নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ে হৃদয়ে কথা জ্যামিতিক ফর্ম ভেঙ্গে
গানিতিক হিসাব মিলিয়ে,ব্যাকরণ ঠিক রেখে
কখনোই হয়ে উঠে না।
আকাশে চাঁদ উঠলে কেমন ভেঙ্গে পরে নিয়ম হিসাব।
বাসন্তি বাতাসে ফুলের সুবাস ভাসলে
কেমন উদাস ভাবনা চেপে ধরে।
মন খারাপের সময়গুলো কান্না উপচে পরে নদীর বানের মতন
হিসাব ঠিক রাখা যায় না।
ঘর সংসার উল্টাপাল্টা লাগে
এত নিয়মের বাড়াবাড়ি না হয়ে যদি
শুধুই বয়ে যাওয়া আপন মনে, নদীর স্রোতের মতন।
আর কিছু না পাওয়া গেলেও একটা খোলা আকাশ পাওয়া যেত।
কথা বলার আগে শেখা হয়নি ব্যাকরণ অথচ কথা বলা বেঁধে দাও নিয়ম করে।
আঞ্চলিকতায় দুষ্ট বলো, কথা বলা।
এখন আকাশ, নদীর স্রোতও বাঁধা পরেছে।
আপন গতি পথ থেমে যাচ্ছে বাঁধের সীমানায়।
খলবলে জল প্রান্তর সীমানা, মরু।
আকাশে চলতে কতো বিপত্তি হিসাব গুনতে হয়।
হাতে হাতে ড্রোন পাখির মতন ধাক্কা দিতে পারে।
মরীচিকা আর রহস্যময়তা নির্বংশ হয়ে যাচ্ছে সুপার সাইন্সের কাছে।
সুপারস্টিশন, রিয়েলিস্টিকের ভীড়ে।
এক মানুষের বাচ্চা জন্ম নেয় অন্যজনের গর্ভে, সারোগেসি নিয়মে
বা জন্ম সময়ের ত্রিশ বছর পরে।
অত্যাধুনিক এমন সময়ে আনমনে ঋতু উৎসব পালন বেমানান মনে হয়।
১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৭
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা কাজী ফাতেমা ছবি
২| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো