নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

শুধু ভালোবাসায়

১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৯

স্বপ্নগুলো রাত পেরিয়ে সময়ের চৌকাট মাড়িয়ে
উড়ুক উড়ুক মেঘের ভেলায়
আকাশ দেখব বলে বসেছিলাম; মেঘ ঢেকে আছে সব নীল।
স্বপ্ন দেখব বলে, ঘুমিয়েছিলাম, শব্দ ঘুম ভাঙ্গিয়ে দিল।
এই শোন, এখন আকাশের সময় নেই মেঘ নিয়ে খেলার
ভালোবাসার সময় নেই হৃদয় খুলে দেখার,
জল আর মেঘ মিলে একাকার হওয়ার।
তবুও স্বপ্নগুলো অপেক্ষায় থাকে, চাতক চোখে।
স্বপ্নের ডানা গুটিয়ে ধানশালিকের খুটে খাওয়া,
ফড়িংয়ের উড়াউড়ি দেখে, অপেক্ষার প্রহর গুনে-
প্রজাপতির বর্ণময় ঝিলিমিলি পাখায় উড়ে পাতায় পাতায়
অন্তরের ছোঁয়ায় ছোঁয়ায়।
রহস্যময় রূপালি সিম্ফনি ঘিরে থাকে প্রাণের আকুল ছন্দ।
ভেবোনা, মহুয়া মাদল সুরের তাল ঠিক জাগবে ঢেউয়ের মাতনে,
রোমে রোমে এক অনুভবে।
অপেক্ষার প্রহর পেরিয়ে
বেরিং সাগরের পাড় থেকে বয়ে যাবো গ্লোসিয়ার বেয়ে যেদিক খুশি.......
কবে হবে সময় ঝুল বারান্দায় জোছনা হয়ে গড়াগাড়ি খাওয়ার
বেদনা আর শূন্যতার জানলাগুলো বন্ধ করে দেয়ার-
একফালি চাঁদ খোলা আকাশের গায়ে হেলান দিয়ে থাকার।
এসো হৃদয়ের কথা বলি সঙ্গোপনে
তৃষিত চাতক হৃদয় গহীনে
পূর্ণিমা জলছবি সাম্পনে ভাসি
আলো ও আধাঁরের মধ্যিখানে
আকুল চৈত্র খরা বরষনে ডুবি শুধু ভালোবাসায়।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫

বুরহানউদ্দীন শামস বলেছেন: ফড়িংয়ের উড়াউড়ি দেখে, অপেক্ষার প্রহর গুনে-
প্রজাপতির বর্ণময় ঝিলিমিলি পাখায় উড়ে পাতায় পাতায়
অন্তরের ছোঁয়ায় ছোঁয়ায়...
অনেক সুন্দর ....

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ বুরহানউদ্দীন শামস

২| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৩২

নাগরিক কবি বলেছেন: ভাল ছিল অাপু

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।
তবে ছিল না এখনও অাছে এবং বরাবর থেকে যাবে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা খুব ভালো লাগলো +

১২ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৬

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ধ্রুবক আলো

৪| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ+++++ মুগ্ধ হলাম লেখা পড়ে।

১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল জেনে।
অতঃপর হৃদয় নিকটা সুন্দর
শুভেচ্ছা রইল

৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

ডঃ এম এ আলী বলেছেন:
বেরিং সাগরের পাড় থেকে বয়ে যাবো গ্লোসিয়ার বেয়ে যেদিক খুশি.......
দারুন লিখেছেন
কবিতায় এক রাশ মুগ্ধতা
এসো হৃদয়ের কথা বলি সঙ্গোপনে
তৃষিত চাতক হৃদয় গহীনে
পূর্ণিমা জলছবি সাম্পানে ভাসি
আলো ও আধাঁরের মধ্যিখানে
আকুল চৈত্র খরা বরষনে ডুবি শুধু ভালোবাসায়।


তবে শুধু কি ভালবাসায় থাকলেই চলবে , এ দিকে যে টমাহক মেরে ভালবাসাকে ভুমধ্য সাগরে ভাসিয়ে দিচ্ছে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২১

রোকসানা লেইস বলেছেন: এ ভালোবাসার সাথে কোন কিছুর তুলনা চলে না। এই ভালোবাসার জন্যই মানব জনম।
চারপাশে বৈরী সব বাঁধা ভালোবাসার শত্রু।
অনেক শুভকামনা চৈত্র শেষ যামিনীর।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫

সোনামণি বলেছেন: সুন্দর লিখেছেন।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

হাসান মাহবুব বলেছেন: মনোহর।

১৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.