নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

বৈষম্য

০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬


এত্তটুকু দেশলাই কাঠির সমান
চন্দন কাঠের দাম আকাশ ছোঁয়া!
খুব ইচ্ছে হয়েছিল পাথরে মিহিন ঘষে মাখব মুখে
সারাদিন আবেশ ভরা চন্দন ঘ্রাণে জড়িয়ে থাকব।
অথচ ছূঁতেই পারলাম না, আমার সীমিত সামর্থ্য।
চিতায় তোমাকে পুড়াচ্ছে-
চন্দন কাঠের ঘ্রাণ চারপাশ মৌ মৌ করছে।
এত কাঠ দিয়ে ঢেকে দিল তোমার শরীর।
আমার ঘর ভর্তি আসবাব হয়ে যেত- তা দিয়ে।
ঘর আর পোষাক চন্দনের সুবাসে জড়িয়ে রাখত আমাকে।
অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।
মূল্যবান সব কাঠ পুড়ে কেমন ছাই হয়ে গেলো।
আমি একটি টুকরোও বাঁচাতে পারলাম না
চিতার আগুন থেকে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

ধ্রুবক আলো বলেছেন: হুম, ভালো লাগলো।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪৪

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা ধ্রুবক আলো

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগা রইলো।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা নুরুন নাহার লিলিয়ান

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০

অতঃপর হৃদয় বলেছেন: ভালই লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:০৮

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ অতঃপর হৃদয়

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বোঝতে ভীষণ কষ্ট হচ্ছে, আসলে কাকে পুড়ানো হচ্ছে! বা আসলে কোনদিকে ইঙ্গিত করা হয়েছে কবিতার মূল ভাবে।

আমরা তো প্রায়ই দেখি মানুষকে পুড়ানো হচ্ছে, মানুষকে কবরে শোয়ানো হচ্ছে। প্রতিটি মানুষই কারো না কারো কাছে অনেক দামী। আমরা মানুষকে পুড়ানো হচ্ছে, কবরে শোয়ানো হচ্ছে তাকে আর পাবো না! তবুও কিছু বোঝতে পারিনা, আমারও একদিন সেরকম অবস্থা হবে! তবুও দুনিয়াবি চিন্তায় মগ্ন, নিজের স্বার্থোন্মত্ত। নিজের স্বার্থের বাহিরে কিছুই ভাবি না। বড় স্বার্থপর আমি! অন্যের প্রয়োজন বুঝি না, কেবল নিজের প্রয়োজন বুঝি!

অপ্রাসঙ্গিক বলে ফেললাম হয়তো। বিরক্তিকর হলে ক্ষমা করবেন।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৫

রোকসানা লেইস বলেছেন: কবিতা পাঠক নিজের মনে বুঝবে। যা লেখা হয়েছে বা যে ধারনা থেকে পাঠক হয়ত তারচেয়ে বেশী কিছু অবিস্কার করতে পারে। ভাবনার বিস্তৃতি অথৈ।
এটুকু বলি কাকে পুড়ানো হচ্ছে তার চেয়েও বেশী কত কিছু অনায়াসে কেউ পুড়াতে পারে কিচ্ছুটি মনে হয় না।
শুভেচ্ছা নাঈম জাহাঙ্গীর নয়ন

৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৮

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

৭| ১৪ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩০

ডঃ এম এ আলী বলেছেন: এক রাশ মুগ্ধতা রেখে গেলাম

৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
শুভেচ্ছা ১৪২৪ বঙ্গাব্দের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.