নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আসে ভালোবাসে এ কথাটি বলতে
কেউ আসে তাকে শুধু ভালোবাসাতে
কেউ আসে অচেনাকে চিনে নিয়ে, মিলেমিশে হারাতে
কেউ আসে সত্তা গিলে খেয়ে নিজের মতো বানাতে ।
কেউ আসে সুখ দুঃখ এক সাথে মিলাতে
কেউ আসে আনন্দ উচ্ছাসে নির্মল ভাসাতে।
কেউ আসে সুখের ঘরে আগুন জ্বালাতে
কেউ আসে কানকথা বলে কয়ে মনটাকে নাড়াতে
কেউ আসে মনের কষ্ট উজাড় করে প্রাণ ভরে হাসাতে।
কেউ আসে নিজের দোষ তোমার ঘাড়ে চাপাতে
কেউ আসে বন্ধু সেজে গোপন কথাটি জানতে।
কে আসল কে নকল বোঝা বড় দায়
এ সংসারে মানুষ চেনার কি সহজ উপায়!
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৬
রোকসানা লেইস বলেছেন: বিবেক ছাড়া কত মানুষ ভালোবাসার নামে মানুষকে জ্বালায়।
অনেকদিন পর আপনাকে দেখছি রাইসুল সাগর।
শুভকামনা
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১১
কামাল৮০ বলেছেন: এক কবিতায় অনেক সত্যি কথা বলেছেন।ঢাকা মেলায় এবং বাংলা মেলায় অনেক অনন্দ হয়েছে।ছিলেন কি?
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কামাল ৮০।
ঢাকা মেলা, বাংলা মেলা কোথায়?
আমার যাওয় হয়নি। ছিলাম না ঘুরতে গিয়েছিলাম ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: নানান মানুষ নানানরকম ভাবে নিজস্ব রোল প্লে করে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৮
রোকসানা লেইস বলেছেন: তার মাঝেই খুঁজে নিতে হয় নিজেকে। নয় তো সমস্যা।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮
অপ্সরা বলেছেন: কোনো সহজ উপায় নেই।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৯
রোকসানা লেইস বলেছেন: থাকলে বেশ হতো। তাই না অপ্সরা
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫২
মনিরা সুলতানা বলেছেন: আপু মানুষের মাঝে এত বেশি মুড সুইং থাকে । এত ডাঃ জ্যাকেল আর মিঃ হাইড থাকে চেনা মুশকিল।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪১
রোকসানা লেইস বলেছেন: এক্কে বারে মনিরা সুলতানা।
নিজেই অনেক রকম বদলে যায় মানুষ। আর এই পরিবর্তন হকে অনেকটা পরিবেশ সাহায্য করে ।
তবে নানা রকম উদ্দেশ্যে যে মানুষগুলো আসে তাদের উদ্দেশ্য প্রথমেই বুঝতে পারলে মানুষের অনেক রকম বিপদ কমে যেত।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৫
আখেনাটেন বলেছেন: কে আসল কে নকল বোঝা বড় দায়
এ সংসারে মানুষ চেনার কি সহজ উপায়! -- সহজ কোন উপায় নেই.....বোধ করি মানুষ চেনা সবচেয়ে কঠিন কাজ। কোথায় যেন পড়েছিলাম কয়েক দশক সংসার করার পরও স্বামী-স্ত্রী নিজেদেরকে বুঝে উঠতে পারে না......? ফলেই নানামুখি সংঘাতও ঘটে চলে...বন্ধু বন্ধুই...ভাইয়ে ভাইয়ে....
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৪
রোকসানা লেইস বলেছেন: আসলে কোন সহজ উপায় নেই মানুষ চেনার।
চেনা মানুষ কেমন অচেনা হয়ে যায় সময়ে। অদ্ভুত লাগে।
ভাইয়ে ভাইয়ে যখন সংঘাত সেখানে স্বামী স্ত্রী তো দুই ভিন্ন গ্রহের মানুষ তাদের মধ্যে অমিল অচেনা হওয়া খুব স্বাভাবিক।
কিন্তু নানা উদ্দেশ্যে বন্ধু বেশে যারা শত্রু হয়ে আসে এরা হলো সবচেয়ে সাংঘাতিক ।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২৯
রাইসুল সাগর বলেছেন: বিবেক আসে জ্বালিয়ে বা জ্বালাতে।
আসুক, যা কিছু, এর মাঝে বেঁচে থাকার নামই জীবন।