নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলার কাছে তির তির কাঁপছে। কথাগুলো থেমে আছে ওখানে।
মনের ভিতর গুমড়ে উঠে বিসুভিয়াস, সুনামি ভাসিয়ে নিতে চায়
অট্টালিকা, জনপদ, সাজান শহর।
অথচ থমথম নৈঃশব্দ, একা ফেলে দীর্ঘশ্বাস।
দূরন্ত প্রজাপতি হারিয়ে ফেলেছে, ঘাস ফড়িং দিন
চঞ্চল পাখা মেলে উড়তে পারে না বহুদিন,
মাটিতে মুখ গুজে ঘ্রাণ নেয়, কাঁদাখোচার মতন।
যদি কখনো হৃদয় কথা বলে, সে আশায় চেয়ে থাকে।
প্রলম্বিত দিগন্তরেখা সময়, অপেক্ষার যাঁতাকলে পিষ্ট হয়
অনাগত ক্লান্তিকাল, মুখ বুজে উতলায়, জটিল থেকে জটিলতর
আসা যাওয়ার ভাড়ে,স্বপ্ন প্রণয়ন গুমটিঘর।
যেতে হবে বহু দূর, একা অথবা সঙ্গীসহ
মূখ্য: শুধুই যাওয়া এবং বৈচিত্র চড়াই উতড়াই বা সমান্তরাল।
স্মৃতির বোঝা দাঁড়িয়ে যাবে পিঠের উপর একের পর এক।
ক্লান্তিতে চোখ বোজা চলবে না হাঁটতে হবে শেষ পর্যন্ত
অসুরের শক্তি নিয়ে। সাথে থাকুক ঘিরে সুনামি, কথা না বলা অগ্রন্থিত
শেষ কাব্যর প্রত্যাশা.....মুক্ত ঘাসের বনে নির্জলা একা মনের চলা...
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬
রোকসানা লেইস বলেছেন: অদ্ভুত এক মরীচিকা এ জীবন
শুভেচ্ছা স্বপ্নের শঙ্খচিল
২| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৪
ল বলেছেন: যেতে হবে বহুদূর,সঙ্গীহীন অথবা সঙ্গীসহ
মূখ্য: শুধুই যাওয়া
এবং বৈচিত্র চড়াই উতড়াই বা সমান্তরাল।
কবিতায় ভালোলাগা --- শুভ নববর্ষ!!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ল
শুভেচ্ছা আপনাকেও
৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: শুভ হোক নতুন বছর ২০১৯ ।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। শুভ হোক তোমার জন্যও নতুন বছর
৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
চাঙ্কু বলেছেন: শেষ কাব্যর প্রত্যাশা.....মুক্ত ঘাসের বনে নির্জলা একা মনের চলা - সেইরাম কথা!!
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ চাঙ্কু
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ২:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ....মুক্ত ঘাসের বনে নির্জলা একা মনের চলা...
........................................................................
একাকাী চলায় ক্লান্তি নাই,
জীবনের প্রবেশ একা
যেতেও হবে একা ।