নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত

০২ রা আগস্ট, ২০২২ ভোর ৫:২০

কখনও অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়।তিনদিন আগে তেমনি একটি ঘটনা হঠাৎ করে সামনে এসে গেলো।
কাজে পৌঁছাতে রাস্তায় প্রায় আধ ঘন্টা বেশি লেগে গেলো পথের জ্যামের জন্য । ইচ্ছায় দেরি নয় কিন্তু উপায়হীন আটকে থাকলাম।
একটু পরপর তিন চারটা দূর্ঘটনার জন্য।
ফোন দিয়ে জানিয়ে ছিলাম যে সময়, তাও অনেকক্ষণ পেরিয়ে গেছে। ভীড় কেটে বেড়িয়ে যাওয়ার পথ ছিল না কোথাও তাই দেরি মেনেই চলতে হলো,গতির সাথে। ডাউনটাউন মানেই ব্যাস্ততা এবং পার্কিং হাইপ্রাইজ বিশেষ করে কাজের দিনগুলোতে।
পার্কিং করে দ্রুত কাজের জায়গায় হাঁটছিলাম। তখন হঠাৎ একটি মেয়ে পাশে এসে বলল, তোমাকে একটা প্রশ্ন করতে চাই।
আমি বললাম, দেখো আমার সময় নাই এখন তোমার সাথে কথা বলার।
মেয়েটি উল্টো দিকে যাচ্ছিল কিন্তু ও আমার সাথে আবার যেদিক থেকে এসেছে সেদিকে হাঁটছে। নাছোড়বান্দা আমাকে প্রশ্ন করবেই।
বলল তোমার বেশি সময় লাগবে না, তুমি শুধু হ্যাঁ বা না বলো।
কিসের ব্যাপারে তোমার প্রশ্ন?
আমার লাইফের বিষয়ে।
দেখো তোমার লাইফ তোমার। যা কিছু সিদ্ধান্ত নিবে তুমি নিজে নিবে।
আমি রেন্ডম পার্সনকে জিজ্ঞেস করছি, তাদের মতামত নিচ্ছি। আমার সিদ্ধান্ত নেয়ার জন্য।
ওর সাথে কথা বলে হাঁটার জন্য আমার আর আরো বেশি সময় লেগে যাচ্ছে।
বললাম, তোমার প্রশ্নটা বলো।
সে সময় নিচ্ছে। আমার অস্থিরতা বাড়ছে, আমাকে যেতে হবে।
তুমি প্রশ্ন করবে?
মেয়েটি বলল, আমি কি বেঁচে থাকব নাকি থাকব না?
এমন কঠিন প্রশ্ন শুনে আমি থমকে গেলাম।
পথে অনেক সময় আজব মানুষের দেখা পাওয়া যায়। কেউ ধর্ম কথা বলে, কেউ পন্যের বিজ্ঞাপন কেউ বা চায় ডোনেশন।
কিন্তু এ একেবারে জীবন মরন সমস্যা।
আমি মেয়েটিকে বললাম, মরে যাওয়া কোন সমস্যার সমাধান নয়। তোমাকে বেঁচে থাকতে হবে। যত কষ্ট হোক, দুঃখ হোক এক সময় দুঃসময় কেটে গিয়ে সুন্দর জীবন তুমি পাবে। হতাসা নয় দৃঢ়তা নিয়ে চলো।
ওর মুখে হাসি দেখতে ভালো লাগল।
মেয়েটাকে ওর নাম জিজ্ঞেস করলাম।
জ্যাকলিন ওর নাম। বললাম আমার সাথে একটা ছবি তুলবে? রাজি হলো। দ্রুত একটা ছবি তুলে বললাম, ভালো থেকো। কাজের জায়গায় পৌছে গেছি, আমি ভিতরে ঢুকে পরলাম।
একটু স্থির হয়ে বসার পর থেকে মেয়েটার কথা খুব মনে পরছে।
আশা করছি জ্যাকলিন আর যত রেন্ডম মানুষকে তার প্রশ্ন করবে সবাই বেঁচে থাকার আশা ওকে দিবে।
এমন তাড়াহুড়োর সময়ে দেখা না হয়ে অবসর সময়ে দেখা হলে ওকে আরও ভালো ভাবে সময় দিতে পারতাম। সমস্যা শুনে গাইড করতে পারতাম।
মানুষ দেখে কোন ধারনা করা যায় না তাদের সম্পর্কে। কত যে নিভৃত কান্না মানুষের মনে।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৫:৩৮

িসজার বলেছেন: নাশনাল সুইসাইড হটলাইন এর নম্বর টা দিয়ে দিলে ভালো হতো।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৩

রোকসানা লেইস বলেছেন: দিতে পারলে ভালো হতো। কিন্তু এত দ্রুত সব সিদ্ধান্ত নেয়া সম্ভব ছিল না।

২| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৬:৩৮

কামাল৮০ বলেছেন: এমন প্রশ্নের সন্মুখীন জীবনেও হই নাই।উত্তরটা জানা থাকলো।কবিরের পর থেকে আর ডাইন টাউনে যাওয়া হয় নাই।ভিড় দেখতে ভালই লাগে।ঢাকায় বড় হওয়া মানুষতো।
এক মেয়ে থাকে হুউটবিতে।কয়েক দিন আগে গিয়ে ছিলাম।সারা দিন একজন লোককেয়েও হেটে যেতে দেখলাম না।বিকেলে খুব সামান্য লোক জনকে দেখা গেলো।পায়চারি করছে।নাতিকে যে মহিলা দেখাশুনা করে এক সপ্তার ছুটিতে দিয়েছে।এই জন্য যাওয়া।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:১৬

রোকসানা লেইস বলেছেন: এমন প্রশ্ন হঠাৎ করেই সামনে আসে। বলে কয়ে আসে না।
এবছর তো সব কিছুই স্বাভাবিক। লোকজন অনেক পথে, পার্কে,সব জায়গয় স্বাভাবিক আগের মতন দেখতে পাই।

৩| ০২ রা আগস্ট, ২০২২ ভোর ৬:৪১

ইমরোজ৭৫ বলেছেন: আহারে মানুষের কত দুঃখ। এত দুঃখ নিয়ে কিভাবে বাচে! এর জন্যই এই সময়ে স্টোক করা, হৃদক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে। এখন ঐ ব্যাক্তির যদি সত্যিই এত কষ্ট থাকে যার জন্য আত্নহত্যা করতে হবে; তাহলে অতিরিক্ত মানষিক চাপে হাই প্রেসারহয়ে মারা যাবে।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ২:৫০

রোকসানা লেইস বলেছেন: ইংরজীতে একটা কথা খুব প্রচলিত টেক ইট ইজি। সহজ ভাবে নাও এমন বাংলায় বলা হয় না খুব একটা।
আমার মনে হয় জীবনকে যত সহজ ভাবে নেয়া যাবে তত সুন্দর হবে সকল সমস্যা।
এত রোগ বালাই আমরা নিজেরা তৈরি করে ফেলি বেশি,বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। বাংলার এই প্রবচনটা খুব সঠিক।

৪| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ৮:২৩

শেরজা তপন বলেছেন: সে হুট করে কিছু একটা না করে এই কাজটা ভাল করছে।
আশা করি সে বেঁচে থাকবে এবন জীবনের সৌন্দর্য উপভোগ করবে চুটিয়ে।
আপনি যেটুকু বলেছেন সেটাই যথেষ্ঠ

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৩:০০

রোকসানা লেইস বলেছেন: আমিও আশা করি সে বেঁচে থাকবে।
সে হয়তো একটু দূর্বল। অনেক সুইসাড টেনডেন্সির মানুষ কারো সাথে পরামর্শ করে না। বা অনেকে হুট করে করে ফেলে কিছু না বলে।
উন্নত দেশগুলোতে সুইসাইড না করার জন্য সাহায্যকারী সংস্থা আছে যেখানে ফোন করলে তারা নানা ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করে।
অনেকে স্বাভাবিক জীবনে ফিরেও আসে তাদের কথাবার্ত শোনে।
চেষ্টা করলাম আমার দিক থেকে সাহায্য করতে মেয়েটিকে দ্রুততায়।
শুভেচ্ছা ভালো থাকবেন।

৫| ০২ রা আগস্ট, ২০২২ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার উপদেশ ওর কাজে লাগবে এবং আশা করি ও ভবিষ্যতে ভালো করবে।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৩:০০

রোকসানা লেইস বলেছেন: আমিও তাই আশা করি।

শুভেচ্ছ ভালা থাকবেন

৬| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
এমনটাও হয়!

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:০৭

রোকসানা লেইস বলেছেন: হয় তাই পেলাম বাস্তব অভিজ্ঞতায়। কত কিছু হয় কত অজানা।

৭| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৩০

খায়রুল আহসান বলেছেন: "কত যে নিভৃত কান্না মানুষের মনে!" - আপনাকে ধন্যবাদ, যে আপনি এই কান্নার যাহোক একটা মূল্য দিয়েছেন। আশাকরি, আপনার মত জ্যাকলিন এর পরবর্তী জিজ্ঞাসিত ব্যক্তিরাও তাকে একটি ইতিবাচক সদুত্তর দিয়ে বেঁচে থাকার প্রেরণা যোগাবে।

পোস্টে প্লাস। + +

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:১১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান।
কোন মানুষের অপমৃত্যু আমার কাম্য নয়। তাই আশাটা দিলাম তার মনে।
আমিও আশা করি ভালো আছে জ্যাকলিন ।
এত অল্প সময় ছিল ফোন নাম্বার নেয়ার কথাটি মনে পরেনি। তা হলে ওর সাথে যোগাযোগ রাখতে পারতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.