নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

অনুরাগ ভালোবাসা

২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬


ছেলেটির ছিল অনুরাগ অনেক চাওয়া
মেয়েটির মনে অনেক ভালোবাসা।
ছেলেটি আউল বাউল উদাস।
মেয়েটি সংযত, সমাজের বাঁধা নিয়মে।

ছেলেটি মেয়েটিকে চায়
চায় সবটুকু গুপ্তধন।
মেয়েটি ভয় পায়
ভয়পায় চারপাশ,মানুষ। পাছে যদি কিছু হয়।

মেয়েটি সইতে পারে না ছেলেটির পাগলপনা।
ছেলেটি অবুঝ,শুকতারা এনে পরাবে মেয়ের চুলে।
ছেলেটি নিজের হাতকাটে,
রেললাইনে মাথা পেতে শুয়ে থাকে।

লোকমুখে শুনে মেয়েটির বুক কাঁপে,
দিশেহারা দিনমান ভয়ের শিহরণ জাগে।
গোপনে গভীরে দুজনে দেখা হয়।
ভালোবাসার বিষাদ ভাবনায়- শরীরে, শরীর বয়।

আড়াল কিছুই থাকে না দুজনের
মনে মনে একে অপরের হয়।
মেয়েটা পোয়াতি, দিন যায় মাস যায়-
ছেলেটি, এখন ব্যস্ত ভীষণ আসে না মেয়েটির খোঁজে।

আজ সকালে মেয়েটাকে নিয়ে গেল লাশকাটা ঘরে
গাছের ডালে ঝুলছিল শরীর শুকতার মালা পরে।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর হয়েছে কবিতা । পাঠেমুগ্ধ ।
এই একবিংশ শতকে মেয়েটির লাসকাটা ঘরে শুয়ে থাকা মানবনা ।
কামার্ত ছেলেটিকে জবাব দিতে হবে ভাল করে। বিয়য়টি মনে
গেথে নিয়ে গেলাম, এর উপরে কবিতা একটি লিখব মনের মত করে ।
দিন দুই পরে দেখে আসতে পারেন গিয়ে আমার ব্লগ বাড়ীতে।
শুভেচ্ছা রইল

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

রোকসানা লেইস বলেছেন: এই একবিংশ শতকে মেয়েরা নিরাপদ নয় এখনও প্রতিদিনের খবর দেখলে মন খারাপ হয়ে যায়। সেই ভাবনা থেকেই লেখা।
আপনার ভালোলেগেছে এবং মনে গেঁথে গেছে জেনে আনন্দিত হলাম।
আমার লেখার অনুপ্রেরণায় বিশাল সুন্দর একা লেখা হবে আপনার আশা করি সেই মেরু জ্যাতির মতন।
সুন্দর থাকুন। শুভেচ্ছা জানবেন

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনাপূর্ণ কবিতা-------------------

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অনুভব করার জন্য

শুভেচ্ছা রইল

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

(লাইলাবানু) বলেছেন: সুন্দর ।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ লাইলাবানু

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: চমৎকার।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১১

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা রইল

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৪

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৪

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা নার্গিস জামান

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৮

কালো যাদুকর বলেছেন: মেয়েটি প্রতিবাদ করতে পারতো। ভাল থাকবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

রোকসানা লেইস বলেছেন: মেয়েটি আত্মহত্যা করবে কেন বা প্রতিবাদই বা করবে কেন।
ভালোবাসা শুধু কাম নয় এই ধারনাটা যখন বড় হবে একজন মানুষকে সম্মান দিবে তখন ভালোবাসা সুন্দর হবে।

শুভেচ্ছা কালো যাদুকর

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি দেখতে পারেন গিয়ে

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২

রোকসানা লেইস বলেছেন: কবিতাটি দেখলাম মন্তব্য দিলাম। এখন কবিতাটি কই গেল? প্রতিউত্তর দেখতে গিয়ে পেলাম কবিতা গায়েব
নববর্ষের শুভেচ্ছা

১০| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৬

কালো যাদুকর বলেছেন: আমি বুঝিনি ঐ দিকটা। "ভালবাসা" অনেক রকম। ছেলেটা বা মেয়েটা - ওদের ভাবনার অনেক তফাৎ। কারো কাছে এর নামই "ভালবাসা"। কারো কাছে এর নামই " কদাকার ভালবাসা"। সবই আপেক্ষিক।

১১| ২১ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৩২

রোকসানা লেইস বলেছেন: ভালোবাসা মানে হওয়া উচিৎ অন্যজনকে সম্মান করা। কিন্তু হয় উল্টো। ভালোবাসা মানে নিজের স্বার্থে অন্যকে কাছে টানা। স্বার্থ হাসিল হয়ে গেলে আর ভালোলাগে না। সম্মত না হলে নানারকম ভাবে ক্ষতি করাও হয়।
কোন স্বার্থ না দেখে অন্যকে ভালোবাসা এমনটা দেখা যায় না।
যে যেমন বোঝে সেটাই ব্যাপার। এছাড়া আছে পরিবেশের প্রভাব
শুভেচ্ছা থাকল

১২| ২২ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১

এম ডি মুসা বলেছেন: প্রেম বিরহের সুন্দর কবিতা ।।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ এম ডি মুসা

১৪| ১৯ শে জুলাই, ২০২১ বিকাল ৫:১২

খায়রুল আহসান বলেছেন: অপরিপক্ক মন মানসিকতায়---
প্রেমের পরিণতি এমনই হৃদয়বিদারক হয়!

১৫| ২২ শে জুলাই, ২০২১ সকাল ৯:২৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান
অনেকদিন পর পুরানো লেখা খুঁজে বের করলেন।
প্রেমের মরা জলে ডুবে না। বয়সের ধর্ম।
কিন্তু মেয়েরা বেশির ভাগ সময় শিকার হয় ভয় সামাজিকতা বা লালসার।
শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.