নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কি ফিরতে, পারি আগের মতন সেই সময়ে
ইচ্ছে হলেই খেলতে পারি এক্কা দোক্কা গোল্লাছুট।
হাওয়াই মিঠাইর রঙিন সুখ, মুখ ভর্তি কুলফি নিয়ে
লেবেনচুসের রস জড়িয়ে সুখের পাখি পায়রা হয়ে।
আড়ি দিবো সখির সাথে পুতুল বিয়ে ভাঙ্গল বলে।
ঝগড়া হবে মন কষাকষি, অস্থির বুক কথা বলার।
ফিকফিকিয়ে উঠব হেসে আবার মাঠে দেখা হলে
জড়িয়ে নেব বুকের মাঝে কিছু হয়নি কাল সন্ধ্যায় ।
হাত ধরাধরি রঙিন চুড়ির গল্পগাঁথা করতে গিয়ে
অকারন হাসির হুলুসস্থুল আকাশ ছোঁব ভালোবাসায়।
মার্বেল আর ডাঙ্গুলি, খেলতে গিয়ে আঙ্গুল ভাঙ্গা
ঘুড়ির পিছে ছুটতে ছুটতে কামরাঙ্গা মুখ আরো রাঙ্গা
হাওয়াই মিঠাই চিনির পুতুল, মন উচাটন মেঘের দুপুর
বৃষ্টি ভেজা পাখির মতন ছোট ছোট স্মৃতির নুপুর
ইচ্ছে হলেই যায় না যাওয়া আর কখনো সেই সময়ে
ইচ্ছে হলেই যায় না পাওয়া হারিয়ে যাওয়া মানুষ ফিরে।
ইচ্ছে হলেই আগের মতন ভাইবোন সব এক বিছানায়।
বাবা মায়ের আদর পেয়ে, বড় হওয়ার দিন গুনি না।
মনের মাঝে ধরে রাখি, ভালোবাসায় সময়গুলো স্মৃতির পাখি
ছড়িয়ে দেই নতুন যুগের নতুন মনে, প্রাণবন্ত সুখের কথা
এগিয়ে যাওয়ার নিয়তিটা মেনেই চলি ভালোবেসে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫
রোকসানা লেইস বলেছেন: ইচ্ছে হলেই আর ফেরা যায় না আগের সময়ে। সামনের দিকেই চলতে হয় নতুনের সাথে
অনেক শুভেচ্ছা রইল জাহিদ অনিক
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
সব সম্ভব! পুজিবাদের দানবটাকে ঘুমিয়ে দিলে সব সম্ভব! ওটাই সব খেয়েছে!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯
রোকসানা লেইস বলেছেন: অনেকদিন পরে ভ্রমরের আগমন আমার বাগানে।
নাহ সব সম্ভব নয়।
পুজিবাদ সামন্তবাদ কোন বাদের হাত নেই পেরিয়ে যাওয়া সময়ের কাছে ফিরিয়ে নেয়ার
শুভেচ্ছা থাকল
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পেলাম।
সুন্দর কবিতা। তীব্র আবেগ না থাকলে এমন কবিতা লেখা সম্ভব না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
রোকসানা লেইস বলেছেন: আবেগ না থাকলে কোন লেখাই সম্ভব না। আর শুধু আবেগ দিয়েও লেখা হয় না।
সবচেয়ে বড় কথা কবিতাটি তোমার ভালোলেগেছে এটা জেনে আমারও অনেক ভালোলাগছে। সৃষ্টির আনন্দের সাথে থাকার জন্য অনেক ভালোলাগল।
শুভেচ্ছা
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
আগের মত সুন্দর জীবনে সহজে ফিরতে পারা যায় কি ?
কেও পারে কেও তা পারেনা ।
এদিকে এসে গেছে পহেলা ফাল্গুন
আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭
রোকসানা লেইস বলেছেন: ফেলে আসা দিন কেউ ফিরতে পারে না। দিনগুলো সাথে নিয়ে চলতে হয় । কেউ রাখতে পারে কেউ পারে না। কেউ বড় বেশি স্মৃতিকাতর হয়।
বরফে ডুবে থেকেও বসন্তের উত্তাপ অনুভব করছি
... তোমার বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বন্ধু বসন্ত বাতাসে...
ওখানে বসন্ত আসছে
এখানে তুষার ঝরছে
গোলাপ কোথাই পাই?
হাউ এ্যবাউট আমিই
গোলাপ হয়ে যাই
তোমাকে দিব বলে।
-রোকসানা লেইস
বাসন্তী এবং ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা থাকল
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৬
ডঃ এম এ আলী বলেছেন: দারুন হয়েছে কবিতা
বাসন্তি শুভেচ্ছা রইল
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২২
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী
৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২
খায়রুল আহসান বলেছেন: "ইচ্ছে হলেই যায়না যাওয়া আর কখনো সেই সময়ে
ইচ্ছে হলেই যায়না পাওয়া হারিয়ে যাওয়া মানুষ ফিরে" - খুব সুন্দর করে একটি অমোঘ সত্যবাণী উচ্চারণ করেছেন।
মানুষ স্বভাবগতভাবে স্মৃতিকাতর, বিশেষ করে তার শৈশবকে নিয়ে।
২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল আহসান
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ সুন্দর আবেগের কবিতা।
ইচ্ছে হলেই হয়ত ফেরা যায় আগের মতন-- হয়ত আবার এক বিছানায় সবাই মিলে একভাইবোণ-
হয়ত কিছুই হয়নি আগের সন্ধায়--
অনেকগুলো চাওয়া--
ভালো লাগলো।