাস
পৃথিবীর ভালো থাকা আমাদের ভালো থাকা
ভালো থাকা প্রজন্ম
চাই সবুজ প্রচুর সবুজ।
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী কবিতা পছন্দ হয়েছে জেনে প্রীত হলাম।
হ্যাঁ সে খবরটা আগেই দেখেছি।
যুদ্ধে খরচ হবে কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায়ের জন্য কিছু করা হবে না।
বাতাস ভাড়ি হয়ে উঠবে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আপনাআপনি। তখন কিছুই করার থাকবে না।
ঢাকায় এক সময় এমন দোষণ হয়েছিল বাতাস। বাচ্চারা বৃদ্ধ, নারী পুরুষ হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হতে শুরু করে ছিল। বমি বমি ভাব, নিঃশ্বাস আটকে আসা। কালো ধোঁয়ার প্রলেপে ঢেকে ছিল ঢাকার আকাশ।
পেট্রল চালিত গাড়ি বন্ধ করার পর অনেকটাই পরিস্কার হয়ে উঠেছে অন্ধকার আকাশ।
আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে, পৃথিবী বাঁচাতে। ২০১৫ এর মধ্যে সব বিদ্যুত চালিত গাড়ির প্রোগরাম নিয়েছিল ইউরোপ । অনেকটাই পরিচ্ছন্নতা আসবে যদি কার্যকরী হয়।
শুভেচ্ছা থাকল
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। প্রকৃতির অপরূপ রূপ নিয়ে আপনার কবিতা।
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১১
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার।
প্রকৃতি সুস্থ না থাকলে যে আমরাও থাকব না সেখানে। ইতিহাস সে কথা বলে প্রজন্মের জন্য ভাবা উচিত।
ভালো থাকবেন।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই সময় এখন কঠিন হয়ে পরছে------------
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১২
রোকসানা লেইস বলেছেন: এখনই সময় নিজেকে সংশোধন করার। প্রজন্মের কল্যাণ চিন্তা করে।
শুভেচ্ছা রইল আলমগীর সরকার লিটন।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
ইসিয়াক বলেছেন: বৈশ্বিক উষ্ণায়নের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতির বাস্তব চিত্র এবং তার প্রতিকারের উপায় সমৃদ্ধ কবিতাটি আমার ভালো লেগেছে।
আসলে সবার আগে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ ও জীব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে।প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে। সেই সঙ্গে সচেতনতা বাড়াতে হবে ।জরুরী ভিত্তিতে করণীয় আছে আরও অনেক কিছু না হলে আমরাই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবো।
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৫
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ইসিয়াক।
আমাদের নিজেদের প্রয়োজনে প্রকৃতিকে সুস্থ রাখতে হবে। গাছ এবং প্রাণী সবাই অপরিহার্য আমাদের জীবনে। নিজেদের অভ্যাস পরিবর্তন করলেই অনেকটা সহজ হবে আমাদের জন্য। প্রজন্মের জন্য।
অনেক শুভেচ্ছা
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
সহজ কথা সহজ ভাবে বলাই ভালো।
ভালো থেকো
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৩৭
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
সামুর পাতায় ( তারিখ ২১/০৯/২৩) ডান দিকে থাকা
ডয়েচে ভেলের নিন্মোক্ত শিরোনামের সংবাদ ভাষ্যটি দেখুন
‘দেশের জনগণকে দেউলিয়া করে পৃথিবী বাঁচাবো না’
তার পর ভাবুন সবুজ পৃথিবী চাইবেন কি চাইবেন না !!!!
শুভেচ্ছা রইল