নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আজাদ স্মরণে
যদি ভালোবাস-এই দেশ মাতৃকা
কঠিন ভাবে শোধতে হবে ঋণ
বুকের রক্তে রাঙিয়ে জমিন।
যুগে যুগে যারা ভালোবেসে গেলো
মৃত্যুকে দিয়ে সাড়া
প্রতিদান স্বরূপ কী পলেো শেষে
অনুভবে শুধু জ্বালা ।
পদ্মা মেঘনা কত বয়ে যাবে
রঞ্জিত স্রোতের ধারা
গুটি কয় গোখরো কী ভাবে মেলেছে
কিলবিলে ডালপালা।
সন্ত্রাসী হাত উড়ায় নিশান
দেশবাসী দিশেহারা
বুকের গহীনে সবুজ পতাকা
রক্ত র্সূয আঁকা,
আর কতকাল ঝলসাবে নিভৃতে
যুগে যুগে ধুকে ধুকে
ভালোবাসার কী অপরাধ
রক্ত রঙিন বুক।
আর কতো জীবন আর কত যুগ
সর্বগ্রাসীর সুখ।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৬
রোকসানা লেইস বলেছেন: বাংলাদেশের পুরুষরা তখন তেমন করে নারীদের কথা ভাবতেন না
যারাই এই দেশে নোংরামির সঠিক বিষয়টি ধরে ফেলে তাদের শেষ অবস্থা মৃত্যু।
অথচ যারা এ কাজ করে তারা জানে না কাউকে মেরে ফেলে তাঁর বলা থামানো যায় না।
২| ১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৬:২৫
সাসুম বলেছেন: যুগে যুগে, কালে কালে , শতাব্দীতে ২/১ জন হুমায়ুন আজাদ রা আসবেন।
উনি আলোর পথিক ছিলেন। আলোকিত ছিলেন।
১৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫১
রোকসানা লেইস বলেছেন: আলোকিত মুক্তমনের মানুষদের পছন্দ করে না বাংলাদেশের এক বিশাল অংশের মানুষ।
তাদের সাথে কথা বলে পারবে না তাই চাপাতি দিয়ে মুক্ত কথা বলা মুখ বন্ধ করতে চায়।
৩| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৩৯
কামাল১৮ বলেছেন: মুক্ত চিন্তার মানুস ছিলেন।তার লেখা পড়ে অনেকে আলোকিত হয়েছেন।আমার প্রিয় একজন লেখক ছিলেন।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৭
রোকসানা লেইস বলেছেন: মুক্ত চিন্তার মানুষকে মুক্ত ভাবে চিন্তা করতে না দিয়ে মুখ বন্ধ করে ফেলা হলো।
ভয়ংকর চিন্তা ভাবনা কিছু মানুষের
৪| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আজাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি। আমরা প্রতিবেশি। উনি একজন জ্ঞানী মানুষ। আমি উনাকে শ্রদ্ধা করি।
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৮
রোকসানা লেইস বলেছেন: গ্রাম সম্মন্ধে আত্মিয় তাহলে। তােমার সাথে দেখা সাক্ষাত কথা বার্তা ছিল নিশ্চয়।
৫| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার কবিতার উপর মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:০৯
সোহানী বলেছেন: আমার খুব প্রিয় একজন লেখক। নারীদের নিয়ে প্রথম কোন বই আমি উনারটাই পড়েছিলাম।