নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিথর ঘুমের মতন সময়গুলো মেঘের চাদরে মুড়ে আছে।
খই রঙা হাঁস হারিয়ে ফেলেছে সীমানা। কাঁদছে করুণ স্বরে।
বেলা অবেলার কথা বলা, নীল খামের চিঠি বহুদিন পরে এলো
উদাস সময়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে।
একরাশ অভিমান দুচোখে বন্যা নামাতে চায়।
অথচ ব্যস্ত সময় ককটেল হুলুস্থুল।
সময় বয়ে গেছে বহুদূর;
চড়া পরা নদী একা বালুকার সরোবর।
তুমি পরে আছো ছন্দহীন।
এমন অবেলায় মনে পরল তোমার!
ঘুমকে কাছে ডেকে নাও শান্ত দীঘি হয়ে যাও।
আমি নিথর সময়েও উড়ছি বলাকা ডানায়
খইরঙা হাঁসটিকে পথ খুঁজে দিব বলে।
কান্না এবং কথাগুলো জমা থাক এখন
কখনো সময় পেলে উষ্ণতায় বরফ গলানো যাবে।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
জাহিদ অনিক বলেছেন:
তবুও তো অনেকদিন পরে নীল খাম এলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১
রোকসানা লেইস বলেছেন: নীল খাম হৃদয়ে এক অনুভব মনই শুধু জানে
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৬
নূর-ই-হাফসা বলেছেন: অসময়ে এসেছে তাই ঐ চিঠি জলে ভাসিয়ে দিন ।
কবিতা ভালো লেগেছে ।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
রোকসানা লেইস বলেছেন: কাবিতার জন্যই এ চিঠি কবিতার গায়ে লেপটে থাকবে।
শুভেচ্ছ রইল
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: অসময়ের চিঠি ভালো লিখেছেন++++
শুভ কামনা রইল।
২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩
রোকসানা লেইস বলেছেন: ভালো লাগল জেনে আপনার ভালোলেগেছে
শুভেচ্ছা শাহরিয়ার কবীর
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: সুন্দর ++