নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:১২




এত মোটিভেশনাল বক্তব্য এখন সবাই দিচ্ছে কোনটা রেখে কোনটা শুনি আর কোনটা যে ফলো করি ভাবলে হিসশিম খাই। মাঝে মাঝে দেখি একটা ফলো করছি আবার আরেকটাও ফলো করতে গিয়ে দুটোতে কেমন মারদাঙ্গা ভাব, দা কুড়াল হয়ে দাঁড়িয়ে আছে সামনা সামনি।
তেমনি কোন কোন খাবার মুখে তুলতে গিয়ে থেমে যাই । এটা কি খাওয়া ভালো নাকি এটাতে সমস্যা হবে। চির চেনা খাওয়া দাওয়া কেমন অচেনা হয়ে যায়।
ধনিয়া পাতা কামরাঙ্গা এভাকোডা, কফি, চা, মাছ, মাংস বা ডিম কি যে সমস্যা কোনটা ভালো কোনটা খারাপ। একজন বলছে ডিম, মাছ মাংস খাওয়া ভালো চাল, গম আটা খাওয়ার চেয়ে। আবার কেউ বলছে প্রেটিন মানেই বিষ। যত পারো এভয়ড করো। শাক পাতা ঘাস খাওয়া ভালো।
জগাখিচুড়ি লেগে যায় মাথার ভিতর ভীষণ জট পাকায় ভালো মন্দের হিসাব নিকাশ।
ঘুরে ফিরে আবার শুনি খাওয়ার আগে কিছুটা সময় ব্যায় করে মোটিভেশন বক্তব্যগুলো। এখন নতুন করে আবার নতুন খাবার কই পাই তাই খিদার জ্বালায়। তারপর ভয়ে ভয়ে খেয়ে ফেলি কখনো কখনো নিষিদ্ধ খাবার উপায় নাই তাই।
তারপর আবার ভয়ে ভয়ে থাকি, কেমন হলো এটা যে খেলাম। ভুলভাল করে ভুলে গিয়ে কি থেকে কি খেলাম ভেবে হয়রান লাগে। আবারও স্পিচ শুনি কোনটা ভালো কোনটা মন্দ। ভুলভাল করে ভুলে গিয়ে কি থেকে কি খেলাম ভেবে হয়রান লাগে।
গবেষনাগার থেকে বের হয়েছে বিশাল গবেষনা পত্র সেগুলো প্রচার হচ্ছে জনসাধারনের কাছে পৌঁছে দিতে। কেউ দিচ্ছে বিজ্ঞপন। কেউ দিচ্ছে ইউটিউব বক্তব্য। টিকটক, সর্ট ভিডিও কেউ বা আদি অকৃত্তিম লেখার মাধ্যমে। কতরকম প্রচার ব্যবস্থা। সে লেখা বা ভিডিও শুনতে শুনতে জীবনের দীর্ঘ সময় ব্যয় করার পরে তারা বলছেন, তাদের লিঙ্ক সাবস্ক্রাইব করতে, শেষটুকু জানতে নয়তো অন্য জায়গায় যেতে হবে মূল বক্তব্য যার আসায় আছেন তা শুনতে। ওহ মাই গড, জিসাস কি যন্ত্রনা বাকিটা দেখার বা পড়ার জন্য ক্লিক ক্লিক ক্লিক চলতেই থাকে দীর্ঘ যাত্রা। আর শেষে সমাধান কিছু নেই। তাদের বানানো ধনন্তরী ঔষধ কিনতে হবে মাসের মধ্যে সব সমস্যার সমাধান পাওয়ার জন্য । তাইলে কি হলো সময় গেলো এখন টাকাও যাবে। ধনন্তরী ঔষধে কাজ কি হবে। সেটা জানার জন্য রিভিউতে চোখ রাখা। সেটা যে তাদের নিজেদের প্রচার না, কি ভাবে বুঝবেন। উপায় নাই। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। হয় টাকা পাঠিয়ে দিবেন তাদের পে পলে নয়তো দীর্ঘশ্বাস ফেলে উঠে যাবেন অবশেষে। সমাধান হলো না কিছু আগ্রহের।
আপনি কি ভেবেছেন এত সহজে গোপন কথা বলে দিবে আপনাকে। একটা থেকে অন্যটায় নিয়ে যাবে। আপনি ক্লিকাইতে থাকবেন তাদের ব্যাংকে টাকা ঢুকতে থাকবে।
এটা না হয় এক ধরনের ব্যবস্থা টাকা আয়ের কিন্তু অন্যের ঘরে লিঙ্ক ছেড়ে দিয়ে তা থেকে তার কম্পিউটার ফোন নষ্ট করে দেয়া সেটা আবার কেমন ব্যবস্থা। এক লিঙ্ক ক্লিক করার পরে রাশি রাশি ভাড়া ভাড়া ন্যাংটো মানুষের ছবি ছড়িয়ে পরতে শুরু করে জনে জনে।
যারা পাঠাল তাদের কিছুই হলো না। আপনাকে লোকে ভাবছে কি জঘন্যরে বাবা!! এসব ছবি পাঠাচ্ছে। কাণ্ড জ্ঞান হারিয়েছে বুঝি।
গবেষনা একজন করছেন, এক জিনিসের ভালো দিকটা অন্যজন করছেন তার খারাপটা। গবেষণািকিন্তু দুটোই। সঠিক বাছাই করার কাজ আপনার।
মানুষের জানার আগ্রহ আছে। জানারও শেষ নাই। নিজেকে জানতে তাই আমি কার মতন। আমার এ বছর কি কি হবে এসব লিঙ্কগুলোতেও সমানে ক্লিক পরতে থাকে। যতই তা থেকে সকল তথ্য অন্যের ঘরে চলে যাক না কেন অত গভীরে ভাবার সময় কই নিজেকে জানার চেষ্টাই বড়।
এত জানার ভিতর আরো লক্ষ করি।
ঘুরে ফিরে সব চলে যাচ্ছে প্রাচের ভালোলাগা পাশ্চাত্যর দিকে আর পশ্চাত্যে ভালোলাগা প্রাচের দিকে।
ফাস্টফুড, আধুনিক স্মার্ট খোলামেলা সম্পর্ক জীবন যখন ডাকছে প্রাচের মানুষকে।
পশ্চাত্যে তখন ঝুঁকছে, ইয়োগা বা যোগ ব্যায়াম, সিদ্ধি খাওয়ার বিশুদ্ধতা এবং ঝালখাওয়া সাথে কালো সাদা ছেড়ে জাঁকজমক রঙের পোষাক সাজসজ্জার দিকে এক জীবনের সঙ্গী নিয়ে থাকার ইচ্ছায়।
এক সময় ছিলেন শুধু ডেল কার্নেগী একজন। অথচ এখন উনার একই বক্তব্য হাজারো নয় কোটি মানুষ দিচ্ছেন। নানা রকম ভাবে। মোটিভেশন কতটা হলো আপনার আপনিই জানেন।
আরও মজার বিষয় শুধু এক ভাষায় না, নানা ভাবে না ভাষায় দেখতে শুনতে পাবেন একই বিষয়।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৭

কামাল১৮ বলেছেন: অনেকে আবার মদ খেতে খেতে বিচার করে মুরগি হালাল না হারাম।ঝটিল হয়ে যাচ্ছে পৃথিবী।আগে এতো ঝটিলতা ছিলো না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬

রোকসানা লেইস বলেছেন: একদম ঠিক বলেছেন। আরোও অনেক কিছু মনে পরে ছিল কিন্তু বেশি বড় হয়ে যায় বলে অল্পতেই শেষ করে দিলাম।
জটিল হচ্ছে ।আবার সহজও হচ্ছে বেঝে নেয়ার বিষয়টি মানুষকে বুঝতে হবে নিজের মতন। সেটাই মানুষ করে না।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

জ্যাক স্মিথ বলেছেন: অনলাইন দুনিয়ায় মোটিভেশন আর ফ্রী এ্যডভাইসে সয়লাব। ভার্চুয়াল জগৎ পুরোটাই ফেক- ফেক রেটিং, ফেক কমেন্ট, ফেক রিভিউ, সব ফেক; এমনকি আজকাল ফেক ওষুধও পাওয়া যায় কম দামে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

রোকসানা লেইস বলেছেন: ফেকর সাথে আসলও আছে তবে আসল বাছতে গা উজাড় উল্টো ভাবে এখন। আর সমস্যা সবাই নকলটা বুঝতে পারে না
বরং বেশি বিশ্বাস করে।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

রানার ব্লগ বলেছেন: মানুষ যতই তথ্য প্রযুক্তি নির্ভর হবে ততই দিনে দিনে জটিল আকার ধারন করবে । একটা সময় ছিলো মানুষ জানতো কম উপলব্ধি বেশি করতো এখন মানুষ জানে বেশি উপলব্ধি করেই না ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪

রোকসানা লেইস বলেছেন: সময় হয় তো এভাবেই অন্য রকম বদলে যাবে। চেনা জগতের অনেকটাই নষ্টালজিক ভাবনায় রয়ে যাবে।
উপলব্ধি ভোতা হয়ে মানুষ ক্রিয়েটিভিটি হারাচ্ছে সাথে আছে নকলের প্রবণতা।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: যা করার নিজে করতে হবে। সব কিছু অর্জন করতে হয়। কেউ অর্জন করিয়ে দিতে পারবে না। যেমন ধরুন বই পড়ে সাঁতার শেখা যায় না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬

রোকসানা লেইস বলেছেন: কথা সত্যঅ অন্য কেউ অর্জন করে দিতে পারবে না। কিন্তু নিজের ভাবনা ক্রিয়েটিভিটি ব্যবহার না করে অন্যকে অনুকরণ করতে গিয়ে ভুল না সঠিক কোনটা নিচ্ছে তা বুঝতে না পারে ঝামেলা করে ফেলছে বেশি।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮

রোকসানা লেইস বলেছেন: ওহো এই ছবিগুলো যে গুগল ইমেজ থেকে নেয়া তা বলে না দিলও বুঝতে পারছেন নিশ্চয়।
এদের কারো ছবি আমার পক্ষে তোল সম্ভব না। :)

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১৯

অনামিকাসুলতানা বলেছেন: এত জটিলতা আর ভাল লাগে না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪২

রোকসানা লেইস বলেছেন: জটিলতা ভালো না লাগলেও এর মধ্যে দিয়েই যেতে হবে সময় তেমনটাই হয়েছে এখন।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৯

মিরোরডডল বলেছেন:




অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট।
তাই ওগুলো কখনো ফলো করিনা।
আপু আই অলওয়েজ গো উইদ মাই হার্ট।
মন যেটা বলে ভালো, সেটাই করি।
যদি কোন রং হয়েই যায়, সেটা থেকে শিখে সঠিকটা খুঁজে নেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩

রোকসানা লেইস বলেছেন: আপু আই অলওয়েজ গো উইদ মাই হার্ট।
এইটাই করা জরুরী অথচ নিজের মনকে না শোনে অন্যের কাছে শুনে মানুষ নিজেরই ক্ষতি করছে সেটাও বুঝে না।
ভুল করে শিখাও ভালো, ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.