নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল থেকে তুমুল বরফের উড়াউড়ি দেখছি। যত না তুষার পরছে তার চেয়ে বেশি উড়ছে, মাটিতে শুয়ে থাকা বরফ।
ঘন মেঘের কুণ্ডলি পাকিয়ে ধূষর অন্ধকার হয়ে যাচ্ছে দৃষ্টি সীমানা। দূরে দিগন্ত রেখা চলে আসে কাছে আর সবুজ পাইনগুলো সাদা চাদর জড়ানো হালকা থেকে হালকা অবছায়া রূপে দাঁড়িয়ে থাকে। পত্রহীন গাছের আভাস দেখা যায় কি যায় না। চারপাশ যেন স্থবির বিরান এক অচিন পৃথিবী।
গতকালও দেখেছি কয়েকটা পাখি উড়াউড়ি করছিল। বুকের মাঝে সাদা পালকের ঘের দেয়া পাখিটা বেশ কবার জানলার সামনে দিয়ে উড়ে গেল। জানালার পাশের আপেল গাছে বসল। আর এক সময় ঠকঠক শব্দ শোনে দরজায় কেউ এসেছে ভেবে গেলাম। কিন্তু কাউকে পেলাম না। অতঃপর শব্দ অনুসরন করে পেলাম সাদা পালকের বুক, কাঠবাদামের গাছে ঠেকিয়ে দারুণ ঠোঁটে ঠকঠকাঠক শব্দ তুলে নিজের ঘর বানাতে ব্যস্ত কাটঠোকরা। পিঠের উপর আঁকা কালো সাদার ডোরা। আর লাল রঙিন একটা ঝুটি আর হলুদ বরণ ঠোঁট ও পা।
কাটবাদামের গাছে নিশ্চুপ ঘুমিয়ে আছে আজ বরফপাতের সময়। তারা ঠিক জেনে যায় কখন একদমই বের হওয়া যাবে না বাইরে। কখন বাতাস তুমুল অথবা কখন চটপট সংগ্রহ করে ফেলতে পারবে খাবার। কাটবেড়ালিগুলোও খুব ছুটছিল দুদিন ধরে বিরামহীন ছুটাছুটি, উঠোনে ছড়িয়ে থাকা কাটবাদামগুলো তুলি নিয়ে জমিয়ে রেখেছে নিজের ঘর ভর্তি করে। খাওয়ার কোন অভাব হবে না বরফপাতের দিনে। বড় অভিজ্ঞ আবহাওয়াবিদ এরা।
এবছর অনেক তাড়াতাড়ি শীত নামল বরফ পাত শুরু হলো। উঠোন পরিস্কার করার সময়ই পেলাম না, শরতের ঝরাপাতা ফলমূল ছড়িয়ে থাকল যেমন ছিল তার উপরই তুষারপাতের আভরণ পরে গেলো। ভালো হলো কাটবেড়ালির খাবারের অসুবিধা হবে না। বেশ ক'দিন ছড়িয়ে থাকা আপেল খেতে, হরিণরা দল বেঁধে এলো দেখতে মন্দ লাগল না কাছাকাছি তাদের চলাফেরা। ঘ্রাণ শুঁকে ঠিক পেয়ে যায় তারা খাবারের সন্ধান। তারা তো আর আমার সাথে খেলতে আসে না। তবে তারা যখন আসে চাঁদের আলোয় বিচরণ করে আমার চারপাশে তখন স্বগীয় অনুভুতি হয় অরণ্যের মাঝে থাকার সুখ অনুভব করি।
এখনো শরৎকাল। শীত আসতে আরো দশদিন বাকি সময়ের হিসাবে। কিন্তু এবছর শীত গেছে বলেই টের পাইনি। মনে হলো শীত জাকিয়ে বসে আছে সারা বছর। হঠাৎ কখনো রোদের চমক, বেশ তাতানো সময় পেয়েছি হঠাৎ কখনো।
জায়গায় জায়গায় জমে যাচ্ছে বরফের বালিয়াড়ি। কতটা কঠিন এই বরফের ঢেউ তোলা পথ পেরুনো; প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে কেউ বুঝতে পারবে না।
পরিস্কার করার অল্প সময়ের মধ্যে রাস্তা ঢেকে যাচ্ছে আবার। এর উপর দিয়ে হাঁটা যেমন কষ্ট গাড়ি চালানো আরো ভয়াবহ। গাড়ি আটকে যাবে কাদায় আটকে যাওয়ার মতন। কিছুতেই এগুবে না। তখন দুহাত সম্বল করে বেলচা দিয়ে একটু একটু করে তুলে নিতে হয় বরফগুলো সমুদ্র সেঁচার মতন। তবু সাফ হয় এক সময়।
এবছর বড় তাড়াতাড়ি বরফ পাত শুরু হলো ১৯৮৪তে এমন নভেম্বরে বরফপাত হয়েছিল। সে রেকর্ড ভঙ্গ করে ১১ নভেম্বর এবার প্রথম দিনে প্রায় দশ সেন্টিমিটার বরফ পাত হলো।
প্রথম দিনটা বরাবরই কঠিন থাকে সবার জন্য। পরে অভ্যস্থ হয়ে উঠে। প্রায় তিনশ গাড়ি রাস্তায় দূর্ঘটানায় পরে ছিল সেদিন। পরের সপ্তাহে পরিমাণটা আরো বেশি হয়েছিল পাঁচশ।
সেদিন আমাকে বের হতে হয়েছিল অনেক সকালে, সূর্য জাগার আগে। কাজে পৌঁছার পর থেকেই দেখছিলাম ক্রমাগত বরফ পরছে তো পরছেই। আহা ছোটবেলায় দেখা সিনেমার মতন ছবি চোখের সামনে। স্বপ্নের মতন লাগে কিন্তু বাস্তবে তার সাথে মোকাবেলা করাটা কঠিন অবস্থা।
দীর্ঘ সময়ের কাজ শেষ করে রাত এগারোটায় যখন পথে বের হলাম বাড়ি ফেরার জন্য। পথ তখনও পরিচ্ছন্ন হয়নি।
এত তাড়াতাড়ি বরফ পরে না বলে বরফ সাফের গাড়িগুলো তৈরি হয়নি। তাছাড়া আগের চেয়ে অনেক কমিয়ে দেয়া হয়েছে নগরির সুযোগ সুবিধা। বাজেটের সল্পতার মধ্যে, প্রকৃতির বিশাল বৈপরিত্য বেশ বেসামাল করে দিল জন জীবন।
আধ ঘন্টার রাস্তা প্রায় দেঢ় ঘন্টায় পেরুলাম সেদিন বাড়ি পৌঁছাতে। রাস্তায় ভীড় নেই কিন্তু জোড়ে যাওয়ার সুযোগই নেই। চাকার নীচে বরফের কম্বল বিছানো। কখন পিছলে কোন দিকে চলে যাবে গাড়ি তার ঠিক নাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলা।
পথে অনেক গাড়ির বেহাল অবস্থা দেখতে পেলাম। কেউ পিছলে গেছে। কেউ অন্যের সাথে ঠোকাঠুকি লেগে গেছে।
কেউ থেমে গেছে ইঞ্জিন থেমে গেছে বলে। রাস্তা আটকে পরে থাকা সে সব গাড়ির পাশ দিয়ে অতি সাবধানে যেতে হচ্ছিল যেন নিজেও ওদের গায়ে পরে থেমে না যাই।
আর সেদিন সাহায্য পাওয়ার জন্যও অপেক্ষা করতে হতো দীর্ঘ সময়। শীতে জমে যেতে হবে যদি গাড়ি থেমে যায়।
ফ্রিওয়ে রেখে হাইওয়েতে ঢুকলাম ভালো পথ পাওয়ার আশায় অথচ একই অবস্থা সেখানেও সেদিন। অথচ হাইওয়েগুলো সচরাচর চট জলদি পরিচ্ছন্ন হয়ে যায়। ডনভ্যালীর আঁকাবাঁকা প্রিয় রাস্তাটা সেদিন মনে হয়েছিল যমদুতের মতন।
যেন পার হচ্ছি ফুলসেরাতের পুল। দীর্ঘ ষোল ঘন্টার কাজের পর এনার্জি যখন বিছানার সঙ্গ চায় সে সময় তীক্ষ সতর্কতায় গাড়ি চালানো সে এক কুস্তি করার মতন অবস্থা। নিজে থেকে কিছু না করলেও কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে যে কোন মূহুর্তে। এবং বাড়ি ফিরে ড্রাইভওয়ে পরিস্কার করে গাড়ি তুলতে হলো গ্যারাজে। আঙ্গুলগুলো জমে তখন শক্ত হয়ে গেছে।
এ অভিজ্ঞতার পর কাজে গেলাম সবওয়েতে চড়ে। সেদিনও কাজের সময় ছিল দীর্ঘ। প্রতি সময় শেষ ট্রেনটি শেষ হওয়ার আগে কি কাজ শেষ হবে এই ভাবনা মাথায় খেলছিল যত রাত বাড়ছিল সে সময়। যাক শেষ মূহুর্তে ট্রেন বন্ধ হওয়ার আগেই কাজ শেষ হলো । দ্রুত বাড়ি ফেরার জন্য ছুটলাম পাতাল ট্রেনে। প্রথম পর্ব ভালোই কাটল। দ্বিতীয় ট্রেনে উঠার জন্য অপেক্ষা করছি। মাঝরাতে অনেক লোক অপেক্ষার মাঝে এসে জড়ো হলো। ঠিক সামনে যে বগিটি থামল আমরা এক ঝাঁক মানুষ তাতে ঢুকে পরলাম। এবং তারপরই টের পেলাম কি ভয়াবহ দূর্গন্ধ সারা বগি জুড়ে। নামতে গেলাম ততক্ষণে ট্রেন ছুটতে শুরু করেছে। বন্ধ বগির ভিতর নরক যন্ত্রনাময় দূর্গন্ধ। আমরা সবাই অন্যপাশে ছুটতে লাগলাম সবাই নাক ঢেকে নিয়েছে তরপরও মনে হচ্ছে বমি করে দিব বুঝি।
একজন হোমল্যাস বসে আছেন সিটে নির্বিকার তার নিজের গায়ের গন্ধ তাকে একটুও বিভ্রান্ত করতে পারছে না। কিন্তু আমরা এত জন দম বন্ধ করে আছি টিকতে পারছি না, তার গায়ের গন্ধে।
এই মানুষটি বাড়ি পরিবার সব ছিল হয় তো খুব বেশিদিন আগে নয়। কিন্তু এখন সব হারানো সে। অর্থনৈতিক অবস্থা কোথায় যাচ্ছে তার একটা চিত্র। শীত রাতে ট্রেনের উষ্ণতায় কাটিয়ে দেয়ার জন্য ঢুকে গেছেন। এমন হোমল্যাসের সংখ্যা বাড়ছে শহর জুড়ে। সব এলাকায়।
মিনিট দুইয়ের মধ্যে পরের স্টেশন আসতেই আমরা সবাই ছুটে বেরিয়ে অন্য বাগিতে আশ্রয় নিলাম।
নানারকম ঘটনা চলে আসে চলার পথে। ঘটনা বিহীন চলা হয় না।
তবে কাজকাম না থাকলে ধূষর দিগন্তে চোখ রেখে কোন কোন বরফপাতের দিন কফির উষ্ণতায় ঠোঁট রেখে জানালায় চোখ রেখে বসে থাকতে বেশ ভালোলাগে।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা সেলিম আনোয়ার
ভালো লাগল লেখা ভালোলাগার কথা জেনে
ব্লগ ডে তে যাওয়ার ইচ্ছা করে প্রতিবারই। কিন্তু ঠিক সে সময় দেশে থাকা হচ্ছে না বলে যাওয়ার সুযোগ হয় না।
একবার এই সময়টা মনে রেখে দেশে থাকার চেষ্টা করব।
যাদের সাথে এত লেখার বিনিময়ে কথা হয় তাদের সাথে দেখা হওয়াটাও আনন্দের। আপনারা আনন্দ ভাগ করে নেন কাছে থেকে আমি সাথে থাকব দূরে থেকে।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: কাজকাম না থাকলে আপনারা বরফের দিকে তাকিয়ে যেভাবে দিনকে উপভোগ করেন তা সত্যি অসাধারণ।
শুভেচ্ছা রইল।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৯
রোকসানা লেইস বলেছেন: কঠিন কাজগুলো করতে হয় তাই অবকাশের আনন্দটাও দারুণ হয়।
শুভেচ্ছা নিবেন
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
রোকসানা আপা,
মাঝে মধ্য ছুটির প্রয়োজন আছে, বরফ পরছে তার সময়ই এখন। আপনি কয়েকটা দিন বিশ্রাম নিন, পুরোনো ভালোলাগা কোনো বই পড়ুন। ভালোলাগার গল্প উপন্যাসের বই বারবার পড়তেও ভালোলাগে। হুমায়ূন আহমেদের কোনো বই পছন্দের থাকলে আমাকে বলুন আপনার ভাই বইয়ের ডাউনলোড লিংক দিয়ে দেবে। বোন রে, নিজেকে সময় দিতে পারা হচ্ছে জীবনের সবচেয়ে বড় পাওয়া - যেটি আমরা কখনো করিনা। এটিই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল।
টোষ্ট, গরম চা সহ বই নিয়ে বসে দেখুন কেমন লাগে। শুভ কামনা রইলো। ভালো থাকুন।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩২
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ ঠাকুরমাহমুদ
খুব সুন্দর বলেছেন। নিজেকে সময় দেওয়া জরুরী। এবং আমি সেটা খুব আনন্দের সাথে করি। সব সময় কাজের মধ্যেও। আনন্দটা রাখতে হয় নয় তো সব কিছু কঠিন হয়ে যায়।
পড়তে খুব ভালোলাগে। পুরানো বই পড়তে হলে পথের পাঁচালী বা চাঁদের পাহাড়ে সময় কাটাতে ভালোলাগবে আমার নয় তো লোটাকম্বল বা হযবরল বা পাগলা দাশু নিয়ে হাসতেও পছন্দ করি। হুমায়ুনে আমার মন নেই।
পুরানো পড়ার চেয়ে নতুন পড়ার সময় খুঁজি। নিজের ভাবনাগুলো নামাতেও সময় দরকার। সেদিকে বেশি সময় ব্যায় করি। এখানে যে লেখা দেই তার চেয়ে বেশি লেখা অপেক্ষায় আছে বই হয়ে প্রকাশ পাওয়ার সে কাজ গুলো শেষ করছি। এখন পড়ছি মার্গারেট এডউড।
অনেক ভালো থাকবেন। আনন্দে থাকবেন
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর লেখা।
আপা এবার আপনার কয়টা বই বের হবে?
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৫
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। লেখা সহজ কাজগুলো ভীষণ কঠিন ছিল।
এবার না ২০২০ বই মেলায় একটা বই প্রকাশ পাবে আশা করছি।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন আপা
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা কাজী ফাতেমা ছবি
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ইসিয়াক
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
কোন শহরের হোমলেসের কথা বলছেন?
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩
রোকসানা লেইস বলেছেন: হোমলেস, ভিক্ষুক বস্তিতে থাকা মানুষ ফুটপাতে থাকা মানুষ। বলতে শুধু বাংলাদেশ মনে করতাম। অনুন্নত দেশের কথা মনে আসত। কিন্তু পৃথিবীর বহু উন্নত দেশের মানুষ রাস্তায় বাস করে। কোথায় নেই। শুধু একটি দেশ শহরের নাম করে সীমানাটা আটকে দিতে চাইনি। দিন দিন বাড়ছে প্রতিটি উন্নত শহরে এই সংখ্যা। ক্যালিফর্নিয়া থেকে নিউইয়র্ক। ভ্যানকুভার থেকে নিউফাউন্ডল্যান্ড, ইউরোপের দেশগুলো, চীন, রাশিয়া মধ্যপ্রাচ্যের এক বিশাল অংশ আজ গৃহহীন। যাদের সব ছিল।
অর্থনৈতিক মন্দা , যুদ্ধ আনন্দে থাকা খেয়ে পরে বেঁচে থাকা মানুষগুলোর জীবনযাত্রার সীমারেখা প্রতিদিন নিচে নামছে।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২
ঢাকার লোক বলেছেন: সুন্দর সাবলীল লেখা ! শহরের নাম নেই যদিও, উল্লেখিত আঁকাবাঁকা রাস্তাটা যদি পার্কওয়ে হয় তবে শহরটি মনে হয় চিনতে পেরেছি, আমার দেখা সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি । ভালো থাকুন আনন্দে থাকুন !!
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ঢাকার লোক ।
আঁকাবাঁকা রাস্তার কত যে শহরে চলেছি । জলপাইগুড়ি, শিলং, র্দাজিলিং, ক্যালিফর্নিয়া সুসানম্যারি, পেন্সিলভানিয়, শৃমঙ্গল কত নাম বলবো অনেক শহরে অনেক আঁকাবাঁকা পথে চলেছি।
সব সুন্দর গুলাে একটু ভিন্ন একটু অন্যরকম।
আপনিও ভালো থাকুন শুভেচ্ছা
আপনি চিনতে পারলে
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৩
মুকতোিবহংগো বলেছেন: আপনি কি টরন্টো থাকেন? ভালো লিখেছেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা জানবেন।
না আমি সেখানে থাকি না।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
আসোয়াদ লোদি বলেছেন: সিনেমায় দেখা বরফ দৃশ্যের সাথে আপনার দেখা বাস্তব দৃশ্যের পার্থক্য উপলব্ধি করলাম। সুন্দর লিখেছেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১০
রোকসানা লেইস বলেছেন: অনেক ভিন্ন। সিনেমায় তো তৈরি করা বরফ দিয়েও দৃশ্যধারন করা হয়। বাস্তব সম্পূর্ণ অন্যরকম। বরফ আবার একএক সময় একরকম পরে।কখনো তুলার মতন। কখনো গুড়ি গুড়ি শীলাবৃষ্টরি মতন। কখনো বলের মতন। কখনো অনেক বেশি কখনো হালকা।
বরফে পরে দূর্ঘটনা একটা বড় সমস্যা।
শুভেচ্ছা আসোয়াদ লোদি
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: ২০২০ এ যে বইটা আসবে সেটার নাম কি?
আমাকে তো সংগ্রহ করতে হবে। পড়তে হবে। রিভিউ লিখতে হবে।
২১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:১১
রোকসানা লেইস বলেছেন: জেনে খুব আনন্দ পাচ্ছি বইটা সংগ্রহ শুধু না, পড়ে তার রিভিউ লেখার আগ্রহ দেখিয়েছো।
অনেক ভালোবাসা রাজীন নুর।
বইটার নাম আকাশের চিঠি।
আশা করি পাঠে নতুন ভালোলাগা পাবে। তোমার আগ্রহ সার্থক হবে
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ঝরঝরে লেখা !
ভালোলাগা।
২১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:১৩
রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা আপনার জন্যও মনিরা সুলতানা।
অস্ট্রেলিয়া এখন কেমন আছে? অনেক বনাঞ্চল পুড়ল এবছর।
আশা করি সবাই ভালো আছেন
১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: মাঝে মধ্যে আমার নিজের এই গৃহহীন মানুদ হয়ে যেতে ই্চ্ছে করে । কোন ঝামেলা নেই কোন বিকার নেই কারো কাছে জবাবদিহিতা নেই । এমন হতে পারলে ভাল হত ।
১৪| ২২ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫১
রোকসানা লেইস বলেছেন: আছে ঝামেলা অনেক। ইচ্ছেকরে গৃহহীন হয় না অনেকে । খুব কম সংখ্যক মানুষ হয়।
আমাদের দেশে বৈরাগী বাউল সুফি সাধক সন্যাসি এক সময় গৃহহীন হয়ে যেত গৃহেরমায়া ত্যাগ করে।
এক সময় পশ্চিমা দেশে বাড়ি ছেড়ে হিপ্পী হওয়ার নেশা চেপেছিল অনেকের।
গৃহ ত্যাগকরা সহজ নয়
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মতই ভালো লিখেছেন ।
ব্লগ ডে তে আসছেন তো নাকি? নিবন্ধন করেছেন? আমি করেছি।