নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাবারে নৃত্য থেমে যায় এক সময় অথচ মন উন্মনা তারপর
এক টিকেটে বদলে যায় জীবন ।
এতদিনের ভাবনা প্রস্তরযুগের মনে হয়
প্রাগৈতিহাসিক হিসাব নিকাশ পাপ পূণ্য।
কিশোরী, নারী দেখলেই মনে হয়, নৃত্যপটিয়সী কামনার ভাণ্ড।
শরীরের উন্মদনা আনন্দ বিনোদনের ক্ষেত্র।
ঝলমলে রাত চোখে ঝিলিমিলি বাঁশি বাজায়।
এই তো জীবন সুখের সাগর।
আমার এই ভাবনা বদল, উন্নত জীবনের আহ্বান জানানো কারিগর
মস্তিস্কের কোষে ঢেলে সুচারু পরাগ
ফুল ফোটায় আমার মতন শত-সহস্র জনের মনে।
ডেকে নেয় বারোবারে অন্ধকার ঘরে।
যেখানে নাচের উদ্দাম ছন্দ, বাতির ঝলক, রঙিন দুনিয়া।
সুখের মন বদলের খেলা।
ফুলে ফেঁপে ওঠে ব্যালেন্সের ঘর তাহার, আমার পকেট ফাঁকা
হিংস্রতা নামে মনের গহীনে।
চুপিসারে উঠিয়ে নেই মায়ের গহনা, বাবার টাকা।
প্রেমের খেলায় ডুবিয়ে দখল নেই প্রেমিকার শরীরে।
আনন্দ, আয়েস বিনোদন ছাড়া আর নেই ভাবনা
নেশায় বুদ হয়ে যাওয়ার মজাই আলাদা
একটাই দুঃখ, কেন আড়ালে খেলতে হয় এই খেলা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৭
রোকসানা লেইস বলেছেন:
নাহ ঠিক বুঝেছেন। কিছু মানুষ মানুষকে বানায় ব্যবসার পুঁজি। বুঝে না বুঝে জড়িয়ে যায় অনেকে সেই ফাঁদে।
ধন্যবাদ অনেক।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২০
শেরজা তপন বলেছেন: হুম কিছু পুরুষের ক্ষেত্রে সত্য বটে। তারা আজীবন জানে না -কেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯
রোকসানা লেইস বলেছেন: যারা জানে না কেন তাদের ধরার ফাঁদ যারা পাতে এই ক্রিমিনাল অনেক সময় থাকে ধরা ছোঁয়ার বাইরে।
চারপাশ পঁচিয়ে দেয় নোনা ভাবে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভবের আকুতি
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪
রোকসানা লেইস বলেছেন: ফাঁদপাতা ভুবনে কে কখন ধরা পরে কে জানে।
যদি নেশা ধরার আগে সচেতন হতো মানুষ অনেক সুন্দর হতো জীবন।
ধন্যবাদ
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: কবিতায় গভীরতা আছে। যা আমাকে মুগ্ধ করেছে বোন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭
রোকসানা লেইস বলেছেন: গভীরতা ধরতে পারও জরুরী
মুগ্ধ হয়েছো জেনে ভালেঅলাগল।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮
এম ডি মুসা বলেছেন: কবিতা কবিতার মত হলে পড়তে ভালো লাগে
৬| ০১ লা মার্চ, ২০২৩ রাত ২:০১
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ এম ডি মুসা
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:০৪
কামাল১৮ বলেছেন: প্রকাশ্যে খেলা যায় না তাই।সাহসী কবিতা।হয়তো বোঝার ভুল।