নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বদলে যাচ্ছে চেনা শহর

২৩ শে মার্চ, ২০২৩ রাত ২:৩১

কিছুদিন আগে ডাউনটাউনে গিয়েছিলাম। দুটো কাজ ছিল। কাজ শেষে একজনের সাথে দেখা করে তাকে নিয়ে অন্য একটা জায়গায় যাবো, কিছু আনন্দ সময় কাটাব। এমন ছিল পরিকল্পনা। বহুদিন পর পরিচিত একজন মানুষের সাথে কিছু সময় কাটাব।
কিন্তু ইয়াং স্ট্রিটে ঢুকার পর মনে হলে আমি একটা দম বন্ধ গুদামের মধ্যে আটকে গেছি। বাঁক নেয়ার রাস্তাটা অল্প কিছু দূরে। কিন্তু গাদাগাদি করে আর সব গাড়ির সাথে আমি চুপচাপ বসে আছি ঘন্টা ধরে। এই নিচ্ছিদ্র রাস্তার অবস্থার মাঝে তাও ঢুকে পরছে ইর্মাজেন্সি ভিয়াকল গুলো একটু পরপর । ডাউনটাউনের ছোট ছোট ব্লকের এমাথা ওমাথায় যেন ঝামেলা লেগে গেছে, এই মূহুর্তে যখন হাজার হাজার মানুষ সারাদিনের কাজের পর,বাড়ি ফিরার জন্য নেমেছে পথে।
প্রতি পাঁচ দশ মিনিট পরে হয়তো আধা ইঞ্চি আগানো যাচ্ছে।
কেন রাস্তা এমন ব্যাস্ত ছিল সেদিন, নাকি প্রতিদিনই এখন এমন থাকে জানি না। তবে আমার অভিজ্ঞতাটা মনে হচ্ছিল বাংলাদেশের কোন যানজটে যেন বসে আছি। যেখানে বাড়ি দেখা যাচ্ছে অথচ পৌঁছাতে পারছি না ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে।
এখানে অবশ্য এই গাদাগাদি ভীড়ের ভিতরও জরুরী যানবাহন যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিচ্ছে সবাই শব্দ শোনার সাথে সাথে। এটাই নিয়ম। হুমড়াচোমড়া কেউ হলেও তাকে পাশে সরে গিয়ে জরুরী যানবাহনের যাওয়ার সুবিধা দিতে হবে সবার আগে।
জরুরী অবস্থা মানে জরুরী অবস্থা, সে যেই হোক, যার জন্যই এই গাড়ি যাচ্ছে তার কাছে পৌঁছানাো জরুরী এই অবস্থাকে সম্মান করতে হবে। যেতে দিতে হবে জরুরী বাহনকে সবার আগে।
বাংলাদেশে গত কয়েক বছর দেখেছি। সাইরেন বাজিয়ে জরুরী গাড়ি চলছে পিছনে অনেক্ষকণ ধরে অথচ কোন গাড়ি পাশে সরে যাচ্ছে না। ড্রাইভারকে সরতে বললে সে হাসে। এসব জরুরী গাড়ি না। সবাই এখন এ্যাম্বুলেস ভাড়া করে, তাড়াতাড়ি যাওয়ার জন্য।
এ্যাম্বুলেস ভাড়ায় খাটে অথবা এ্যাম্বুলেসের ভিতরে কে আছে সেটা না জেনেই, একটা ধারনার বসে তারা পথ ছাড়ে না।
পুলিশের গাড়িকেও আটকে রাখতে দেখলাম।
এখানেও দেখি পুলিশ হঠাৎ আলো জ্বালিয়ে বা সিগন্যাল দিয়ে দ্রুত রাস্তা পার হয়ে যায় অনেকক্ষণ হয়তো আস্তে ধীরেই পাশে পাশে চলছিল। এই দ্রুত যাওয়ার জন্য তাদের কাছে নিশ্চয় কোন খবর এসেছে। তাদের যাওয়ার পথ দ্রুত সবাই ছেড়ে দেয়। অথচ বাংলাদেশের চালকরা পুলিশকেও আটকে রাখে দ্রুত যেতে দেয় না।

এখন ডাউনটাউনে সব সময়ই একটা না একটা ঘটনা লেগে থাকে অবশ্য। সাবওয়েতে হামলা, ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দেওয়া, ছুড়ি বসিয়ে দেওয়া বা গুলি করা, কাউকে আক্রমণ করে আহত, নিহত করা যেন নিত্যনৈমত্তিক ঘটনা, ডাল ভাত হয়ে গেছে। দিনে কয়েকটা এমন ঘটনা ঘটেছে, জানা যায় প্রভিন্স জুড়ে। আগে বছরে দু একটা এমন ঘটনা ঘটত না। আরো আছে হিট এণ্ড রান। নিয়ম হলো কাউকে ধাক্কা দিলে ড্রাইভার থেমে গিয়ে তার খবর নিবে। ইমারজেন্সিতে খবর দিবে। অথচ ড্রাইভারের মানসিকতা এখন পালিয়ে যাওয়ার যদিও এখানের উন্নত প্রযুক্তির মাধ্যমে ঠিক তাদের খুঁজে বের করে ফেলে তারপরও এই অসাধু, অনৈতিক মনোভাবের মানুষদের সাথে রাস্তায় চলতে হয় এখন। দূর্ঘটনা ঘটতেই পারে কিন্তু দূর্ঘটনার দায় এড়ানোর জন্য পালিয়ে যাওয়া বড় অপরাধ। কদিন আগে শুনলাম হাঁটতে থাকা পথচারীর গায়ে সুঁচ ঢুকিয়ে দিয়েছে একজন। যাকে সুঁচ দিয়ে খোঁচা দেয়া হয়েছে সে বুঝতে পারেনি তবে অন্য একজন দেখেছে। তার কথা শোনে সে জরুরী বিভাগে যায়। সেখানে বিষাক্ত কিছু থেকে এইডস ভাইরাস পর্যন্ত কিছু তার শরীরে ঢুকিয়ে দেয়া হয়েছে কিনা তার সব রকম পরীক্ষা করা হয়। অদ্ভুত মানুষের এই হেইট এণ্ড ক্রাইম মানসিকতা অসম্ভব ভাবে বেড়ে গেছে। পরিচিত বা যার সাথে শত্রুতা তাকে নয় যে কাউকে আক্রমণ করা হচ্ছে।
বিশেষ পরিকল্পনার হত্যাগুলোও খুব কম হতো। তবে যেগুলো হতো তা ছিল ভয়াবহ রকমের নৃশংস।
কিন্তু এখন যেন কথার আগে মানুষকে মেরে ফেলার মানসিকতা পেয়ে বসেছে।
কিছুদিন আগে তের থেকে ষোল বছরের কয়েকটি মেয়ে মিলে একজন হোমলেস মানুষকে চাকু দিয়ে মেরে ফেলেছে। এরা কেন চাকু নিয়ে ঘুরছিল, আর হোমলেস মানুষটা এদের কি ক্ষতি করল, বুঝলাম না। এই মানুষটি নাকি ভালো ছিল বিনয়ী এবং অন্যদের সাহায্য সহযোগীতা করত।
অনেক ভীতিকর ঘটনা ঘটে এখন। হোমলেস মানুষ কাউকে আক্রমণ করেছে এমন শোনা যায় না। তবে পাগলের মতন প্রলাপ বকে অনেক সময়। বছর কয়েক আগে মাঝরাতে কাজ সেরে বাড়ি ফিরার পথে একা যখন সাবওতে নামছিলাম । হঠাৎ দূর থেকে চিৎকার করতে শুনেছিলাম পুসি পুসি পুসি।
লোকটা অনেক দূরে ছিল আমি ভয় পেয়েছিলাম তাড়াতাড়ি সাবওয়ের টিকেট কাউন্টার পেরিয়ে ভিতরে ঢুকে পরেছিলাম।
যদিও মানুষ ছিল না তবে নিশ্চিন্ত হয়েছিলাম ভিতরে আসতে পারবে না। তবে সে আমাকে ধাওয়া করছিল না। সে নিজের মতনই রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিল।
সাবওয়ে চড়া বাদ দিয়েছি অনেক দিন। প্রথম তো করোনার জন্য এখন নিরাপত্তার জন্য। অথচ এক সময় সাবওয়ে চড়ে অকারণ ঘুরে বেড়াতাম। শহর দেখতাম চিনতাম। ইচ্ছে হলে এক একটা স্টেশনে নেমে যেতাম, এলাকার পরিবেশের সাথে পরিচিত হতাম। এত নিরাপত্তা কোথাও কখনো ভয় লাগেনি, খারাপ কিছু মনে হয়নি।
সময় কেমন যেন বদলে দিচেছ সুস্থতা নিরাপত্তা সব কিছু।
ডাউন টাউনের একটা সৌন্দর্য ছিল বড় শহরের মার্জিত রুচির নতুন সুন্দর ডিজাইনের নতুন বিল্ডিংগুলোর সাথে হ্যারিটেজ বিল্ডিং গুলো ফাঁকা ফাঁকা দূরত্ব রেখে সুন্দর ভাবে পাশাপাশি অবস্থানে ছিল। অথচ এখন ঠেলে ঠেলে ভিতরে বস্তির মতন দালন দাঁড়িয়ে যাচ্ছে যাদের আলাদা ভাবে দেখার কোন সুযোগ নেই । ঐতিহাসিক এবং আধুনিক স্থাপত্যর পাথ্যর্ক দেখার মতন কোন শ্বাস ফেলানোর জায়গা নেই।
শহরের পরিকল্পনা অনুমোদনকারীরদের নিকৃষ্ট ভাবনা চিন্তা একটা সুন্দর শহরকে দিন দিন কাটখোট্ট কুৎসিত দর্শনের দিকে নিয়ে যাচ্ছে যেখানে ব্যবসায়ী মনোভাব, সেখানে কোন সৌন্দর্য থাকতে পারে না জনসাধারনের জন্য।
পার্কগুলো আগের মতন সেজে উঠেনা। জলধারা বয়ে যায় না। এখন শহরের সৌন্দর্য দেখারও সুযোগ হয় না কেবল বিশাল বড় বড় আকাশ চুম্বি অট্টালিকা উঠছে সাথে অনেক বড় বড় ক্রেইন আর কন্সট্রাকশনের জন্য রাখা মালামাল আর খানা খন্দক চারপাশের সৌন্দর্য প্রায় সারা বছর জুড়ে দখল করে থাকে। এটা সুন্দর দালানের ছবি তুলতে গেলে দুটো ক্রেনের ছবিও ঢুকে যায় তার মাঝে।
এমন না যে জায়গার অভাব, অথচ ক্রমাগত ঠেলে ঠেলে গাদাগাদি করে অট্টালিকা বানানো চলছে। সাথে দখল করে নেয়া হচ্ছে ফসলী জমি এবং সবুজ রক্ষনাবেক্ষণের জায়গা গুলোও। প্রাণীগুলো এখন আর গ্রামে গ্রীন বেল্টে থাকার সুযোগ পাচ্ছে না। এর মধ্যে কয়েকজন বললেন রাতে কায়টি, দেখেছেন শহরের পার্কিং লটে। ওরা নিজেদের থাকার জায়গা পাচ্ছে না, বন জঙ্গল মাঠ কন্সট্রাকশনের লোকজন দখল করে নিচ্ছে দিনদিন।
পালিয়ে কোথায় যাবে তাই ঘরবাড়ি পাকিং লটের দিকে চলে যাচ্ছে। এক সময় হয় তো বিলোপ হয়ে যাবে প্রাণীগুলো মানুষের তাড়া খেয়ে।
এত ঘরবাড়ির মানুষ যখন রাস্তায় নামছে রাস্তা দখল হয়ে যাচ্ছে আগের চেয়ে বেশি। তাই দীর্ঘ যানযট লেগে থাকছে। রাস্তা তো আগের মতনই আছে, বাড়ে নাই। যতই মানুষকে বলা হোক গাড়ি ব্যবহার না করে পাবলিক যানবাহন ব্যবহার করার জন্য সেটা হচ্ছে না মানুষ নিজের নিরাপত্তাও চিন্তা করে এখন।
মাত্র পাঁচ সাত মিনিটের ড্রাইভ সেদিন আমার দুটো ঘন্টা কেড়ে নিয়েছিল।
আমরা জনগন সব দিক থেকে সব সময় চাপে থাকি।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ৩:২২

সোনাগাজী বলেছেন:



কোন শহরে?

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪২

রোকসানা লেইস বলেছেন: অক্ষাংশ: ৪৩.৬৫১৫
দ্রাঘিমাংশ: -৭৯.৩৮৩৫

হিসাব করে বের করেন

২| ২৩ শে মার্চ, ২০২৩ ভোর ৫:৩৮

কামাল১৮ বলেছেন: দিন দিন মানুষের সহ্য ক্ষমতা কমেছে মনে হয়।সামন্যতেই মানুষ বেশ উগ্র হয়ে যায়।মানুষ তার মানবিক গুনাবলী হারিয়ে ফেলে।এমন হবার অনেক কারণ আছে।মনোবিজ্ঞানিরা ভালো বলতে পারবেন।
সকালে এবং বিকালে প্রচন্ড জ্যাম থাকে।আমার মতো যাঁদের কোন কাজ নাই তারা দুপুরের দিকেই বের হয়।
শনি রবিবারে মেয়ের বাসায় যাই।এই যা কাজ।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪৯

রোকসানা লেইস বলেছেন: মানুষের মধ্যে উগ্র মনোভাব করোনার সময় থেকে বেড়েছে। ডিপ্রেশন প্রকাশ করার মাধমও অনেকটা রাগ দেখানো। তবে এই রাগ অণ্যদের উপর দেখাতে হবে কেন, এটা বোধগম্য হয় না।
নিজের ঘরে টেবিল চেয়ার গ্লাস, থালা ভাঙএলই তো পারে।
তবে রক্ষণশীল মনোভাবের কিছু রাজনৈতিক নেতার কর্যক্রম সুপ্ত অবস্থা থেকে জাগিয়ে দিয়েছে আবার মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ করা। আরো কত বছর লাগবে এই অবস্থা ঠিক করতে কে জানে।

জ্যাম আগেও থাকত অফিস আওয়ারে কিন্তু সেদিন পরেছিলাম নিদারুণ অবস্থায়।
আপনার বড়ই আরামের জীবন। ভালো থাকুন

৩| ২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১৭

শাওন আহমাদ বলেছেন: বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের প্রতিটি ক্ষেত্রে অসাধুতায় ভরা। এদেশে রোগী না হয়েও এ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত যাবার রেকর্ড আছে তাই এখন সত্যিকারের রোগী নিয়ে যাওয়া এ্যাম্বুলেন্স গুলোও অবিশ্বাসের কাতারে পড়ে সাইড পায় না। এদেশের পুলিশদের প্রতি মানুষের বিশ্বাস আর সম্মান উঠে গেছে বহু আগেই। মানুষ এখন এটাই ধরে নেয় পুলিশ কারো ক্ষতি ছাড়া ভালো কাজ করেনা। তাই তারা পুলিশ দের কাজ কে গুরুত্বপূর্ণ মনে করে সাইড দেয় না। অবশ্য সাইড দিবেই বা কিভাবে যখন জ্যাম পড়ে তখন এক গাড়ির সাথে আরেক গাড়ি এমনভাবে লাগানো থাকে যে একজন মানুষের পক্ষেও সেই জ্যাম কাটিয়ে হেঁটে বের হয়ে যাওয়ার রাস্তা থাকেনা আর সেখানে গাড়ি তো দূরের কথা।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১:০৭

রোকসানা লেইস বলেছেন: এই অসাধু অনৈতিকতা কবে নিরসন হবে। কে এর জন্য কাজ করবে। বা করছে?
সিন্ডেকেট কু চক্রের খপ্পরে পরে যারা সৎ ভাবে জীবন যাপন করতে চায় তারা পুড়াই ফাঁটা বাঁশের চিপায়।
ভালো মানুষ আছে কিন্তু তাদের কোন সুযোগ নেই দেখিয়া শুনিয়া ভালো মানুষরা চুপ হয়ে যান।
জরুরী গাড়ি যেতে দেওয়ার মানসিকতা তৈরি হলে রাস্তা ঠিক বেরিয়ে আসবে ঐ ভীড়ের ভিতরও। আগে মানসিকতা তৈরি দরকার।
আমরা বড় বেশি অহংকারি জাত।ি
ধন্যবাদ শাওন আহমাদ

৪| ২৩ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: বদলে যাওয়াই নিয়ম। সব কিছু বদলে যায়। সমাজ, দেশ, ধর্ম, রাস্তাঘাট ইত্যাদি সব কিছুই বদলে যায়। বদলে যাওয়া মানে পরিবর্তন। তবে সবচেয়ে বেশি বদলে যায় মানুষ।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১:০৯

রোকসানা লেইস বলেছেন: বদলে যাওয়া সুন্দরের দিকে হলে ভালোলাগে।
ভালো থেকো

৫| ২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৩

নাহল তরকারি বলেছেন: আহারে।

২৪ শে মার্চ, ২০২৩ রাত ১:৩৫

রোকসানা লেইস বলেছেন: আসলেই আহারের মাঝে চলে যাচ্ছে সব কিছু নাহল তরকারি

৬| ২৬ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৩৪

চাঙ্কু বলেছেন: ৫-৭ মিনিটের ড্রাইভ ২ ঘন্টা? বড় শহরের ডাউনটাউনে থাকার প্যারা!

২৭ শে মার্চ, ২০২৩ রাত ৩:০৯

রোকসানা লেইস বলেছেন: আগে কখনো এমন হয়নি এই প্রথম এমন অভিজ্ঞতা হলো। সেদিন হয়তো বিশেষ সব অসুবিধা ঘটেছিল।

অনেক দিন পর দেখলাম চাঙ্কু। ভালো থাকবেন।

৭| ২৭ শে মার্চ, ২০২৩ ভোর ৫:০১

রানার ব্লগ বলেছেন: পেট ঠান্ডা তো মাথা ঠান্ডা। অন্যভাবে বললে hungry man is always angry man. খুধা দিনে দিনে বাড়ছে আর খুধা বাড়লে খুধা মেটানর জন্য অপরাধ ও বাড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.