নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

হ্যাপী নিউ ইয়ার

০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০৭



মেঘ, কুয়াশার ঘন আস্তরণে ঢাকা দিন, এমনদিন যেন বিষন্নতায় জড়িয়ে ধরে। মন খারাপের কথা না ভেবে যদি সুন্দর করে ভাবি রহস্যময় আধো আলো আঁধারীর খেলা চলছে সামনের দৃশ্য জুড়ে। যেন আগামী তিনশ পয়সট্টি দিনের নানা রকম বৈচিত্রের চিত্র দেখাচ্ছে দিনটি। তাহলে মন খারাপ হয় না বরং রহস্য উন্মোচনের ইচ্ছা জাগে। কৌতুহলি হয়ে জানতে ইচ্ছা করে কি আছে সামনে মেঘ, কুয়াশার গভীরে।
রূপালী পর্দার রহস্যময় ঘেরা টোপ উন্মোচনের ইচ্ছা জাগে। দূরে দূরে সারি সারি গাছের বন, ফাঁকা মাঠের ভিতর ঘরবাড়িগুলো রঙিন আলোর সাজে মনমুগ্ধকর, মায়াবী হয়ে দাঁড়িয়ে আছে। কখনো একটা দুটো গাড়ির হেডলাইটের আলো দেখা যায় কুয়াশার আভরণের ভিতর দিয়ে। হঠাৎ কিছু বরফের বলও গড়িয়ে পরে। খানিক সময় সাদা হয়ে যায় জমিন। আবার বৃষ্টির ফোঁটা এসে ভাসিয়ে নিয়ে যায় বরফের আস্তরণ। তুমুল বাতাস নেই ধীর শান্ত। বেশ উষ্ণ আবহাওয়া। আর অদ্ভুত ভাবে শীতের মধ্য গগনে এই উষ্ণতা একটি অদ্ভুত আচরণ প্রকৃতির। নতুন বৎসর শুরুর এক সপ্তাহ বেশ উষ্ণতায় কাটবে। গত পঁচাত্তর বছরে এমনটি হয়নি। শীতের সময়ে এতটা উষ্ণতা।
গতকাল বছর শেষের দিন কেটেছে অনেক ব্যস্ততায়। সুন্দর করে গুছিয়ে রাখা ঘরবাড়ি যেন নতুনের সাথে দেখা হয় সুন্দরের সাথে। সাথে ছিল অনেকরকম খাবার তৈরির আয়োজন যেন ইচ্ছে মতন খাবার দাবার হাতের কাছেই থাকে বছর শুরুর দিনে। কোন কিছুর জন্য যেন আফসোস না হয়। ঘরে তৈরি সুস্বাদু খাবার আর তা সুন্দর করে সাজিয়ে রাখা নিজের জন্য, পরিবারের জন্য।
এমনটা হয় তো সবাই ভবে না। নতুন বছর শুরু করার জন্য বন্ধু বা অনেক মানুষের সাথে শ্যাম্প্ইন খোলা হৈ চৈ মাতাল আনন্দে কাটিয়ে মাঝ দুপুর পর্যন্ত ঘুম। এমনটা অনেক করেছি কখনো এ জীবনে। আতশবাজী দেখতে যাওয়া। বন্ধুদের সাথে আড্ডা, পরিবার মিলে হৈ চৈ। বাঙালীদের বিদেশী স্টাইলে নাচাগানা দেখে মজা পেয়েছি অনেক ।
তবে এখন নিজের মতন প্রার্থণায় সুস্থতার কামনা করে ধীর স্থির কিছু কাজ করে কাটাতে চাই বছরের প্রথম দিন । যেন সারা বছর সুন্দর সুস্থির এবং আনন্দের হয় প্রথম দিনের মতন। যেমন ছোট বেলায় শিখে ছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। বছরের প্রথম দিনটিও তো সকাল বছরের।
বিশ্ব জুড়ে সবাই ইংরেজি বৎসর ক্যালেন্ডার অনুসরন করে, নিজস্ব বর্ষপুঞ্জি থাকার পরও বিভিন্ন জাতি গুষ্টি। আর্ন্তজাতিক জীবন যাপন এখন আমাদের। তাই এর সাথে সংযোগ স্থাপন করতেই হয়।
একটা প্রশ্ন জাগে আমার মনে, মাঝ রাতে কেন নতুন বৎসর শুরু হয় ইংরেজি বৎসরের। কেউ সন্ধ্যা বেলায় ঘুমিয়ে থাকে, ঘুমের মাঝে নতুন বৎসর শুরু হয়ে যায়। কেউ মাঝরাত পর্যন্ত জেগে থেকে হৈ চৈ আনন্দ করে সকালে ঘুমিয়ে নতুন বছর শুরু করে।
চন্দ্র বৎসর যে ভাবে শুরু হয়, সন্ধ্যাবেলা চাঁদ উঠার সাথে তাতেও আমাকে তেমন ভালোলাগায় জড়ায় না।
আমার সূর্য বৎসর যা বাঙালিরা উজ্জাপন করে সূর্যজাগার সাথে উঠে নতুন বস্ত্র পরে প্রার্থণা সঙ্গীত গেয়ে ভালো খাবার দাবার খেয়ে মেলায় গিয়ে ঘুরে ফিরে শখের জিনিস কিনে। মিঠাই, মন্ডা খেয়ে। চড়কিতে চড়ে। পাতার বাঁশি, মাটির পুতুল কিনে হালখাতার নতুন খাতা খুলে। বিকেলে নানা খেলার প্রতিযোগীতা। এই অতি সাধারন আনন্দ দিনভর করার মজাটাই বেশি ভালোলাগে।
যদিও সব কিছুতেই ফিউশন মিশে গেছে। নববর্ষের সাধারন উজ্জাপন তেমন নাই আর।
আতশবাজির ঝলকানী বাজে রাতদুপুরে পাশ্চাত্য অনুকরণে।
পাশ্চাত্য নিয়মে খোলা হয় শ্যাম্পেনও। তবে পাশ্চাত্য নিয়মে তাদের মতন শহরের আয়োজনে বিশেষ বিশেষ জায়গায় হয় আতশবাজী গণহারে সারা শহর জুড়ে আতশবাজী হয় না। আর ঘরবাড়ি গুলোও সাউন্ড প্রুফ। শব্দ দুষণে কারো ঘুম ভাঙ্গে না। শিশুরা চমকে উঠে ভয় পায় না। যাদের ইচ্ছা হয় দেখে, আনন্দ করে, যাদের ইচ্ছা হয় না তাদের দেখতে হয় না।
সময়ের হিসাবে আমি এখনও বৎসর শুরুর এক তারিখে আছি থাকব আরো অনেক ঘন্টা। অনেকে হয় তো এই সময়ে দ্বিতীয় দিনে ঢুকে পরছেন। তবে এটা আমার বৎসর শুরুর প্রথম তারিখের প্রথম পোষ্ট।
মানুষের জীবন সুন্দর হোক শুভেচ্ছা বন্ধুদের।


মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:০২

ডঃ এম এ আলী বলেছেন:

কাব্যিক শুভ নববর্ষের বচন ও পোষ্ট এর লেখা পাঠে বিমোহিত।
কামনা করি নববর্ষ হোক মধুময় ও সাফল্যমন্ডিত ।



০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:২৩

রোকসানা লেইস বলেছেন: প্রথম পোষ্টের প্রথম মন্তব্যে আপনার অসাধারন মন্তব্য পেয়ে আমিও মুগ্ধ হলাম।
এবছর ইচ্ছে আছে আপনাদের ওদিকে যাওয়ার। আশা করি আপনি সুস্থ সবল থাকবেন । দেখা হওয়ার সম্ভাবনা থাকবে ।
শুভকামনা অফূরান

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৬

কামাল১৮ বলেছেন: আজকের দিনের বর্ণনাটা এতটাই সুন্দর ও যথাযথ হয়েছে যে পড়ে মুগ্ধ হয়ে গেছি।কারণ সারাটা দিনই আমি প্রত্যক্ষ করেছি।একই শহরে বাস কিনা।
“এমনটা অনেক করেছি কখনো এ জীবনে”।জীবন তো একটাই।কতো কিছু করতে হয় এই এক জীবনে।এখন যাদের যৌবন তারা করছে।
বাংলা নববর্ষের আলাদা একটা আবেদন আছে।সকাল থেকে সুরু হয়।শেষ হয় রাতের খাওয়া দাওয়া সেরে।ছোট বেলায় গ্রামের মেলায় গেছি যৌবনে গেছি রমনা বটমূলে।এখন শুধু ঘরে বসে টিভিতে দেখার পালা।

০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:২৮

রোকসানা লেইস বলেছেন: বরাবরের মতন লেখার সাথে সম্পূর্ণ সম্পৃক্ত হয়ে মন্তব্য আপনার ভালোলাগায় ভরিয়ে দিল আমাকে। কেউ যখন যত্ন করে পুরোটা লেখা পড়েন তার তুলনা কিছুতেই করা যায় না।
আসলে এখন আমরা নানা রকম ফিউসনে মিলে মিশে গেছি এক রকম ভালোলাগায় আটকে থাকা সম্ভব নয়।
সবটাই উপভোগ করা কিছু কিছু। তারপর নিজের মতন ভালোলাগা পাওয়ার চেষ্টা করাই সবচেয়ে ভালো।
শুভকামনা নিরন্তর

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৭

সোনাগাজী বলেছেন:


শুভ নববর্ষ।
কেমন যাবে ২০২৩সাল?

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হ্যাপী নিউ ইয়ার।
ঐ যে মেঘে ঢাকা দিনের আড়ালে নানা রকম বৈচিত্র তেমনই হবে ভালো মন্দ মিশেল।
অনুমান করে বলার চেয়ে আশা করি মানবতার পক্ষে থাকুক সব কিছু। যদিও কেউ চাই না তারপরও অনেক অনাকাঙ্খিত ঘটে ।
ভালো থাকুন শুভকামনা

৫| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪০

ডঃ এম এ আলী বলেছেন:


এ বছর এদিকে আসবেন শুনে খুবই খুশী হয়েছি ।
অগ্রীম সুস্বাগতম । আথিথেয়তা করতে পারলে
নীজেদেরকে ধন্য মনে করব ।
আসার পুর্বে একটু জানান দিবেন
সে অনুযায়ী দেখা সাক্ষাতের আয়োজন
করব ।
শুভেচ্ছা রইল

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

রোকসানা লেইস বলেছেন: ইচ্ছে আছে খুব। গত শরতে যখন বইমেলা হলো কিছু সুহৃদ আমন্ত্রণ করেছিলেন। বই নিয়ে যাওয়ার জন্য। হয়ে উঠেনি। এবার আশা করছি যাওয়ার।
অবশ্যই জানাব আমারও খুব ভালোলাগবে দেখা হলে।

৬| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৫

এ আর ১৫ বলেছেন: শুভ নব বর্ষ

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

রোকসানা লেইস বলেছেন: হ্যাপী নিউ ইয়ার

৭| ০২ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ আপা

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৭

রোকসানা লেইস বলেছেন: হ্যাপী নিউ ইয়ার

৮| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

মিরোরডডল বলেছেন:




লেইস আপু তোমার লেখার বর্ণনা ভীষণ সুদিং।
জীবন সময়ের সাথে বদলায়, তার সাথে বদলায় প্রয়োজন রুচি চিন্তাভাবনা লাইফস্টাইল সবকিছু।
আমার এখন ক্রাউড আড্ডা হৈচৈ এগুলোর চেয়ে নিজের সাথে নিভৃতে সময় কাটাতেই বেশি ভালোলাগে।
তাই তোমার এই লেখার সাথে মিল খুঁজে পাই।
আমি এবসোলিউটলি একজন নেচার লাভার, তোমার লেখায় প্রকৃতির বর্ণনা অনেক আকর্ষণ করে।
হ্যাপী নিউ ইয়ার আপু। ভালো থেকো সুস্থ থেকো।

০২ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৯

রোকসানা লেইস বলেছেন: মন ভালো করা মন্তব্য। লেখার সাথে তোমার নিজেকে খুঁজে পাওয়াটা অনেক বড় পাওয়া আমার কাছে।
আনন্দ হচ্ছে খুব।
প্রকৃতির সাথে থাকার আনন্দের কোন তুলনা নাই। যদি তাকে বুঝতে পারা যায়।
নেচার লাভার মিরোরডডল অনেক ভালোবাসা
হ্যাপী নিউ ইয়ার ভালো থেকো নিরন্তর তুমিও

৯| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

নতুন কোনো উপন্যাস কি লেখা শুরু করছেন?

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। হ্যাপী নিউ ইয়ার।

উপন্যাস গল্প অনেকগুলো লিখেছি। রিভিউ করে শেষ করতে হবে। কিছু শেষ করতে হবে বাকি আছে শেষটুকু লেখা।

১০| ০২ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

মোহামমদ কামরুজজামান বলেছেন: " লেইস ফিতা লেইস,
সাজিয়ে দেই,গুছিয়ে দেই ,
ছোট্ট সুখের ঘর"

-- সবার সাজানো-গুছানো ছোট্ট সুখের ঘরের (চারিদিকে সংসার ভাংগার হিড়িক-প্যানিকের মাঝেও) আশার পাশাপাশি নববর্ষে বোনের জন্য সাজানো-গুছানো সুন্দর একটা সংসার ও জীবনের আশা রইলো। সাথে সাথে আরো আশা রইলো সকল প্রকার দুঃখ-যাতনাহীন জীবনের।

শুভ নববর্ষ ২০২৩ ।
ভাল থাকুন, থাকুন ভালোর সাথেও।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মোহামমদ কামরুজজামান
হ্যাপী নিউ ইয়ার।
ভালো থাকবেন অনেক শুভকামনা

১১| ০২ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

নেওয়াজ আলি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা । সুখ শান্তি এবং ভালো থাকুন সারা বছর।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

রোকসানা লেইস বলেছেন: হ্যাপী নিউ ইয়ার।
অনেক শুভকামনা থাকল

১২| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

হাসান জামাল গোলাপ বলেছেন: সুখপাঠ্য লেখা, শুভ নববর্ষ।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৭

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হাসান জামাল গোলাপ
হ্যাপী নিউ ইয়ার
শুভেচ্ছা অনন্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.