নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ছুটতে ছুটতে যেতে হবে।
কতটা দূর... যার কোন পরিমাপ নেই।
এই ছুটাই তো জীবন চলা।
আচ্ছা... তাহলে
জীবন পর্যন্ত যা কিছ করা হবে.. ততটুকু
এই পরিমাপ।
সব কিছু এত মাপতে হবে কেন।
আমি এখন ম্যাপেলের লাল পাতায় হারাব......
কত সময় তার সীমা বাঁধব না।
এই হারানোটুকু সঞ্চয়
এই সঞ্জীবনী মন্ত্র-সুধা খুব বেশী কেউ পেতে চায় না
কাল রাতে, জ্বরে যে গা পুড়ছিল.. এখন শুয়ে থাকার সময়, বিশ্রাম নেয়া জরুরী।
এমন বড় কিছু নয়-
মন থেকে মনের বাইরে বেরিয়ে পরার শক্তি সে শুধু মনই দিতে পারে
গরম হওয়া শরীর বা ব্যাথার যন্ত্রনাগুলো রোদের আলোয় ধুয়ে নিব।
হাওয়ায় উড়িয়ে দিব সোনালি কষ্টগুলো---
ঘাস ফড়িংয়ের সঙ্গম দেখে উদ্দীপ্ত হবো নীল আকাশের নিচে
সময়ের পরিমাপ কেউ দিতে পারবে না
তাই রঙ্গিন প্রজাপতির পিছু উড়ি আপনমনে
জল সমুদ্রের প্রতিধ্বনী, পৌরানিক কথা বলে
হৃদয়ের বালুচড়ে তাদের ধরতে চেষ্টা করি ঝিনুক কুড়ানোর মতন।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৯
রোকসানা লেইস বলেছেন: অনেক ভালোলাগল শক্তি যোগাতে পারলাম বলে অন্তত একজনের মনেও যদি ছড়িয়ে পরে ভাবনাটা সার্থকতা সেখানে।
সব কিছু পজেটিভ দেখার চেষ্টা করি।
কেমন আছো ভ্রমরের ডানা, চোরদের বেরসিকতা থেকে মনের তিক্ততা কমেছে?
শুভকামনা রইল
২| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!!
ঝিনুক কুড়ানোর মত করে জীবন সঞ্জীবনী সঞ্চয় ।
লেখায় ভালোলাগা !!!
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫১
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা মনিরা সুলতানা
আমার পক্ষ থেকে অনেক ভালোলাগা আপনার জন্য
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৭
রোকসানা লেইস বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা (:হাসু মামা
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৯
মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা |খুব সুন্দর | কথামালার ঠাস বুনোনিতে বুনেছেন হারিয়ে যাবার ঠিকানা !
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৬
রোকসানা লেইস বলেছেন: ভালোলেগেছে জেনে আমারও ভালোলাগল।
শুভেচ্ছা ভালো থাকবেন সব সময় মলাসইলমুইনা
৫| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৬
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৫
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে ঠ্যঠা মফিজ
৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
তোমার কবিতা পড়ে মন এখন বেশ ভাল আপু। একটা রোমান্টিক কবিতাও লেখেছি। এটা এখনো চুরি হয়নি। তোমার এই কবিতা বেশ শক্তি দিয়েছে! আমি কৃতজ্ঞ।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২
রোকসানা লেইস বলেছেন: বাহ দারুণ। পড়তে আসব।
ভালো থেকো অনেক
৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
মন থেকে মনের বাইরে বেরিয়ে পরার শক্তি সে শুধু মনই দিতে পারে
কবিতায় মুগ্ধ , এটি পাঠে মনে হল বেশ আনেক তত্বকথা কবিতায় ঝরে ।
অনেক শুভেচ্ছা রইল
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫
রোকসানা লেইস বলেছেন: কবিতার তত্বকথা পাঠকই আবিস্কার করতে পারেন ভালো।
জেনে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা থাকল অনেক ভালো থাকবেন
৮| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
খায়রুল আহসান বলেছেন: মন থেকে মনের বাইরে বেরিয়ে পরার শক্তি সে শুধু মনই দিতে পারে - চমৎকার একটা কথা বলেছেন।
কবিতার কাব্যিকতায় মুগ্ধ, বিশেষ করে শেষ ছ'টি চরণের।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম!
শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
মন থেকে মনের বাইরে বেরিয়ে পরার শক্তি সে শুধু মনই দিতে পারে
গরম হওয়া শরীর বা ব্যাথার যন্ত্রনাগুলো রোদের আলোয় ধুয়ে নিব।
- চমৎকার কবিতা। কবিতায় শক্তি পেলাম! ধন্যবাদ কবি!