নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাটা আগে দিয়েছিলাম অনেক আগে। নতুন ব্লগার যারা দেখেননি আগে, একটা নতুন বিষয়ে জানতে পারবেন মনে করে আবার দিলাম।
আশা করি ভালোলাগবে...........
হ্যালুয়িন এক অন্যরকম উৎসব
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০
রোকসানা লেইস বলেছেন: তাই দেখছি মুছে দিতে চাইছিলাম লিঙ্কটা কি ভাবে এ্যাড করব বলত।
২| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনে হয় লিংক ঠিক হয়নি।
৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৮
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ ভুতের আছড় পরেছিল হে হে হে।
এবার ঠিক হয়েছে
৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এইটা আপনার জন্য। একটা থিম পার্কের হ্যলোইন উৎসবে।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০০
রোকসানা লেইস বলেছেন: হা হা হা ধন্যবাদ
৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: লিংকটা নতুন করে আবার দিন আপা।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
রোকসানা লেইস বলেছেন: ঠিক করে দিয়েছি। "হ্যালুয়িন এক অন্যরকম উৎসব" লিঙ্কটা দেখ
তুমি হয় তো আগেও পড়েছো লেখাটা
শুভেচ্ছা
৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৭
দি রিফর্মার বলেছেন: বাঙ্গালীর মাথায়ও হোলউইনের ভূত ভর করেছে। এবার ঘটাকরে অনেক জায়গায় উৎযাপিত হচ্ছে। বাঙ্গালীকে একবার ভূত ধরলে তা ছাড়ানো কঠিন।বাঙ্গালীর মাথায়ও হোলউইনের ভূত ভর করেছে। এবার ঘটাকরে অনেক জায়গায় উৎযাপিত হচ্ছে। বাঙ্গালীকে একবার ভূত ধরলে তা ছাড়ানো কঠিন।
৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
রোকসানা লেইস বলেছেন: ভালো বলেছেন ভুত কদিন জড়িয়ে রাখবে কে জানে।
অনুকরণ প্রিয় জাতি সবার সব কিছুই করতে ভালো লাগে।
কিন্তু কি কারণে হ্যালুয়িন করছে কেন হ্যালুয়িন হয় সে বিষয়ে ধরণা নেই।
এটা তো একটা ধর্মিয় উৎসব।
শুভেচ্ছা রইল
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: ঢু মাইরা আইলাম!!!
ওউগ্গা লাইকো দিয়া আইছি!!
৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
রোকসানা লেইস বলেছেন: তাই নাকি ?
মনে হয় ভুল হয়েছে। আমি নোটিফিকসন পাইনি।
একটু সমস্যা আছে অবশ্য খুঁজে পাওয়ায়
বিলিয়ার রহমান রিয়াজকে আমি পেয়েছি
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৩
মোস্তফা সোহেল বলেছেন: লিংকটা ঠিক মত আসেনি।ঠিক করে দিন।