নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন পর তার সাথে দেখা হলো। এতদিন অভিমান করে কোন অন্ধকারের আড়ালে লুকিয়ে ছিল নিজেকে অন্ধকারে নিয়ে গেল সাথে আমার চারপাশ রেখে গেলো অন্ধকারের সীমানায় বেঁধে।
সকাল দুপুর বিকালে কোন রঙ থাকে না কেবল আঁধারের সুরমা রঙের আঁচল জড়িয়ে ফুপিয়ে কাঁদে। কখনো কান্না বাঁধ মানে না ডুকরে উঠে অথৈ জলের ধারা বয় আকাশের চোখ বেয়ে। জমাট ব্যাথায় হিম হয়ে বসে থাকি মনখারাপ নিয়; চারপাশ মাঠ জমিন গাছ, নদী সাথে করে।
আমার মন গোমট অন্ধকার হয়ে থাকে তার বিরহে। আমি নিশ্চুপ হয়ে থাকি। কোন কাজে মন বসে না অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘ হয়। এ যেন মৃত্যুর শীতল সময় । কোন কাজে মন উঠে না। উচ্ছাস আনন্দ হয় না শুধুই বিরহ গাঁথা করুন সুর তুলে বয়ে যায়।
দিন তবু চলে আপন মনে। জীবনের প্রয়োজনে অনিচ্ছায় চলতে হয় মনের অন্ধকার সাথে করে। বিষাদ ছড়ানো ভাব নিয়ে।
মাঝে মাঝে মনে হয় সে যেন চিরতরে হারিয়ে গেছে সীমানার ওপর পারে বিরহের কাল আর কখনো কাটবে না। এই বিরহকাল আর কোনদিন শেস হবে না। এই আঁধার জীবন ঘিরে থাকবে শেষ নিঃশ্বাস পর্যন্ত।
তার অভাবে সব কিছু কেমন মিইয়ে যায় দিনে দিনে।
যে চলে যায়, সে জানে না তার অপেক্ষায় প্রিয়তম কেমন কষ্টে থাকে। সে থাকে তার নিজের ভাবনায় বিভোর। নিজের মতন পথ চলায় ব্যাস্ত। হয় তো বা সে ভাবে কিন্তু জানা হয় না তার কথা, দেখা হয় না বলে।
ঘরের কোনে বসে কেবল অপেক্ষার পালা দীর্ঘ হয়। কোন কাজে মন উঠে না। সময়গুলো হয়ে যায় হেলাফেলার। কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতে পারলেই ভালোলাগে। অথচ জীবন বড় কঠিন ছুটতে হয় তবু অনিচ্ছার ইতিহাস বোঝা বয়ে।
আজ সকালে চোখ মেলেই তার সাথে দেখা হয়ে গেল । এত দিন পর তার ফিরে আসার সময় হলো। ঝলমল করে উঠল রঙিন সকাল তার আগমনে।আলোয় আলোয় উদ্বাসিত হলো চারপাশ, হিম শীতল ক্লান্তিগুলো কেটে যাচ্ছে আমার মন ও শরীরের। পাখিরাও ডানা মেলে উড়ছে তার দেখা পেয়ে। বরফগুলো ঝরে যাচ্ছে গাছের উপর থেকে চালের উপর থেকে তার ছোঁয়ায়। বরফগলা নদীর পথ বেয়ে আমি ছুটছি আজ সারাদিন তার সাথে তার আদর, চুমু আর উষ্ণতা মেখে ঘুরছি সারা দিন ভালোলাগার ছোঁয়ায়।
রোদ্দুরের গল্প আজ সারাদিন অনেকদিনের পরে ভালোবাসার সাথে হলো দেখা।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা মোঃ মঈনুদ্দিন
২| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
রকি বিশ্বাস বলেছেন: শক্ত করে বেঁধে রাখুন , যেন আবার হারিয়ে না যায় ।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯
রোকসানা লেইস বলেছেন: বেঁধে রাখার কোন উপায় নাই সে নিজের আনন্দে আসে যায়। সে হারিয়ে গেলে শুধু আমি না পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৩
সৈয়দ তাজুল বলেছেন: গল্পে ভালবাসা লেপ্টে দিলাম; ভালো থাকুন।
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল আপনিও ভালো থাকুন
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা রাজীব
৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপা, একটু কথা ছিলো।
আপনি কি আমাকে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন কিংবা আমার ইমেইলে একটা খালি ইমেইল করবেন প্লিজ
[email protected]
৬| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
রোকসানা লেইস বলেছেন: আচ্ছা ইমেল করব।
©somewhere in net ltd.
১| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: শুভেচ্ছা জানবেন আপনার সুন্দর গল্পের জন্য।