নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পথের শেষে একটা নদী; সেখানে সমতল ভূমির পাশ দিয়ে
জলভূমি হরিৎ হরিয়ালের খেলা।নান্দনিক শিল্পকলা আঁকা আছে
অথচ ভয়ের শিহরণ চোখ জুড়ে মন জুড়ে
দিগন্ত থেকে যেন ভেসে আসে হৃদয় স্তব্ধ করে দেয়া পিশাচ ধ্বনী।
স্যুররিয়ালিস্টিক পরাবাস্ত, ক্যামোফ্লাজ হয়ে যায়-
নাভী এবং চোখের আকৃতি মিলে, বদ্বীপ বা নিতম্বের ভাজ ত্রিভঙ্গ জলতরঙ্গ
শুন্য অনুভবের অস্তিত্বহীন কথার সুর লহর তোলে।
এক পা দুপা হলুদ পা শালিক হাঁটে উঠোন জুড়ে।
কৃষকের ঘরে নিদারুন খরা।
বলসেভিক কাফকা বোদলেয়ার আকাশ এবং মাটির গানের মতন
অথবা রেনেসা সময়; মৃতমাছের চোখে তাকিয়ে থাকে।
অগুনতি অপুষ্টি নিরাভরণ শিশু, ক্ষত বিক্ষত চেহারা মানুষ,
ভাঙ্গা হাড়, কাঠামো।
এমন কিছু ঢেউ জাগে না, খাদ্য ভাণ্ডার বা তন্তু শিল্পে।
কেবল নির্বোধ কিছু মানুষ ভাইরাল করে ফেলে; এই সব মুখের ছবি বা
সমতল ভুমির আদিবাসীর গৃহ পুড়ানোর ছবি।
উচ্ছেদ হওয়া গৃহহীন নির্যাতিত মানবতা।
গলিত সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ বছর জুড়ে।
চমৎকার! চলুক না এমন কিছু গোপন অভিলাসের খেলা।
সরিসৃপ চলার পথ বা চিন্তার এমন কিছু ব্যাতিক্রম হবে না।
আরো একটি সূর্য বৎসর শুরু হলে।
পৃথিবীর আনাচে কানাচে লোলুপ জিহ্বা ছোবল হানবে ক্ষমতার তাণ্ডবে।
কিছু গৃহহীন মানুষ আবাসের আশায়; অপেক্ষা করবে খোলা আকাশের নীচে।
অথচ ছিল সব কিছু, সাজানো গৃহ এবং ভালোবাসা, হাসি।
খুঁজবে অচেনা পথ আবার জীবন ঘর সাজাতে।
নতুনকে বরণের আয়োজনে ক্ষমতালোভী, করবে কি অঙ্গিকার।
শান্তির কামনা বিশ্ব জুড়ে,
হৃদয় পুড়ানো মানুষকে বরণ করবে ফুলের পাপড়ি ছড়িয়ে।
আমার ভালোবাসা প্রার্থনা, আগামী সময় জুড়ে পৃথিবীময় শান্তি জন্য।
২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৫
রোকসানা লেইস বলেছেন: জানি আমরা আমজনতা আর কি করতে পারি ভালোর আশা ছাড়া।
দুষ্টরা শুধু দেশ নয় সমাজ পরিবারিক ভাবেও সুস্থ এবং সুন্দরের অবদমন করে চলেছে।
কিভাবে যেস তাদের দখলে চলে যায় সব কিছু।
তবু শুভ সুন্দর হোক নতুন বছর।
ভালো থাকুন আপনিও
শুভেচ্ছা ২০১৮ সালের
৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:১২
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা তোমার জন্যও।
কবিতা কেমন লাগল
৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪
সাইন বোর্ড বলেছেন: মানবিক ভাবনা, বেশ লাগল ।
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
বিশ্বের বেশীর ভাগ দেশে গলাকাটা ক্যাপিটেলিজম চালু হয়েছে, দুষ্টরা ক্ষমতা ও সম্পদের মালিকানা কেড়ে নিচ্ছে।