নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আনমনা সময়

২৪ শে মে, ২০১৯ রাত ১:৪৩




সকালে ঘুঘু গুলো সুর করে ডাকে তারপর উড়ে যায় দূরে। ওদের আসার সময় হয় দুপুর হলে আবার। ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকলে শোনা যায় দুপাশ থেকে ডেকে যাচ্ছে ঘু ঘু ঘু। একজন থামে আরেকজন ডাকে। শব্দটা অদ্ভুত দ্যোতানা তৈরি করে। ডাকাডাকি শেষ হলে উড়াল দেয় দুজনে মিলে, উড়ে যাওয়ার আগে একসাথে পাশাপাশি বসে ঠোঁটে ঠোট রেখে ভালোবাসাবাসি করে। তারপর ডানা মেলে আকাশে । যেতে যেতে বলে যায়, আসব আবার গোধূলিতে গান শোন তখন।
একটু বেলা বাড়লে সূর্যের আলো গাছের উপর থেকে নেমে যখন মাটিতে আলস্যে শুয়ে পরে। তখন মোরগগুলিকে দানা দেয়া হলে উড়ে আসে কয়েকটা কাক। তারা ভাগ বসায় মোরগদের সাথে খাবারে।
কাড়কাড়ি খাওয়া শেষ হলে উড়ে চলে যায় তাদের আর চিহ্ন দেখা যায় না সারা দিন । এদের সাথে আসে কিছু ছোট পাখি চড়াইর মতন কিন্তু নানা রঙ বর্ণ তাদের। এরা আসে আর যায় ফূরৎ ফুরৎ। খুটে খুটে দানা খায় মোরগগুলোর সাথে আর গলা বাজিয়ে ঝগড়া করে। কথায় কথায় এদের ঝগড়া লাগে, সারাদিন খচখচ ঘচঘচ ঝগড়া করছে ডানা ঝাপটিয়ে গলা বাজিয়ে। আবার গলায় গলায় খাতির করছে আহলাদে গলে পরছে। ওদের মনে সারাক্ষণ ব্যস্ততা সারাক্ষণ খুশি খুশি ভাব।



ছবিটা গুগল থেকে দিলাম।

আর আসে ম্যাগপাই রবিনগুলো। কালো সাদা রঙের বেশ বড়সর শরীর নিয়ে বেশি দূর উড়াউড়ি করতে ওদের ভালোলাগে না।
ওরাও মোরগের দানায় ভাগ বসায় আর উড়ে গিয়ে উঁচু পাইনের ঝোপের ভিতর লুকিয়ে থাকে।
ভেবেছিলাম ম্যাগপাই কি মধুর সুরে গান শুনাবে। কিন্তু ওরা যখন বিকট খচখচ খিচ শব্দ গানের সুর ধরল মনে হলো ইস না শুনলেই ভালো হতো। ভাবনায় ভেবে নিতাম মিষ্টি সুরের গান।


তবে সারাদিন তাদের উড়াউড়ি আসা যাওয়ার ব্যস্ততার মাঝে আমার সময়গুলোও ব্যস্ত হয়ে হয়ে উঠত তাদের তাক করে ধরার জন্য। কিন্তু বড়ই অকৃতজ্ঞ পাখিগুলো, খাবার দাবার সাবাড় করছে বিনা হিসাবে অথচ যখনই ক্যামেরা তাক করেছি ওমনি ঝুপের আড়ালে লুকিয়ে পারছে, ধরা দেব না বলে।
সবুজ পাড় দেয়া পাহাড়ের ঢেউ নাচে নীলের আভাষ মেখে। তার নিচে হলুদ সরিষা মাঠ শুয়ে আছে দিগন্তে পাখা মেলে।কখনো লাল লাল ঘাস মাথা তুলে হাসে। এমন দৃশ্য চোখের সামনে । চেয়ে থাকি সারা দিনমান অসাধারন লাগে।
ঝুম বৃষ্টি এলে ছাদের কাঁচে রিমঝিম শব্দের সাথে বৃষ্টি নামে বিছানায় শুয়ে উপভোগ করি বৃষ্টিমুখর খেলা। কখনো নীল আকাশ, মেঘ ভেসে যায় আপন মনে। শুয়ে থাকতে ভালোলাগে অলস হয়ে।
অতঃপর চাঁদ জাগে জোছনায় ভাসে আকাশ একটা দুটো তারা উঁকি দেয়। কখনো মেঘ উড়ে ঢেকে দেয় আলো। শুয়ে শুয়ে তাদের খেলায় মিশে যাই আনমনে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৯ রাত ২:১১

ইব্‌রাহীম আই কে বলেছেন: আনমনে কাটানো সময়গুলো বেশি ভালো কাটে।

২৪ শে মে, ২০১৯ সকাল ৯:২৮

রোকসানা লেইস বলেছেন: কিছু করার তাগদা না থাকলেই মনের সুখে কাটানো যায়

২| ২৪ শে মে, ২০১৯ রাত ২:৪৭

পথিক প্রত্যয় বলেছেন: আনমনে সময় কাটে বেশ

২৫ শে মে, ২০১৯ রাত ১:৩২

রোকসানা লেইস বলেছেন: অনেক সুন্দর পথিক প্রত্যয়
শুভেচ্ছা থাকল

৩| ২৪ শে মে, ২০১৯ রাত ৩:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সময় সুন্দর ভাবনা।

২৫ শে মে, ২০১৯ রাত ১:৩৩

রোকসানা লেইস বলেছেন: সময়গুলোকে সুন্দর করে নিলেই সুন্দর হয়ে যায়।
শুভেচ্ছা মাহমুদুর রহমান সুজন

৪| ২৪ শে মে, ২০১৯ ভোর ৬:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রোমান্টিক জুটি।
পোস্টে +++

২৫ শে মে, ২০১৯ রাত ২:২৯

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন
তাহারা বড়ই রোমান্টিক
মানুষের তাদের অনুসরন করা উচিৎ মনে করি।

৫| ২৪ শে মে, ২০১৯ সকাল ৮:২৮

রাজীব নুর বলেছেন: বিলাসিতা এবং আবেগ।
এদুটাই বেশি হলে ক্ষতি।

২৫ শে মে, ২০১৯ রাত ২:৩২

রোকসানা লেইস বলেছেন: আমার মনে হয় না। বেশি হলে ক্ষতি হওয়ার কোন কারণ দেখি না।
আবেগহীন মানুষ বরং অনেক ক্ষতিকর হতে পারে।
বিলাসিতা নির্ভর করে কে কেমন থাকাকে বিলাসিতা মনে করে তার উপর।
বিলাসিতা নিজের সামর্থে করলে তাতে দোষ দেখি না।

৬| ২৪ শে মে, ২০১৯ সকাল ১১:৫৭

আহমেদ জী এস বলেছেন: রোকসানা লেইস,




আনমনা সময়ের অনুভূতিগুলো আসলেই "আনমোল মতি"র মতো মহার্ঘ্য। পাখীর ডানায় ভেসে ভেসে চলা।

২৫ শে মে, ২০১৯ রাত ২:৩৫

রোকসানা লেইস বলেছেন: সুন্দর বললেন আহমেদ জী এস
শুভেচ্ছা রইল।
আসলে যন্ত্রপাখির ডানায় ভেসে চলে গিয়েছিলাম অন্য দেশে কিছু আনমোল মতি মহার্ঘ্য ভালোলাগা সঞ্চয়ে নিয়ে এলাম।

৭| ২৪ শে মে, ২০১৯ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


কোন দেশের কোন এলাকা?

২৮ শে মে, ২০১৯ রাত ১২:১৯

রোকসানা লেইস বলেছেন: ইহা ফ্রান্স বেলজিয়াম এলাকা

৮| ২৪ শে মে, ২০১৯ রাত ৮:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বহুদিন পরে ম্যাগপাই রবিন নামটা পড়লাম....

পোস্টে ভালোলাগা :)

২৮ শে মে, ২০১৯ রাত ১২:২১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স
হুম আমারও খুব ভালোলাগল তাদের স্বচোক্ষে দেখতে পেয়ে

৯| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:১২

মেঘ প্রিয় বালক বলেছেন: বরাবরের মতই ভালো লাগা লিখনি।

২৮ শে মে, ২০১৯ রাত ১২:২১

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা মেঘ প্রিয় বালক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.