নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আজ একটি নতুন বিষয়

২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

একটি গান শুনুন। গানটি আমার লেখা। নতুন নয় বহু বছর আগে এই গানটি বাংলাদেশের স্বনামধন্য গায়ক খালিদ হাসান মিলু গেয়েছিলেন। গানের প্রথম লাইন জন্ম জন্মান্তরে।
আমার আরো একটি গান ঐ এই ক্যাসেটে গাওয়া হয়েছিল, সেই গানটি জুয়েল গেয়েছেন। গানটির সুর করেছিলেন সে সময়ের বিখ্যাত শিল্পী বেবী নাজনীন।
শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল পুরো নামের চেয়ে শুধু জুয়েল নামেই বেশি পরিচিত।
জুয়েলের গাওয়া গানটির প্রথম লাইন ছিল, মানুষ হইয়া জন্ম লইয়া হইলা না মানুষ।
তখন ক্যাসেটে গান রেকর্ড হয়ে প্রচার হতো। সেই সময়ে ফোক ধরনের গান জনপ্রিয় হয়ে উঠছে কেবল। সে সময় আমার দুটো গান রেখেছিলেন পরিচালক একটি ক্যাসেটে। ক্যাসেটের নাম ছিল, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
অনেক পুরানো গান তবে অনেকেই হয় তো শুনেন নাই কখনো ।
যখন গীতিকার হিসাবে গান শিল্পীর কণ্ঠে দেয়ার সুযোগ এলো তখন চলে এলাম সে সব থেকে দূরে। জগতটা ছিল বিচ্ছিন্ন। আজকের মতন হাতের মুঠোয় বন্দী না, যোগাযোগ করা সম্ভব ছিল না সহজে।
আজ থেকে প্রায় দশ বছর আগে অনেক কষ্টে সেই ক্যাসেটের গান সিডিতে উঠালাম একজন সুহৃদের সাহায্য নিয়ে। তখন সবার কাছে এমন ব্যবস্থা ছিল না তারপর সিডি থেকে অন লাইনে দেয়ার সুযোগ হলো ।
ইউ টিউব তখন কেবল শুরু হয়েছে। গানটা সাজিয়ে রেখেছিলাম সেখানে, একান্ত নিজস্ব করে। অথচ প্রচার করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার ভাবনা আসে নাই কখনো। ইউ টিউব এখন উপার্জনের বিশাল জায়গা। অথচ আমি এত আগে তার ব্যবহার শুরু করে, ভুলেই গেলাম এতদিন তাকে ব্যবহার করার কথা।
আমার একটা ইউ টিউব চ্যানেল আছে ভুলেই গিয়েছিলাম। অনেকদিন পর মনে পরল। সেখানে গিয়ে দেখি গান চুপচাপ পরে আছে।
অথচ এক সময়, কত সময় ব্যায় করেছি ছবি জুড়ে দিয়ে মুভি মেকারে ভিডিও বানানোর জন্য। সে ছিল ভীষণ মজার খেলা এমিনেশন, গ্রাফিকস করা।
ভিডিওতে ব্যবহার করা সব গুলো ছবি আমার তোলা এবং আঁকা।
ব্লগের বন্ধুদের আমার লেখা গান শুনতে দিলাম। গানটি ফেসবুকে দিয়েছিলাম বেশ আগে অনেকে খুব পছন্দ করেছিলেন। কিছুদিন আগে শেয়ার করতে গিয়ে ভুলবাটনে চাপ লেগে গানটি ডিলিট হয়ে যায়। খুব মন খারাপ ছিল আমার গানটি আবার নতুন করে আবার কপি করতে হবে ভেবে। হঠাৎ মনে হলে ইউ টিউবে রাখা আছে।
gaan






মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩১

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ রানার ব্লগ প্রথম গানটি শুনে ফেলার জন্য ।
অনেকদিন পর দেখলাম

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন, এই গানটির ব্যাপারে কি আমাদের সৈয়দ হক সাহেব জানতেন? গানটির বেবৗ নাজনিন ভার্সন টি কি খোঁজে পেয়েছিলেন? আমাদের সময়ের কাছে হার মানতে হয়, সময় আমাদের দিয়ে সময়ের কাজগুলো করিয়ে নেয় বলে দিনশেষে বুঝতে পারি অনেক অনেক কাজ বাকি।

শুভ কামনা রইলো বোন।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৩

রোকসানা লেইস বলেছেন: সৈয়দ হক সাহেব গানটি শুনে ছিলেন কিনা আমার জানা নেই। আমার দেওয়ার সুযোগ হয়ে উঠেনি ।
কেন এ প্রশ্ন বলুন তো?

এটা অরিজিনাল ভার্সন থেকে। প্রকাশক আমাকে কয়েকটি ক্যাসেট দিয়েছিলেন সে সময়, সেটা থেকে কপি করেছি।
বেবী নাজনীন গানটার সুর করেছেন গান করেন নি। তবে বেবী নাজনীনের বোন নাম সম্ভবত ইরিনা গেয়েছিলেন এক দুটি গান সেই ক্যাসেটে।
ঠিক সময় আর জীবনের গতি অজানায় নিয়ে যায় ইচ্ছা করলেই বদলে ফেলা যায় না।
শুভ কামনা রইল ঠাকুর মাহমুদ ভাই

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আপু :)
জুয়েল আমার অনেক প্রিয় একজন শিল্পী।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা
জুয়েল বড় দরদ দিয়ে গেয়েছেন গানটা

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

রোকনুজ্জামান খান বলেছেন: কতই না মজার ছিল গানটি, আমি তখন ছোট ছিলাম সে সময় আমার চাচী গানটি টেপ রেকর্ডার বাজাতেন।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:১৫

রোকসানা লেইস বলেছেন: বাহ রোকনুজ্জামান খান খুব আনন্দ হচ্ছে জেনে যে গানটির সাথে আপনার পরিচয় ছিল। সুন্দর স্মৃতি।
গানটা কতটা প্রচার পেয়েছিল আমার জানারই সুযোগ ছিল না সে সময়।



৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: গান টি শুলাম।
মানুষ হইয়া জন্ম লইয়া হইলা না মানুষ।খুব ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৪

রোকসানা লেইস বলেছেন: মানুষ হইয়া জন্ম লইয়া হইলা না মানুষ ।
চিরদিন থাকলা হইয়া বেভুলা বেহুস

ধন্যবাদ রাজীব নুর

৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর গান

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি

৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী

৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২২

রামিসা রোজা বলেছেন:
গান এবং গানের কথা সব-ই ভালো লেগেছে ।
ধন্যবাদ শেয়ারের জন্য ।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রামিসা রোজা
হঠাৎ মনে পরে যাওয়ায় শেয়ার করা সম্ভব হলো
শুভেচ্ছা

৯| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: শুনলাম গানটি, চমৎকার গানের কথা। জুয়েল সাহেবের গান সবসময়ই ভালো লাগে তার দরদী কন্ঠের জন্য।
শুভকামনা রইলো।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল আপনি শুনেছেন জেনে।
ঠিক বলেছেন জুয়েলের কণ্ঠ খুব দরদী
ধন্যবাদ

১০| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন লাগলো
শুনে এবং জেনে :)

+++

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল শুনেছেন জেনে
শুভেচ্ছা রইল

১১| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৫

নেওয়াজ আলি বলেছেন: জাষ্ট গ্রেট। অনেক শুনেছি একসময়

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১

রোকসানা লেইস বলেছেন: ওয়াও তাই নাকি নেওয়াজ আলী শুনেছেন গানটা আগে।
আমি ভেবেছি গানটা তেমন প্রচার হয়নি।
আসলে আমার জানা হয়নি কতটা প্রচার হয়েছিল।
শুভেচছা রইল

১২| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৩৩

সোহানী বলেছেন: ওয়াও, এটা যে আপনার লিখা তা জানা ছিল না। গানটা আগেই শুনেছিলাম। জুয়েলতো খুব অল্প মারা গেছিল, একটা ক্যাসেটই মনে হয় বের হয়েছিল। অনেক অনেক ভালো লাগলো জেনে ও অনেকদিন পর গানটা শুনে...।

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:৫১

রোকসানা লেইস বলেছেন: সোহানী ধন্যবাদ তুমিও শুনেছো গানটা বেশ তো। দারুণ লাগছে।
হ্যাঁ আমার লেখা। ক্যাসেটে নাম লেখা ছিল।
তোমার মনে হয় ভুল হচ্ছে এই জুয়েলে হচ্ছেন হাসান আবিদুর রেজা জুয়েল লাক্স ক্যাফে লাইভ অনুষ্ঠান ১৬ আগষ্ট ২০২০ এ উনাকে দেখলাম। আইয়ুব বাচ্চুর জন্মদিনে স্মৃতিচারন করলেন।
উনার সাথে দেখা হয়েছিল কানাডায় দু হাজার সাত আটের দিকে এসেছিলেন।
মজার বিষয় এর আগে উনার সাথে আমার পরিচয় হয়নি।

১৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: গানটা খুব সুন্দর। আরো ভালো লাগলো জেনে যে গানটি আপনার লেখা।

শুভকামনা রইলো।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩০

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ইসিয়াক। লেখা শুরু করেছিলাম গান লেখা দিয়ে। তখন মনে হতো শব্দ মিলিয়ে গান লেখাটা সহজ।
এক খাতা গান আবার পুড়িয়েও ফেলেছিলাম কি মনে করে কে জানে। এখন মনে হলে নিজের বোকামীতে রাগ হয়।
শুভকামনা

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন, সৈয়দ হক সাহেব চিত্রনাট্য লিখে আনন্দ পেতেন তিনি কিছু গানও লিখেছেন। আমার জানামতে এই বিশার বড় মনের মানুষটির সাথে আপনার পরিচয় ছিলো, আপনার একটি বই গত বই মেলাতে আমি সংগ্রহ করি, তাতে সৈয়দ হক সাহেবের দুটি কথা উদ্ধৃতি ছিলো।

আমি সৈয়দ হক সাহেবের একজন প্রিয় মানুষ ছিলাম।
শুভ কামনা রইলো বোন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন।


২৬ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:০১

রোকসানা লেইস বলেছেন: হ্যাঁ উনার চিত্রনাট্য এবং গানও খুব সুন্দর ছিল।
উনার লেখা, হায়রে মানুষ রঙিন ফানুস গানটা খুব প্রিয় আমার
সব্যসাচী এই লেখকের সাথে পরিচয় ছিল । কিন্তু নিজের বিষয়ে তাকে বলার মতন কিছু ভাবতে পারতাম না সে সময়ে নিজেকে প্রচার দেওয়ার অনেক সুযোগ ছিল। কিন্তু ভাবিনি কখনো।
তবে সে সময়ে উনার সমকক্ষ সব কবি লেখক ব্যক্তিগত ভাবে আমাকে চিনতেন। পরিচয় ছিল এপার বাংলা ওপাড় বাংলার অনেকের সাথে। প্রতেক্যের স্নেহভাজন ছিলাম।
আপনি উনার একজন প্রিয় মানুষ ছিলেন, জেনে আলোকিত হলাম।
এবং আরো আনন্দ পেলাম যে আপনি আমার বই সংগ্রহ করেছেন।
শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.