নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিছু টানে ফেলে আসা স্টেশনগুলো
মাঝ রাতে ঘুম ভেঙ্গে দৃষ্টি মেলে দেখা নতুন জগৎ
হকারের হাঁক ডাক অচেনা খাবার। চায়ি বা মমফলি
মালদহ আমের আচার।
নষ্টালজিকতায় কেবল জড়িয়ে নেয় নিজের ভিতর।
গহীন থেকে উঠে আসে শ্যাওলায় ঢাকা স্মৃতি।
পেছনে হাঁটার পথ বহুদূর টেনে নিয়ে যায়।
মাঝে মাঝে ধূলা উড়ানো ধুসর প্রহর।
কখনো ঝাঁক বাঁধা টিয়ে উড়ে, কখনো দল বাঁধা ময়ূর হাঁটে।
কখনো উড়ে যায় সবুজ ধান ক্ষেত।
পিছনে পরে থাকে সারি বাঁধা নৌকা খেয়া ঘাটে।
দূরন্ত কৈশোর ঝাঁপ দেয় জলে।
আঙরাখা মেলে কলসিভরা যুবতি চলে মেঠো পথে।
স্মৃতিরা লাফিয়ে যায় দালান কোঠা অট্টালিকা থেকে রাজপথে
বন্ধুর হাসি, বই খাতা মান অভিমান, প্রেম।
জীবন হেঁটে যায় জীবনের পথে, সাথে রয়ে যায় প্রেম অপ্রেম
জলের ঘুঙ্গুর হয়ে বাজায় তরঙ্গ জীবনের সাথে মনে মনে।
১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:১৫
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রাজীব নুর
২| ১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে
স্বপ্ন গুলো অন্য কারো, ভুল গুলো আমারি
কান্না গুলো থাক দু চোখে, কস্ট আমারি
- পার্থ (সোলস)
বোন, আপনার কবিতায় মন্তব্য লিখতে সোলসের একটি গানের কথা মনে পরেছে তাই উল্লেখ্য - - -
১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২২
রোকসানা লেইস বলেছেন: সোলসের প্রথম দুই ক্যাসেটের সব গানগুলো মুখস্ত ছিল এক সময়। প্রথমটা বিশেষ করে।
এইগানটা শোনা হয়নি কেন যে
জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, খুব সুন্দর।
মনে পরতেই পারে ......
শুভেচ্ছা ঠাকুরমাহমুদ
৩| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০১
নেওয়াজ আলি বলেছেন: যদি ঘুম ভেঙ্গে নজরে আসতো আমি সেই কিশোরকালে কেমন মজা হতো
১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৪
রোকসানা লেইস বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে পুরণ গল্পের মতন হতো তাহলে ।
শুভেচ্ছা নেওয়াজ আলি
৪| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৮
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর লেখনি।
২৫ শে নভেম্বর, ২০২০ রাত ২:২৮
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন
৫| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপু কি দারুণ লিখেছেন, শৈশবের অনেক কিছুই মনে পড়ে গেল।
"জীবন হেঁটে যায় জীবনের পথে, সাথে রয়ে যায় প্রেম অপ্রেম " চমৎকার কথা।
২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ।
খুব ভালোলাগল খুঁজে পুরানো লেখা পড়েছেন জেনে।
শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৭
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।