নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ঈশ্বর এসেছিলেন আমাদের অন্ধকার আচ্ছন্ন দরিদ্র ঘরে।
সুখ উপুড় করে ঢেলে দিয়ে গেলেন।
সুখ গুলো নিয়ে আমরা হুটুপুটি লুটপুটি খেলছি
অনেক দিন অনাহারে থাকা জীবন
ক্লিষ্ট দারিদ্রতায় জর্জরিত।
নেই নেই শুনে সারাদিন কাটে।
পথের চামড়া উঠা নেড়ি কুকুরের মতন,
চারপাশ থেকে দূর দূর খেই খেই শব্দ বাজত আমাদের দিকেই,
টানাটানি কাড়াকাড়ি করে ভাগ বসাতাম।
নাড়ি কামড়ানো ক্ষুধা, সারাক্ষণ লেগে থাকে যেমন শরীরে, তেমন মনে
ঝগড়া লেগে যেত ভাগের হিস্যা নিয়ে- সকাল সন্ধ্যা বিকাল রাতের পার্থক্য না করে।
সুস্থির হয়ে বসার সুযোগ ছিলা না।
সব সময় অভাবের তাড়না তাড়িয়ে নিয়ে যেত।
স্বপ্ন নামের রাজকন্যা মেঘের দেশ থেকে হাসত, উপেক্ষার হাসি
তবু তার দিকে নির্লজ্জের মতন চেয়ে থাকি
বেসামাল টালমাটাল হয়ে যাই নেশায় চুরচুর
চোখ ফিরাতে পারি না। লোলুপ আকাঙ্খায় পেতে চাই আলিঙ্গনের ভিতর।
হঠাৎ পাওয়া সুখ আমাদের উন্মাদ করে দিল
আমরা যেমন ছিলাম অভাবী
টানা-হ্যাঁচড়া স্বভাব।
আমাদের হুটুপুটি আনন্দ এক সময় কাড়াকাড়িতে পরিণত হলো।
আমাদের হাসি মিলিয়ে গেল
হিংস্র চাহনি নিয়ে একে অন্যের গায়ে আঁচড় দিতে লাগলাম।
চুল উঠে গেল হাতের মুঠিতে,গালের মাংস নখের ভিতর
হাত পায়ের প্রচণ্ড জোড় দিয়ে, আঘাত চলতে লাগল অন্যের শরীরে
কখনো দাঁত বসে গেল কাঁচা মাংসে, নরখাদকের চেহারা নিয়ে
ভয়ঙ্কর আমরা মুখ ভর্তি রক্তের লিপিষ্টিক ঘষে নিলাম।
একসময় ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে ঈশ্বরের দেয়া সুখগুলো, উড়ে গেল আমাদের ছেড়ে।
আমাদের তখন আর দাঁড়াবার শক্তি নাই
প্রচণ্ড ব্যাথায় কুঁকড়ে যেতে থাকল শরীর,
স্তিমিত অষাড় দেহগুলো
পরে রইল- বেওয়ারিশ লাশ হয়ে
সুখ ভাগবণ্টনের কাড়াকাড়িতে।
২২ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা বৃষ্টি বিন্দু
২| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
মার্চেন্ট অব ভেনিসের ইশ্বর, যা দেয়, তার থেকে বেশী ফেরত নিয়ে যায়।
২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪১
রোকসানা লেইস বলেছেন: তাই অভাবি মানুষের আচরণও সাহায্য করে
৩| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৪৮
কাইকর বলেছেন: ভাল লাগলো পড়ে।শব্দচয়ন অনেক ভাল।আমি ব্লগে নতুন।একজন ছোটখাটো গল্পকার। সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো।
২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯
রোকসানা লেইস বলেছেন: স্বাগতম কাইকর। ধন্যবাদ কবিতা ভালোলাগার জন্য।
অবশ্যই পড়ব
৪| ২০ শে মে, ২০১৮ রাত ১০:০৮
সফেদ বিহঙ্গ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।পড়ে ভাল লাগলো।
২৩ শে মে, ২০১৮ রাত ৩:৩৭
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সফেদ বিহঙ্গ
৫| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৩৫
সনেট কবি বলেছেন: বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন কবিতার পংতি মালায়।
২৩ শে মে, ২০১৮ রাত ৩:৩৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সনেট কবি
৬| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দারিদ্র্য নিপীড়িত জীবনের বাস্তব চিত্র ।
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সেলিম আনোয়ার
৭| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
এত দিন কোথায় ছিলেন?
২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রইল।
ঘোরাফেরার মধ্যে আছি তাই অনলাইনে আসা হচ্ছে না বেশী
৮| ২৩ শে মে, ২০১৮ রাত ২:৩৫
স্ব বর্ন বলেছেন: বাস্তবতার কাছাকাছি থেকে ফিল করেছি অনেক ভালো লেগেছে।
০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা স্ব বর্ন
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
ইসমাঈল আযহার বলেছেন: কষ্টেরা বাস করে আমাদের চারপাশে।
সুখের বাস স্বর্গে। তাইতো আজ ঘনঘন বেদনায় নীল হই।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪
রোকসানা লেইস বলেছেন: এই নীলের মাঝেই জীবন যাপন চলুক সুখ পাখা মেলুক
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: "হঠাৎ পাওয়া সুখ আমাদের উন্মাদ করে দিল" - কবিতার মাঝখানের এই লাইনটাই কবিতার ভরকেন্দ্র। কবিতা ভাল লেগেছে + +
তবে কবিতায় কিছু বানান ভুল রয়েছে, সম্পাদনা করে নিলে ভাল হয়। যেমনঃ
"স্থিমিত অষাঢ় দেহগুলো" - সঠিক বানান হবে "স্তিমিত অসাড় দেহগুলো"। তেমনি,
"ন্যাড়ি কুকুরের মতন" < < "নেড়ি কুকুরের মতন" হবে।
"হিংস্র চাহুনি" < < "হিংস্র চাহনি" হবে।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান।
ঠিক করে দিলাম।
ভুলগুলো অনিচ্ছায়, জড়িয়ে থাকে আমাকে।
১২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৭
রোকসানা লেইস বলেছেন: সাথে আরো কিছু ভুল পেলাম বানানে। ঠিক করে দিলাম।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৮ রাত ৮:২৯
বৃষ্টি বিন্দু বলেছেন: অমেক বেদনাময় সত্য।
পড়ে যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম।