নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ দুই: স্থাপনা

২৬ শে জুন, ২০২১ সকাল ৮:৫২

১। জাতীয় স্মৃতি সৌধ সাভার



ওগো বীর মুক্তিযোদ্ধা লও লও মুক্তির ফুল।

২। অপরাজেয় বাংলা


প্রিয় চত্তর প্রিয় ভাস্কর্য।
এই জায়গাটা মানুষ ছাড়া খালি পাওয়া খুব কষ্ট সাধ্য ব্যাপার। ভাস্কর্যের উপরে চড়ে ছবি তোলা থেকে মিটিং করা চলছেইইই...


৩।শহীদ মিনার



একুশে ফেব্রুয়ারি রাতে মানুষের ভীড় ঠেলে কাছে যাওয়া দুঃসাধ্য ব্যাপার ছিল।
দূর থেকে দেখছিলাম মানুষের চলাচল শহীদ মিনার ঘিরে ।

৪। ফ্ল্যান্ডার ফিল্ড



চলুন ঘুরে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সেমেটারি থেকে।

In Flanders fields the poppies blow
Between the crosses, row on row,
That mark our place; and in the sky
The larks, still bravely singing, fly
Scarce heard amid the guns below.

বড় যত্নে সম্মানে রক্ষানাবেক্ষন করা হয় দেশমাতৃকার সেবায় প্রাণ দেওয়া এই সব সৈনিকদের সমাধী। এপিটাফে নাম লেখা আছে। মাত্র চৌদ্দ বছর বয়স ছিল কারো।
পনের আঠার একুশ এমন বয়সেই অনেকের জীবন শেষ হয়ে গেছে। যুদ্ধ একটি নৃশংস ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পঁচাত্তর মিলিয়ন মানুষ নিহত হয়ে ছিল।

৫। স্পেসনিডল



সিয়াটল শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে মহাশূন্যের দিকে সুতীক্ষ সুঁচের মতন মাথায় চেয়ে আছে এই টাওয়ার স্পেসনিডল। সিয়াটল শহর খুব শান্ত পাহাড়ি একটা শহর। কিন্তু প্রচুর কন্সট্রাকশন হচ্ছে এখন। প্রচুর ক্রেইন টাওয়ারের মতন উঁচু হয়ে আছে শহর জুড়ে অনেকে মজা করে বলে স্পেসনিডল নাকি ক্রেইনের শহর । স্পেসনিডল মিসিসিপি নদী এলাকায় সবচেয়ে লম্বা টাওয়ার বলে বিখ্যাত ছিল এক সময়।

৬। কলোন শহর


পশ্চিম জার্মানির রাইন নদীর তীরে ২০০০ বছরের পুরানো শহর কোলোন। রাতের আলোকময় শান্ত সৌন্দর্য ।

৭। আইফেল টাওয়ার
প্যারিসের কেন্দ্রস্থলে আইফেল টাওয়ার স্মৃতিস্তম্ভটি চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বের দীর্ঘ টাওয়ার হিসাবে প্রথম হয়ে ছিল। এখন আরো টাওয়ার, বিল্ডিং লম্বায় আইফেল টাওয়ারকে ছাড়িয় গেলেও। আইফেল টাওয়ার নিজস্ত স্বকীয়তা নিয়ে এখনও প্যারিসের হৃদয় হয়ে মানুষদের আকৃষ্ট করছে। পুরোটা কাছে থেকে ল্যান্সে ধরা এক কঠিন কাজ। আর দূর থেেকে তুললে আসল সৌন্দর্য পাওয়া যায় না সাধারন ক্যামেরায়। প্রোফেশনাল হতে হয়।





৮। স্ট্যাচু অফ লিবার্টি


এই ভাস্কর্যটি সবার চেনা। কোথায় আছে তাও জানা তাই না। আমি কিন্তু এর জায়গাটা বদল করে ফেলেছি। দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা।
এই স্ট্যাচু অফ লিবার্টির অবস্থান কোথায়?



৯। বিখ্যাত দালান


এই দালানটি অতি বিখ্যাত । দর্শকের পদচারণায় মুখর থাকে। কে কে চিনতে পারেন। ধাঁধাঁ থাকল ।

১০। স্কাই ট্রি



টোকিও শহরের টাওয়ার, স্কাই ট্রি উঁচু টাওয়ার ।

১১। দোয়েল




দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এই দোয়েল চৌরাস্তার মোড়ে বসে আছে কত বৎসর ধরে। চলুন ঘুরে আসি দোয়েল চত্তর থেকে।

১২। ডেট্রয়েড ডাউনটাউন



ডেট্রয়েট মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম মিশিগান রাজ্যের, বৃহত্তম শহর। ডেট্রয়েট নদীর তীরে আধুনিক শিল্প শৈলির দালানগুলো সারিসারি দাঁড়িয়ে আছে ।

নিজের তোলা ছবি বিভিন্ন শহরের।
কপি করবেন না কেউ

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২১ সকাল ৯:১৮

রানার ব্লগ বলেছেন: জার্মানির কোলোন শহর ভালো লেগেছে, যেতে ইচ্ছে হয় কিন্তু হায়!!!

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

জার্মানির শহরগুলো আমারও খুব পছন্দ হয়েছে। সুন্দর সাজানো

কেন হায় রানার ব্লগ। ইচ্ছে হলে আশা রাখুন ঠিক পূরন হয়ে যাবে
শুভকামনা।

২| ২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৩২

নিয়াজ সুমন বলেছেন: :) ছবি গুলো সুন্দর হয়েছে।

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৪২

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ নিয়াজ সুমন

৩| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:০৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নানান জায়গার এবং রকমারি ছবিগুলো খুব ভালো লাগলো !

২৭ শে জুন, ২০২১ রাত ১:০৯

রোকসানা লেইস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ খুব ভালোলেগেছে কথাটা খুব বেশি ভালোলাগল।
শুভকামনা

৪| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ৫-১০ সুন্দর লাগলো।

২৭ শে জুন, ২০২১ রাত ১:১১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার
আপনার টাওয়ারের প্রতি দূর্বলতা আছে বোঝা গেলো।পুরো বারোটা টাওয়ারের ছবি দিতে চেয়েছিলাম। পরে মিক্স করে দিলাম। মনে হলো বোরিং লাগবে।
শুভকামনা থাকল

৫| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:১৯

ভুয়া মফিজ বলেছেন: প্যারিসেও একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে কিন্তু, সেইন নদীতে। দেখেছেন ওটা? আপনি ক্যারিকেচার করে এই স্ট্যাচুকে কোথায় বসালেন বুঝলাম না। ৯ নং এ বিখ্যাত দালান বলতে কি ল্যুভ মিউজিয়ামের পিরামিডকে বোঝালেন, নাকি চারপাশের বিল্ডিং বোঝালেন........বুঝতে পারি নাই।

সবগুলো ছবিই ভালো লাগলো। দু'একটা কপি করবো ভেবেছিলাম। আপনার হুমকির কারনে আর করলাম না। :)

২৭ শে জুন, ২০২১ রাত ১:২৪

রোকসানা লেইস বলেছেন: যাক অবশেষে একজন ধাঁধাঁয় অংশ গ্রহণ করেছেন :P
ধন্যবাদ ধন্যবাদ ভুয়া মফিজ
প্যারিসে ঘুরব আর স্ট্যাচু অফ লিবার্টি চোখে পরবে না তা কি হয়। সেইন নদীর পার ধরে ঘুরে বেড়াতাম শুধু বিখ্যাত লোকজন শিল্পীরা এই পাড় ধরে হেঁটেছেন বলে। হোক না অনেক বছর আগে তবু তাদের পা রাখার জায়গাটায় আমার পা পরেছে এই অনুভবে একাত্ম অনুভূত হতো।
হা হা হা না আমি ছবিতে কোন ক্যারিকেচার করিনি। ছবিটা অরিজ্যানাল জায়গায় তোলা হয়েছে। এবং সেখানেও একটা স্ট্যাচু অফ লিবার্টি স্থাপন করা আছে। জায়গাটা কোথায় আপনাকে কি এখনই বলে দেব নাকি আরেকটু অপেক্ষা করব অন্য কেউ যাদি ফাস্ট হয়ে যান অংশ গ্রহন করে তার জন্য। একটু অপেক্ষা করি কেমন। আপনিও আবার চেষ্টা করতে পারেন।
ল্যুভ মিউজিয়ামের পিরামিড এবং দালান দুটো মিলিয়েই বলা হয়েছে। এই চত্তর পদচারাণায় মুখর থাকে সারা বছর তাই না।
এইটা আপনি ধরে ফেলেছেন। এবং প্রথম হইলেন। অনেক ধন্যবাদ
শুভকামনা।


৬| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:৫০

অনেক কথা বলতে চাই বলেছেন: নয় নম্বরটার মতো দেখতে একটা glassy pyramid দেখেছিলাম Melbourne শহরে। ওটা tourist দের জন্য resource centre ছিলো।

২৭ শে জুন, ২০২১ রাত ১:৩৪

রোকসানা লেইস বলেছেন: হ্যাঁ মেলবোর্নে একটা গ্লসি পিরামিডের মতন একটা স্ট্রাকচার আছে তবে ওটাকে ওরা কোন বলে এবং পিরামিডের চেয়ে কোনের চেহারাটাই বেশি। এবং আধুনিক দালানের মাঝে বসানো কোনটা।
ধন্যবাদ ভালোলাগল আপনার অংশ গ্রহণ।
শুভেচ্ছা রইল অনেক কথা বলতে চাই

৭| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:৫৩

অনেক কথা বলতে চাই বলেছেন: The Louvre Pyramid

২৭ শে জুন, ২০২১ রাত ১:৪৫

রোকসানা লেইস বলেছেন: এই তো বেশ পেরেছেন। ধন্যবাদ অনেক অনেক অনেক কথা বলতে চাই আপনি দ্বিতীয় হলেন অংশ গ্রহণ করে। :P
ল্যুভ মিউজিয়ামের ইতিহাসটা এত পুরানো। এই দালানটাই একটা শিল্প মনে হয় আমার কাছে। এগার শতকে এমন দালান বানানো হয়েছে চিন্তা করা যায় কত আধুনিক ছিল তারা সেই সময়। যদিও ষোল শতকে অনেক রিপিয়ার করা হয়েছে এখন পর্যন্ত হচ্ছে তবে কাঠামো আগেরই আছে।
শুভকামনা অনেক কথা বলতে চাই

৮| ২৭ শে জুন, ২০২১ রাত ১:২৮

শায়মা বলেছেন: বাহ আপু। সুন্দর সব ছবি তবে তোমার মাথায় ফুল দেওয়া ট্রাক্টর চালানো ছবিগুলোও মনে গেঁথে আছে। :)

২৭ শে জুন, ২০২১ ভোর ৪:০৭

রোকসানা লেইস বলেছেন: আহা হা ধন্য আমি ধন্য হে
তোমার আগমনে হে.....

সেও কিন্তু আমার নিজের তোলা নিজের ছবি। নিজের ছবি দিয়ে পোষ্ট করলে তো ছবির অভাব নাই। এখন ভাবছি আর খুঁজে বের করছি। আমি ছবি তুলি অনেক তবে সময় বেশি দেই না পারফেকশনের জন্য। নিজের ভালোলাগার সময়টাকে ধরে রাখি নিজের জন্য।
সেলফি নিয়ে লোকে অনেক নেগেটিভ কথা বলে আমি কিন্তু পজেটিভ সব সময় সেলফির ব্যাপারে। ডিজিটাল ক্যামেরা হাতে পাওয়ার আগে থেকেই সেলফি ক্লিক মারি। কত জায়গায় যাই নিজের ছবি তোলার জন্য কাকে ধরাধরি করব। এমন কি সাথে কেউ থাকলেও ঘুরতে ঘুরতে আমি এক হয়ে পরি। তখন সেলফি ভরষা।
শুভেচ্ছা জেনো

৯| ২৮ শে জুন, ২০২১ রাত ১:৫৯

রোকসানা লেইস বলেছেন: ভুয়া মফিজ,
আর কেউ তো এলেন না। আপনার জন্য ছবিটার জায়গা বলে দেই
স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু আইল্যান্ড নিউ ইয়র্ক এর টাই বিখ্যাত যদিও ফ্যান্স উপহার দিয়েছে এবং ফ্রান্স নিজের কাছেও একটা রেখেছে।
নিউ ইয়র্কের দ্বীপের মাঝে খোলামেলা জায়গায় স্থাপনাটা সবচেয়ে আকর্ষনিয়। প্রথম তার সাথেই আমার দেখা হয়েছিল।
রেপ্লিকা এই ছবির স্ট্যাচু জাপানে। জাপানের ওডাইবার সমুদ্র শহরে এই স্ট্যাচু অফ লিবার্টি আছে সাথে আছে গোল্ডেন গেট রেপ্লিকাও।

ছবি কপি না করার হুমকি কি আর সাধে দেই। লেখা চুরি হয় ছবি চুরি হয়। জীবনের উদ্দেশ্য, কথামালা চুরি হয় কবে যে নিজেও চুরি হয়ে যাই সে আশংকায় থাকি।
ফেসবুকে পোষ্ট দিয়েছিলাম পরে দেখি অন্যদের কভার ছবি হিসাবে শোভা পাচ্ছে। কেউ মনে করে অনলাইনে দিলেই সব পাবলিকের সম্পত্তি। ছবি তোলার মালিক বা লেখার মালিককে এতটুকু ধন্যবাদ বা নাম দিয়ে ক্রেডিড দিতেও কৃপনতা।
শুভকামনা

১০| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৮

ভুয়া মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ স্ট্যাচু অফ লিবার্টি অফ জাপানের তথ্যের জন্য।

যারা চোর, তারা চুরি করবেই। আপনি সাবধানবাণী দিলেও করবে, না দিলেও করবে। ফেসবুকের কথা আর কি বলবো! আমি তো সেখানে যাওয়াই বন্ধ করে দিয়েছি বহু আগে।

১১| ৩০ শে জুন, ২০২১ রাত ২:১৪

রোকসানা লেইস বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফিরে আসার জন্য ভুয়া মফিজ ।
জাপানের ওডাইবার সমুদ্র শহর দারুণ সাজানো এক শহর। সূর্য়স্থ দেখার জন্য এবং আধুনিক স্থপনার সৌন্দর্য দেখার জন্য পর্যটকের ভীড় লেগে থাকে।
সেখানে যাওয়ার সময় আরো একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। চড়েছিলাম চালক বিহীন ট্রেনে। এত পরিচ্ছন্ন একটি দেশ জাপান আমি খুব পছন্দ করি।
শুভকামনা থাকল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.