নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পরশু রাতে অরোরা দেখার জন্য রাত দেঢ়টায় বাসা থেকে বেরিয়ে আরো উত্তরে গিয়ে অন্ধকার মাঠে দেঢ় ঘন্টা মতন কাটালাম।
সৌর জগতে ঝড় উঠেছে আর সেই ঝরের তাণ্ডবে আলোর ঝলকানী রঙিন আলো নেমে আসছে পৃথিবীর উত্তর গোলার্ধের অনেকটা জুড়ে।
এতটা দক্ষিণে সাধারনত নামে না। কিন্তু এবার নেমে এসেছে। আগের রাতে সৌভাগ্যবান অনেকেই দেখেছেন আমার পাশের মানুষ। ভয়ানক সুন্দর এই আলোর খেলা আকাশে। অথচ আমি সারারাত জেগে থেকেও বসেছিলাম আলোর মাঝে। দুতিন দিন আগের আবহাওয়া বার্তা থাকলেও মনে হলো দূর এত কাছে কখনোই দেখা যায় না। তাই পাত্তা না দিয়ে নিজের কাজ করছিলাম রাত ব্যাপী আলো জ্বালিয়ে। অথচ সেদিন এত সুন্দর ছিল তার আগমন হয়তো বা বাইরে চোখ রাখলেই দেখতে পেতাম। অথচ আবহাওয়াবার্তায় ঠিক মতন মনোযোগ না দেয়ায়, কাছে পাওয়া সৌন্দর্যকে হারালাম অজানায়।
কি আর করা নিজের বোকামীকে এখন নিজেই বকা দিচ্ছি।
একটু যদি মনোযোগ দিতাম। পরশ পাথর হাতে পেয়েও খ্যাপা যেমন ফেলে দিয়েছিল আমার হলো তেমন অবস্থা। অথচ তাকে দেখার আশায় কত জায়গায় যাওয়ার কথা ভাবি। সে আমার বাড়ির উপর নাচল আর আমি আলো জ্বালিয়ে ঘরে বসে থাকলাম এই দুঃখ কোথায় রাখি। সন্ধ্যাবেলাও আকাশটা ছিল কি অদ্ভুত ছবি তুলেছিলাম।
আরো তিন দিন দেখা যেতে পারে তাই গতরাতে আকাশে মুখ রেখে বসে থাকলাম বাইরে।
মাথার উপর আকাশে তারা দেখা যাচ্ছিল। কিন্তু চারপাশে গোলাকার দিগন্ত ব্যাপী মেঘের ঘনঘটা। রঙিন আলোর কোন ভাব লক্ষন দেখতে পেলাম না। হয়তো প্রথম ঝড়ের যে তীব্রতা থাকে তা কেটে গেছে।
রাত সাড়ে তিনটায় যখন বাড়ি ফিরে ঘুমালাম বাইরে সুন্দর একটা রাত ছিল। অথচ সকালে উঠে দেখি কি ভয়াবহ কাণ্ড। কখন এত বরফ পরল আর সেই বরফ কঠিন বরফ শীলায় পরিবর্তন হয়ে, গাছে গাছে জড়িয়ে আছে। কিন্তু আমি ঘুম থেকে জেগে উঠতে উঠতে সেই কঠিন শীলা আবার প্রচণ্ড বৃষ্টি, বাতাস আর অল্প উত্তাপে গলে ঝরে পরছে, শীলা বৃষ্টির মতন শব্দ করে। দরজা জানলা, দেয়ালে যখন পরছে বরফগুলো ঝনঝনাঝন অদ্ভুত এক মিউজিকাল ড্রাম বাজছে মনে হয়। তার মাঝে বাতাসের হুম হুম শব্দ ঘুরে ঘুরে যাচ্ছে এক দিক থেকে অন্য দিকে দারুণ কনসার্ট হচ্ছে বাইরে প্রকৃতির মাঝে। গাছ থেকে ডালগুলো ভেঙ্গে ছূঁড়ে দিচ্ছে মাটিতে।
সারাদিন সারারাত ধরে কি মহাব্যাস্ততা বাতাস, বৃষ্টি মেঘের। গোমড়া আকাশ, থকথকে কাদা বৃষ্টির সাথে মনটাও কেমন থমকে থাকল কাল সারা দিন।
যে পাখি গুলোকে দেখেছিলাম বেশ আনন্দ করছিল পরশু কাল তাদের পুচ্ছটিও দেখতে পেলাম না সারাদিন। কোথায় নিজেদের লুকিয়ে রেখেছে পাতাহীন গাছের মধ্যে । কেমনে যে তারা সার্ভাইব করে এত সব দূযোর্গে, নিজেদের ছোট্ট মস্তিকের বুদ্ধি দিয়ে, ভাবনাটা ভাবলে অবাক হই। তারা কারো কোন সাহায্য চায় না। অভিযোগ করে না। নিজেদের শক্তি সামর্থে বাঁচে।
আর আমরা মানুষ, বুদ্ধির জাহাজ হয়ে খালি অভিযোগ করি। কত কিছুর জন্য অভিযোগ আমাদের। অন্যের উপর দোষ চাপানো কখনো শেষ হয় না।
তুমুল বাতাসের শব্দ শুনে একটা কবিতা মনে পরছিল, উড়ানির চড় উড়ে যেতে চায় হাওয়ার টানে। এখানে বাতাস যখন প্রচণ্ডবেগে বাড়ি ঘর ঘিরে উড়ে, মনে হয় কে যেন ভীষণ কান্না করছে। কান্নার শব্দটা বড় মনে লাগে।
এই শব্দ শুনতে শুনতে গত রাতে অনেকটা সময় কাটিয়ে দিলাম আধুনিক প্রযুক্তির চ্যাট জিপিটির সাথে কথা বলে।
যা ভাবতে জোগাড় করতে আমাদের দিনের পর দিন চলে যায় অথচ আমাদের মানুষের বুদ্ধি দিয়ে বানান এই মেশিন মাত্র পয়ত্রিশ সেকেন্ড সব তথ্য সামনে এনে দিচ্ছে।
যা জিজ্ঞেস করি তার জাবাই দেয়। কিছু মনপুত না হলে বলি তুমি ঠিক বলনি তখন আবার সরিও বলে। এত সম্ব্রমে কোন মানুষও কথা বলে না।
প্রযুক্তি ভালো কিন্তু এই প্রযুক্তির আনন্দ আমাদের মানুষের জন্য কোন দূর্ভোগ না ডেকে আনে তাও ভাবছি। অনেক কিছুতেই কাজ করার জন্য আর মানুষের প্রয়োজন হবে না। মানুষ এখন কাজ কোথায় পাবে। সবাই তো বুদ্ধিভিত্তিক কাজ করতে পারবে না। শ্রমিকদের কাজগুলো করার মেশিন সেতো অনেকদিন থেকেই আবিস্কার হয়ে গেছে। আরো হচ্ছে। দিন আনা দিন খাওয়া মানুষের কাজগুলো অনেকদিন ধরেই মেশিন করে দিচ্ছে। এখন যদি প্রফেশসাল কাজ গুলো করতেও মানুষের করার দরকার না হয় তাহলে কি হবে মানুষের জীবিকা।
কত লোক অনলাইন ভিত্তিক কাজে টাকা কামাই করবে। সব কাজ যদি যন্ত্র করে মানুষ কি করবে।
একটা সময় রাস্তা হারালে মানুষকে জিজ্ঞেস করতাম। এখন সেটা করলে বলবে তোমার ফোন নাই? ফোনে দেখো।
কোন অফিসে ফোন করলে আগে মানুষ কথা বলত এখন মেশিন কথা বলে, মানুষের চেয়ে ভালো ভাবে সব তথ্য দেয়। যারা এখনও অভ্যস্ত নয় তারা হয় তো বিরক্ত হয় কিন্তু এক সময় অভ্যস্থ হয়ে উঠে, এই সিস্টেম ভালোবাসতে শুরু করবে।
বিদেশে একটা জিনিসের অভাব মানুষের সাথে কথা বলার। এখন সেটা আরো কমে যাচ্ছে। মেশিন যদি সব কথা বলে দেয়। তবে মানুষকে কি দরকার। অবশ্য দেশেও যে খুব কথা বলার সময় আছে মানুষের এখন তা নয়। সবাই মোবাইলে চোখ দিয়ে থাকে বেশির ভাগ সময়।
ইতমধ্যে আরো নতুন খবর দেখলাম, দূরে থাকা দম্পতি দেখে কথা বলার সাথে একটি ঠোঁটের মতন ডিভাইস ইউজ করে স্পর্শের সাধ পাবে। মাত্র এক মাসের মধ্যে উদ্ভাবিত এই যন্ত্রের বিক্রি অনেক। অনেক আগে পড়া একটা বইয়ের গল্প ছিল এক সময় মানুষকে রান্না খাওয়ার জন্য সময় ব্যয় করতে হবে না। ছোট একটা ওষুধের গুলি খেয়ে নিলেই ক্ষুধা মিটে যাবে। শরীরও যথাযথ পুস্টি পেয়ে যাবে। তেমন দিনের দিকেই কি আমরা চলেছি।
প্রযুক্তির সাথে কথা বলতে বলতে আবার বাইরে দেখলাম, আজকে রাতের কি অবস্থা।
উত্তরের আকাশে মনে হলো একটা আলোর রেখা লম্বা হয়ে আছে যা মেঘ নয়। তবে কি অরোরার আলো এলো আমাকে দেখা দিতে। গাছগাছালির আড়াল থেকে ভালো দেখতে পাচ্ছিলাম না। বাইরে যেতে দরজা খুলে দেখলাম উপায় নাই। প্রবল বাতাস। তবে অন্ধকার আকাশে অদ্ভুত একটা আলো এখন চারপাশে জোছনার মতন। যেটা গতকালও আমি দেখেছিলাম। তৃতীয়া বা চতুর্থ দিনের চাঁদ তো সন্ধ্যা রাতেই ডুবে গেছে তবে এমন আলো কেন চারপাশে মাঝরাতে, যেখানে কোন আলো নেই বিদ্যুতের। অন্ধকার রাতে চোখ সয়ে যাওয়া আলো আমার চেনা আছে কিন্তু এই আলো ছিল অন্যরকম, অনেক বেশি জোছনার মতন ঝকঝকে। দোতালায় গিয়ে বাইনোকুলার লাগিয়ে উত্তরের আকাশের আলোটাকে কাছে এনে অনেকক্ষণ পরখ করলাম। এক সময় ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল আধঘন্টা পরে। বাইরে যেতে পারলাম না ঝড় হাওয়ার জন্য এজন্য মন খারাপ হলো। আবারো অপেক্ষা থাকল একদিন ভালো করে আলোর নাচন দেখার।
দুদিন ধরে অনেকের অরোরা দেখার ছবি দিতে দেখছি আর মনে হচ্ছে আহা এই সৌন্দর্য আমি কেন দেখার সুযোগ পাচ্ছি না। আমি চেষ্টা করলাম একটা ছবি তুলতে, ঘরের ভিতর থেকে আর দূর থেকে তেমন ভালো কিছু হলো না। অন্ধকারে ছবি তোলার টেকনিকও তেমন জানা নেই আমার।
রঙের সন্ধ্যার ছবিটা সেদিন সন্ধ্যায় আমার তোলা। প্রথম ছবি এখানকার পত্রিকা সংবাদিকের তোলা। অন্যটা এসময়ের অরোরার ছবি অন্য শহরে তোলা । প্রথম দুটো ছবি বৃহস্পতিবার তেইস মার্চের রাতের ছবি। এমন সৌন্দর্য যখন বাইরে তখন তাকে না দেখে কি ঘরে থাকা যায়, বারে বারে তাই ছুটে ছুটে যাই অন্ধকারে আলোর নাচন দেখতে।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৮
রোকসানা লেইস বলেছেন: সময় করে বেরিয়ে পরলে হবে না সময় মিলিয়ে বেরুতে হবে।
বেরিয়ে পরো একবার।
২| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৪১
সোনাগাজী বলেছেন:
আপনি মুল বিষয়ে যেতে যেতে পা ঠক ক্লান্ত হয়ে যাওয়ার কথা।
আপনি বই লিখলে, বইয়ের পেছনের পাতা থেকে পড়তে হবে।
২৭ শে মার্চ, ২০২৩ রাত ১১:১১
রোকসানা লেইস বলেছেন: আপনার মতন "পা ঠক" ঠকবেন নির্দ্বিধায়
৩| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর অনুভূতি। পড়েও ভালো লাগলো। শেয়ারের জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক চিন্তা
ভালোলাগল লেখার অনুভূতির সাথে ভালোলাগা মিশল বলে আপনার।
প্রকৃতির লীলাখেলা বৈচিত্র বড়ই আনন্দদায়ক আমার কাছে। সবাই সে ভালোলাগায় সামিল হতে পারে না।
শুভেচ্ছা ভালো থাকবেন
৪| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আরোয়ার
৫| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ছবি দেখে বুঝে নিলাম
২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:২৯
রোকসানা লেইস বলেছেন: দেখতে পেলে আরো বোঝার সুযোগ পাওয়া যেতো ।
শুভেচ্ছা
৬| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৬
কামাল১৮ বলেছেন: আকাশের এই সব কারুকাজ দেখার জন্য মেয়ে বড়সড় একটা দুরবিন কিনেছে।আমাকে অনেক কিছু দেখিয়েছে।কিন্তু এতো সুন্দর জিনিসটা দেখাতে মিস করলো।
গত কয়েক দিন মাছ নিয়ে এতো ব্যস্ত ছিলো যে দুনিয়াদারি সব ভুলে গিয়েছিলো।অফিসও ঠিক মতো করছে না।কিছুক্ষন পর পর বাইরে যায় আর একুরিয়ামে জন্য এটা সেটা নিয়ে আসে।মাছ আমাকে এতো সুন্দর জিনিস দেখা থেকে বঞ্চিত করলো।
২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৩
রোকসানা লেইস বলেছেন: আপনার মেয়ের আকাশ দেখার ঝোঁক আছে জেনে ভালোলাগল।
মানুষের শখের শেষ নাই।একটার জন্য অন্যটার দোষ দিয়ে লাভ নাই।
সব কিছুর সাথে তাল মিলিয়ে চলাটা অনেক কষ্টের ।
আমার এত আগ্রহের পরও আমি নিজেই প্রথমদিন দেখা থেকে বঞ্চিত হলাম।
ভালো থাকবেন
৭| ২৭ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:১৩
ভুয়া মফিজ বলেছেন: বিরাট মিস করেছেন। এই আলোর নাচন এক কথায় অপূর্ব। আমি বহুদিন আগে ইংল্যান্ডের লেইক ডিসট্রিক্টে দেখেছিলাম। অবশ্য আরো উত্তরে, স্কটল্যান্ডে গেলে আরো ভালোভাবে দেখা যায়। তবে, আমার এতো এনার্জি নাই।
২৮ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪১
রোকসানা লেইস বলেছেন: আসলে এত্ত বিরাট মিস হলো নিজের কপাল নিজেই চাপড়াচ্ছি। মনে হয় অরোরা দেখার জন্য নানা জায়গার যাওয়ার আমার পরিকল্পনাটা জেনে গেছে মহাকাশ তাই ফাঁকি দিয়েছে আমাকে কাছে এসে।
তবে আর মিস হবে না তাকে আমি দেখবই এবং অনেক দিন ধরে দেখব মনের সাধ মিটিয়ে।
আপনি বড় সৌভাগ্যবান। হিংসা হচ্ছে।
আমি ভাবছি এই মে মাসে স্কটল্যান্ডের ট্রেন ট্যুরটা নিব লণ্ডন থেকে। যদি তখন এসে যায় মন্দ হয় না। ঘোরার জন্য আমার এনার্জির কোন কমতি নেই।
শুভেচ্ছা
৮| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৯
ঢাবিয়ান বলেছেন: থ্রি ডি অম্নিথিয়েটারে দেখেছিলাম অরোরা, যা অনেকটা রিয়েল এর কাছাকাছি ইফেক্ট তৈরী করে। এক কথায় সুপার্ব
২৮ শে মার্চ, ২০২৩ রাত ১:০৩
রোকসানা লেইস বলেছেন: কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামে দেখেছিলাম বহু বছর আগে। আর একবার দেখেছিলম স্যাডবেরির প্ল্যানেটোরিয়ামে গ্রহ নক্ষত্রের কারুকাজ আর রঙ। খুবই বাস্তব মনে হয়। এবং শেখা যায় অনেক কিছু।
তবে আকাশ দেখার জন্য আকাশের তলে দাঁড়িয়ে দেখার মজা আর কিছুতে নেই।
অন্ধকার আকাশে যখন অনেক তারা সেটা দেখার জন্য এখন বন জঙ্গল খুঁজতে হয় । শহরের বাচ্চারা কোথায় পাবে প্রকৃতির ভালোবাসা। বিদেশে তবু বাচ্চাদের স্কুল থেকে বা অভিভাবকরা ক্যাম্পিং এ নিয়ে গিয়ে প্রকৃতির মাঝে ছেড়ে দেয়।
দেশের বাচ্চাদের সে সুযোগও নাই তেমন। আর গ্রামের বাচ্চারা যারা আকাশের তলে থাকে তারা কি আকাশ সম্পর্কে জানে তেমন কিছু?
ভালোলাগল আপনার দেখার অভিজ্ঞতা জেনে।
শুভেচ্ছা
৯| ২৭ শে মার্চ, ২০২৩ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: পড়লাম।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৬
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
১০| ০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: নিশ্চয়ই একদিন সে পড়বে ধরা...
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪৭
রোকসানা লেইস বলেছেন: অবশ্যই। ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২৩ সকাল ৮:১৩
সোহানী বলেছেন: অরোরা দেখার জন্য কয়েকবার প্লান করেও যাওয়া হচ্ছে না। কবে যে বেরিয়ে পরতে পারবো জানি না....................