নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু তার ছায়া ফেলে পাশেপাশেই হাঁটে
হিসাবের খাতায় জমা, শেষ হয়ে গেলে
হাত বাড়িয়ে টেনে নিবে তার কাছে।
এপাশে থেকে যাবে,
অগণিত ভালোবাসা, সুখ আনন্দ কষ্ট কান্না
হিসাব নিকাশ, পথ পরিক্রমার ইতিহাস
লেনদেন অভাব অবহেলা।
সাজানো ঘরবাড়ি পরিবার
শেষ না হওয়া জীবনের কত কাজ।
ধূলো পরে ঝাপসা হয় স্মৃতি
তবু মনে বাজে অপরূপ সময় কথন।
যেন বিয়ে বাড়ি থেকে মেয়ে বিদায়
নতুন বাড়ির ঠিকানায় চলে যাওয়া।
শুধু আর কোন খবর পাওয়া হয় না
সে কেমন আছে, যেখানে চলে গেছে
সে নতুন দেশে মৃত্যুর হাত ধরে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৫
রোকসানা লেইস বলেছেন: মরীচিকার মতন সে দেশ সম্পর্কে মানুষের কল্পনা নিজস্ব বিশ্বাসে।
মন্দ হবে না যদি থাকে। আবার দেখা হবে।
ধন্যবাদ চাঁদগাজী
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন বোন।
একটা প্রশ্ন আপনি কত বছর ধরে লেখালেখি করছেন?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
অনেককাল ........
আজ মন ভালো নেই আজ আমার বাবার মৃত্যু দিবস। কতকাল হয়ে গেল ওয়ানওয়ে রোড ধরে তার চলে যাওয়ার ।
মৃত্যুর ছায়া পাশে নিয়ে আমরা হাঁটছি।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৪
আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,
যে যায়, সে যায়। তার সুবাস বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যায় অবিরত।
মৃত্যু.... শুধু মুছে ফেলা নাম !
মৃত্যু.... শুধু মুছে ফেলা নাম !
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০০
রোকসানা লেইস বলেছেন: টিক আহমেদ জী এস
যে যায় সে যায় শুধু রেখে যায় তার আজীবন স্মৃতি বয়ে নিতে হয় যাওয়ার সময় পর্যন্ত।
এ এক কঠিন জীবন খেলা।
অনেক শুভেচ্ছা জানবেন।
আপনার লেখাটা দেখে আসব সময় করে
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০০
রোকসানা লেইস বলেছেন: স্বাগতম
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
অক্পটে বলেছেন: "মৃত্যু তার ছায়া ফেলে পাশেপাশেই হাঁটে"
কঠিন সত্য!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০১
রোকসানা লেইস বলেছেন: যাদ আমরা দেখতে পেতাম তাহলে কেমন হতো আমাদের পথ চলা?
শুভেচ্ছা অকপটে
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৭
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন।
মৃত্যু একাই যায়না, সাথে করে নিয়ে যায় আপন জনদেরকেও!
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ জুল ভার্ন
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১
স্প্যানকড বলেছেন: যেতে যেতে সে পথ
আমারও হয়
চমকাই ভড়কাই
এ কোন বিপদ!
ভালো থাকুন দুনিয়ার সকল বাবা। তাঁদের নতুন যাত্রা শান্তিময় হোক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৪
রোকসানা লেইস বলেছেন: চমকে ভড়কে লাভ নাই। যখন আসবে তাকে সহজে মেনে নেয়াই ভালো তার আগে থাকুক যত ফ্যান্টাসি।
ধন্যবাদ। আমার বাবা খুব হঠাৎ করে চলে গিয়েছিলেন। খুব সুন্দর মৃত্যু।
শুভেচ্ছা স্প্যানকড
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০১
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ সুন্দর অনুভবের কবিতা ।
মৃত্যুর পরে কে কেমন থাকবে
তার অনেকটাই তার ইহকালের
কৃতির কথাই বলে দেয় । অবশ্য
সবকিছুই নির্ভর করে পরম দয়ালুর
উপরে । তাইতে লালন বলেন
দয়াল পার কর আমারে ।
শুভেচ্ছা রইল
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:৩৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী
অনেকদিন পরে দেখলাম। আশা করি ভালো আছেন।
দয়াল তো পার করবেনই।
তবে মরণ থাকুক সাথে শ্যামও সমান হয়ে।
বড় লেখা গুলো দেখবেন সময় পেলে।
শুভকামনা
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
সেটা যদি অন্য দেশ, অন্য গ্রহ, অন্য বিশ্ব হতো, খারাপ হতো না!