নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেসে যাওয়া শ্যাওলা জড়িয়ে ধরে হলুদ মাখা হাত
তুলে আনে অবারিত আদরে সোহাগে
তারপর কথা কওয়া পাখি হয়ে এক সাথে।
জীবন বড় কঠিন কত কথা চারপাশে।
পাতার চালের ভিতর ঝরে বৃষ্টি, ঢুকে রোদ চাঁদের আলো তার মাঝে
জড়িয়ে প্যাঁচিয়ে থাকা হাসি উপচায় পান্তার থালা সামনে, অনাবিল সুখ ।
মরিচ লবন মেখে কি সোয়াদ খেতে যখন দুজন আপন হৃদয় পাশে থাকে
অথচ অসুখ যেন আর সবার কাছে এই ভালো থাকা মাটির কুটির ঘিরে দুটি প্রাণের।
শ্যেন দৃষ্টি কুঁড়ে খায় ঘুনপোকার মতন
ঝুরঝুরে আলগা মাটি পায়ের তলায়, বিচার সভায়।
একদানা খাবার দেয়া না মানুষ দেয় না সুতোর টুকরো
অথচ বিচার সভা বসিয়ে সমাজ ধর্ম শিখায়।
ভালো থাকা নিজের মতন নিজের ভিতর দুজন মানুষের, সয়না সমাজ পতি ধর্ম যাজকের।
বহু যতনে তুলে আনা ভেসে যাওয়া শ্যাওলা জীবন ধুঁকে ধুঁকে মরছিল যে রোগের প্রোকপে।
তিলতিল কষ্ট সিঞ্চনে সতেজ প্রবল
ভালোবেসে তার সাথে সুখ খুঁজে পাওয়া
একা মনোহারী সময় যখন আকাশ ছুঁয়েছে আনন্দ অবগাহনে
শেল হয়ে বিঁধে গেলো সে সুখ আর সবার মনে।
ছূঁড়ে দিল শ্যাওলার মতন আবার রক্তাক্ত দেহ নদীর স্রোতে
হলুদমাখা হাত বাটনা বাটে সমাজ পতির ঘরে ঘরে।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ।
খুব সুন্দর মন্তব্য। সঠিক উপলব্ধি কবিতার। সাথে বেশ পেয়েছেন সাহসীনিকে । থাক আপনার এমন খোঁজে পাওয়া সে ।
এমনই দরকার এখন বুট পরা নারীদের প্রয়োজনে যারা নিজের তদারকি করতে পারে।শুধু বাটনা বাটার জীবন যাপন নয়।
অনেক শুভেচ্ছা জানবেন।
অনেক গুলো পোষ্ট মাথায় কিলবিল করছে। ছবিও দেয়ার কথা ছিল ভ্যাকসিনের পথের। কিন্তু কিছুদিন চলছে ব্যস্ততায়। ভালো থাকবেন।
আপনার নতুন পোষ্ট দেখার জন্য আসব আপনার বাড়ি।
ভালো থাকবেন
২| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
ছবিটা মনপুত না হলে
এই মন্তব্যটুকু রেখে উপরের
মন্তব্যটি মুছে দিতে পারেন ।
এলোপাথারী কথামালায় সুন্দর
কবিতা । প্রতি ছত্রে ছত্রে বিবিধ
ভাবের আনাগোনা। দ্রোহ জেগে
উঠুক সর্বত্র। সমাজপতি সেবক
নিপাত যাক , হলুদমাখা হাতে
কাওকে যেন বাটনা না বাটতে
হয় সমাজপতির ঘরে ঘরে ।
ভেসে যাওয়া শ্যাওলা জড়িয়ে ধরে হলুদ মাখা হাত
তোলে আনে আবারিত আদর সোহাগে
..........................
ছুরে দিল শ্যাওলার মতন আবার রক্তাক্ত দেহ নদীর স্রোতে
হলুদ মাখা হাত বাটনা বাটে সমাজপতির ঘরে ঘরে ।
সমাজপতি সেবকই বটে !!!
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
৩| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১৯
শেরজা তপন বলেছেন: এমন সুন্দর প্রকৃতির মাঝে থাকলে কবিতা এমনিতেই আসে
কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ও ভাব নিয়ে আমার কিছু বলার মত যোগ্যতা নেই- তবে ভাল লেগেছে
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৫
রোকসানা লেইস বলেছেন: প্রকৃতি থেকে কবিতা আসে কিনা জানি না। তবে ভাবনা উপলব্ধি নানা রকম চিন্তার উদ্রেক হয় আসলে প্রকৃতির পাশাপাশি মানুষের জীবন থেকেই। বিচিত্র আচরণ যখন ভাবায়।
আপনার ভালো লেগেছে এই আমার অনেক আনন্দ।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল
৪| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৬
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর।
ভালো থেকে শুভেচ্ছা রইল
৫| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৮
কালো যাদুকর বলেছেন: ভাল লাগল। হলুদমাখা হাত বাটনা বাটে.... সমাজের একটি চিত্র এনেছেন।
এই কবিতার গল্পটি কি আপনি কোথাও দেখে লিখেছেন?
৬| ৩১ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৫
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কালো যাদুকর
চিত্রকল্প আপনার ভালোলেগেছে জেনে ভালোলাগল আমার।
এমন গল্পের ভিতর থেকে বের হতে পারেনি আমাদের সমাজ এখনও। চারপাশে ঘিরে আছে বিরক্তকর ভাবে।
ভবনা থেকেই সাজালাম বাস্তবের ভিত্তিতে।
শুভেচ্ছা রইল
৭| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৯
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর প্রতিমন্তব্যের জন্য ধন্যবাদ
৩১ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আবারো ফিরে আসার জন্য
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
এলোপাথারী কথামালায় সুন্দর
কবিতা । প্রতি ছত্রে ছত্রে বিবিধ
ভাবের আনাগোনা। দ্রোহ জেগে
উঠুক সর্বত্র। সমাজপতি সেবক
নিপাত যাক , হলুদমাখা হাতে
কাওকে যেন বাটনা না বাটতে
হয় সমাজপতির ঘরে ঘরে ।
ভেসে যাওয়া শ্যাওলা জড়িয়ে ধরে হলুদ মাখা হাত
তোলে আনে আবারিত আদর সোহাগে
..........................
ছুরে দিল শ্যাওলার মতন আবার রক্তাক্ত দেহ নদীর স্রোতে
হলুদ মাখা হাত বাটনা বাটে সমাজপতির ঘরে ঘরে ।
সমাজপতি সেবকই বটে !!!
এ ধরনের সমাজপতি সেবকের তরে যাকে প্রয়োজন তার
দেখা পেলাম এই কবিতা পাঠের সময় আপনার প্রোফাইল
বিবরনের ঠিক নীচেই । সেখানে সামুতে ভেসে
আসা এডে যে বুট পড়া সাহসীনি একজন বসে
আছে, সমাজপতি সেবকের বুকে কঠীন আঘাত
হানার জন্য পাঠিয়ে দেয়া হোক তাকে তার ঘরে্।
সেবক হওয়ার মঝা টের পাবে হারে হারে ।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল