নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বেহিসাবী

১০ ই মার্চ, ২০১৮ রাত ৩:৪২

আজ কাজে মন নেই আজ কথা বলা দিন কথার জানলা খুলে দিলাম। এসো কথা বলে যাও ইচ্ছে মতন।
এমন ঘন মেঘের ভেলায় ভেসেভেসে মুখোমুখি চোখের ভিতর চোখ রেখে কথা বলি অরিবত
ভুলে যাই চারপাশ সিন্দাবাদের গল্প যত, চুমুক দিয়ে কফির কাপে।
লাল মাটির গন্ধ লয়ে হৃদয় জাগুক তুমুল আলোড়নে।
একদম অন্য রকম।
হিসাব খাতায় লেখা থাকুক, আজকের দিন বেহিসাবী।

ঝলমলে এবং গুমড়োমুখো দুটোই সাজুক পাশাপাশি, যেমন সাজে বিয়ের কনে হাসি এবং কান্না লয়ে।
ঝড় এবং হাসি হুল্লোড় উড়ুক ডানা হাওয়ায় মেলে, নীল এবং লালের সাজে হলুদ কিংবা সবুজ মেখে।
জড়িয়ে থাকা কথা গুলো তুলুক তুফান নয় তো বৃষ্টিধারা স্নিগ্ধমায়ায় অবিচল জোছনা হাওয়ায়-
বিদ্যুতের ঝিলিক হয়ে কেটে যাক বুকের অতল
অচেনা নতুন রূপে।
নিরবতায় থাকব যখন গাঁথব মালা স্মৃতিচারণ কথার বুনন আজকে দিনের

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে এমন বেহিসেবি দিনগুলোই জীবনকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

রোকসানা লেইস বলেছেন: ঠিক বলেছেন বেহিসাবী দিনের মজাই আলাদা।
শুভেচ্ছা সাদা মনের মানুষ

২| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: বেহিসেবি চলেই তো আজ আমি নির্বোধে পরিনত হয়েছি।

১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৮

রোকসানা লেইস বলেছেন: আমার মনে হয় উল্টো হয়েছে তুমি বুঝতে পারছো না।

৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

জাহিদ অনিক বলেছেন:


বড্ড ভালো হয়, দুই একটা দিন হিসেব না করে চললে, ঘড়ির কাটা না দেখে চলতে পারলে।

কবিতা খুব সুন্দর হয়েছে

৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৩:২১

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা জাহিদ অনিক
বেহিসাবী চলুক সময়

৫| ১৪ ই মার্চ, ২০১৮ ভোর ৫:২৪

মলাসইলমুইনা বলেছেন: আপনার কবিতাটা পড়ে যে কেনো এতো শান্তি শান্তি লাগলো ঠিক বুঝতে পারছি না | বেহিসেবী হবার আনন্দে পাগল হতেও ইচ্ছে করছে মনে হয় ! হা বেহিসেবীও, মহা বেহিসেবী একদিনের জন্য | ভালো থাকবেন |

৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪০

রোকসানা লেইস বলেছেন: হা হা হা বেহিসাবী হবার মজা অনেক হয়ে যান বেহিসাবী একদিনের জন্য হলেও।
কবিতা শান্তি দিতে পেরেছে জেনে আমারও শান্তি লাগছে
শুভেচ্ছা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.