নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে করে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৯



ইচ্ছে করে, সূর্যমুখির একটা ক্ষেত বানিয়ে
রঙ তুলি ক্যানভাস দিয়ে ভ্যান গগকে সেখানে ছেড়ে দেই।
বাতাসের ঝংকার মিশে যাক ছবির আলপনায়।
পাখির কোলাহলে, ফুল চোখ মেলে দেখুক-
নীল আকাশ ভরা সূর্যের চকমকি ভালোবাসা।
ইচ্ছেরা গুমড়ায় বুকের গহীনে-
হাওয়ায় ডানা মেলে, ভিনসেন্ট খুঁজে নিত নির্ভরতা।
কোমর দুলিয়ে রমনীরা তুলছে ফসল
আড় চোখে দেখে দৃপ্ত তুলির টানে জীবন্ত ক্যানভাস।
অথচ মন ছুটে যায় শুঁড়িখানার, ধূষর মরিচীকায়।
ইচ্ছেরা কেঁদে মরে জলপাই বনে......
যদি আমি পারতাম।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো ইচ্ছে প্রকাশ, ভালো লাগা রইলো

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা নঈম জাহাঙ্গীর নয়ন
ইচ্ছেরা তো মনের মাঝে কত রকমের স্বপ্ন বুনে তাই বলে দিলাম আর কি

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা লেখার আগে কয় মগ সৈয়দ শামসুল হক খেয়েছিলেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

রোকসানা লেইস বলেছেন: কেন মনে হলো সৈয়দ শামসুল হক এর লেখার সাথে মিল ভ্রমরের ডানা?
এমন একজন উচ্চমার্গিয় লেখকোর লেখার সাথে মিল হলে তো লেখাটা অনেক দূর এগিয়েছে মনে হচ্ছে।
তবে ভাবনার ভিতর ছিল এক মাঠ হলুদ সূর্যমুখি। আর ভ্যন গগ।
যাকে আমি অনেক ভালোবাসি সে ভাবনাতেই লেখাটা নিজের মন থেকে বেরুল।
অফটপিক অনেক বছর পড়া হয় না

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


সূর্যমুখী আমার দারুণ প্রিয়,কত বার যে ছুটে গেছি সূর্যমুখীরর মাঠে..... ইস.... আর পটাপট এর ছবি তুলতেও আমার খুব ভাল লাগে। ছবিটা দেখে এই ক্ষেতে ডুবে যেতে ইচ্ছে হল!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০

রোকসানা লেইস বলেছেন: খুব ভালো আস এটা আমার নিজস্ব ক্ষেত অনেক ছবি তুলে দিব ইচ্ছে মতন।
যদিও এবছর ফুলগুলো আমার মনের মতন হয়নি

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ভ্রমরের ডানা বলেছেন:

লেখাটি কেমন এবড়োখেবড়ো.... মোটেও ভাল লাগেনি। আরো সহজ, আরো সাবলীল করা যেত। দলা পাকানো লেখা!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১

রোকসানা লেইস বলেছেন: ভালো না লাগার জন্য ধন্যবাদ ভ্রমরের ডানা।
এটা এভাবেই দলা পাকিয়ে থাক
সব সময় ঝরঝরে হয়ে হাওয়ায় উড়ে যাওয়ার দরকার নেই
ভালো থেকো

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

মনিরা সুলতানা বলেছেন: সত্যি কত ইচ্ছেরা যে কেঁদে মরে জলপাই বনে।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা মনিরা সুলতানা
ইচ্ছেরা অনেক রকম ঝড় তুলে মনের বনে। এখন সূর্যমুখির সাথে তো তখন বুনো ফুলের ঘ্রাণে।
পপলারের বনে বসে মাঝে মাঝে ঘ্রাণ পাই হিজল বনের
কাল রাত কেটে গেল অরোরা আলোর নৃত্য দেখে; সে আরেক রকম অনুভূতি.....

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪১

জাহিদ অনিক বলেছেন: ইচ্ছে তো অনেক কিছুই করে। কোন কোন ইচ্ছা প্রকট আর কোন কোণ ইচ্ছা প্রচ্ছন্ন।

আপনার ইচ্ছে কবিতা ভাল লাগলো।

প্রিয় লাইন এটা- রঙ তুলি ক্যানভাস দিয়ে ভ্যান গগকে সেখানে ছেড়ে দেই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৫৮

রোকসানা লেইস বলেছেন: ইচ্ছেগুলোয় প্রাণ দিতে পারলে বেশ হতো

আমারও ভালোলাগল জেনে

শুভেচ্ছা জাহিদ অনিক

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৩

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা অর্ক

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২১

ভ্রমরের ডানা বলেছেন:

সত্যি বলতে কি লেখাটা আমার ভালই লেগেছে! একটু আমিও তোমার মত বলেছি এই যা। মনে আছে আমার একটি কবিতায় তুমি বলেছিলে- লেখার আগে জীবন বাবু একটু বেশিই পড়া হয়েছিল এই টাইপসের আর কি... আমি কষ্ট পেয়েছিলাম... অনেক ক ক ক.......



যাকগে, তোমার কবিতায় একটা বানানে া বসিয়ে নিতে হবে। এই যে লাইন টা - ভিনসেন্ট খুঁজে নিত নির্ভরত।


আমার কথায় কষ্ট পেয়ো না.... কষ্ট পেলে আমি দুঃখিত...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

রোকসানা লেইস বলেছেন: লিখলেই সব লেখা, সবার ভালো লাগবে এটা আমি কখনো মনে করি না। আর লাইক কমেন্টের ঠেলায় ভেসে যেতেও চাই না। চাই সত্যিকারের পাঠকের মতামত।
আমার খুব লেখা পড়া হয় না, সময়ের অভাবে তবে যখন সময় পেলে কোন লেখা পড়ে ফেলি আন্তরিক ভাবে মন্তব্য করি ভালোলাগা বা মন্দ লাগা লেখার উপর নির্ভর করে । মনে হয় সঠিক আলোচনা লেখকের ভালোলাগা উচিত।
তোমার কবিতায় কিছু শব্দ ছিল যে শব্দগুলো জীবনান্দ ব্যবহার করেছেন। বাংলা ভাষায় অনেক সুন্দর শব্দ আছে যা কেউ খুব ব্যবহার করে না। যা হোক আমার যেমন মনে হয়েছিল আন্তরিক ভাবে বলেছি। দুঃখ পেলেও তোমার ভালো হওয়ার কথা। শুধু প্রশংসা বাক্য না শোনে।
এ্যানি ওয়ে তুমি তাহলে হিংসা পুষেছিলে মনে মনে তার ফলশ্রুতি ঈর্ষান্বিত মন্তব্য।
হা হা হা মজা পাইলাম। রাগ করিনি।
তুমি পড় এবং পড়তে পছন্দ করো এটা বুঝেছি।ভালো থেকো।
ও হা ভুল টা দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে !


শুভ কামানা !

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২০

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

ভ্রমরের ডানা বলেছেন:






আচ্ছা.... ঠিক আছে... আমি জীবনবাবুর শব্দগুলো আর ব্যবহার করছি না.... কিছু আছে অস্বীকার করছি নে.... যেমন মালাবার, বিরান, এমন অজস্র.....

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

রোকসানা লেইস বলেছেন: সরল স্বীকার উক্তি ভালো লাগলো । শব্দ নিজের মতন ব্যবহার করো লেখার প্রয়োজনে । ভালো থেকো
আর শোন, আমার পুরনো লেখাগুলো পড়ে নিও। চিঠির মাধ্যমে লেখা একটা গল্প আছে ভাল লাগবে আশা করি

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০১

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সেলিম আনোয়ার।
অ ট:
কথা হলো না কেন ফোন করে ছিলেন। আমি তখন ছুটছিলাম।
আর মোটামুটি ছোটার উপরই আছি :)

১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকৃত হোক ইচ্ছেরা, হয়ে যাক ইচ্ছের আনন্দ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:২০

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছামাহবুব আজাদ
ইচ্ছে ভেলায় ভেসে যাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.