নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

অমরাবতী ভালোবাসা

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

দুই প্রান্তে বসে,একই মালায় মুক্ত গুজে দেয়া
হীরক কণার মতন জ্বলজ্বলে ভালোবাসায়,
হৃদয়ের আলপনা আঁকা-
এক সময় হৃদয়ের কাছে আসা, জীবন ঢেউয়ের দোলায় দোলে।

হোক না সে তীব্র সূর্যালোক বা রঙধনু মেদুর গোধূলীবেলা
সূক্ষ্ম অনুভবের জাল বোনা, মেরাবের দেয়াল রয়ে যাবে ।
ধূলির সংসার ভালোবাসায় ভরা খোলা আকাশের সীমানায়।

আমি তোমার চোখের তারায় অপলক তাকিয়ে থাকব।
বসব তোমার মুখোমুখি
চুল বাঁধব পেছনে টেনে,
বাতাসে চোখের পাতায় খুচরো চুলের এলোমেলো উড়ে আসা কাম্য নয়।
বন্ধ করতে চাইনা- এক মুহুর্তের জন্য দৃষ্টি।
যখন পড়ব তোমার হৃদয় চিঠি- মুখোমুখি বসে।
আঁকব না কাজল চোখের পাতায়।
মুছে দিব সিঁদুরের টিপ, কপাল থেকে ঝুরে পরা বাঁধা চাইনা

যখন পরছি, তোমার চোখের ভাষা, চোখের তারায় তারায়।
হৃদয়ের কেন্দ্রবিন্দু থেকে উঠে আসা ঢেউ
এতটুকু ভুল না করে পাঠ করতে চাই।
হারাতে দিব না ভালোবাসার জলকণা এক বিন্দু, তুমি ভেবো না।

হয়তো বা এই প্রথমই হবে শেষ
অথবা অনন্ত পথ চলার শুরু আমাদের ......
চোরকাটা বেঁধা শাড়ির আঁচল, মেঘ ডুম্বর আকাশ,
নদীর জল তরঙ্গ, তীব্র বিদ্যুৎ চমক
কিছুতেই চোখে পলক পরবে না।

মিথুন বলয় ডাকে আয় আয় -
শ্বাশত স্রোতধারা অর্নিবান শিখা মাঝখানে পেখম মেলা।
জল আকাশের কুয়াশা ছাওয়া চাদর,
মিহিন হয়ে জমে থাকে বুকের এক কোণে।
আশার বিদ্যুৎ চমক ঢেউ তুলে হৃদয় গহীনে।

প্রার্থনা জেগে থাকে একবিন্দু শিশির হয়ে ঠোঁটের ভাজে,
অপলক চোখের কোলে গভীর অনুভবে
বাতাসের গায়ে অচেনা ঘ্রাণ আবিষ্ট করে অনুভব।
কল্পতরু গাছে ফসল ফলেছে ময়ুরাক্ষি অমরাবতীর
তোমার দেখা পাব বলে বসেছিলাম বাতায়ন খুলে চন্দ্রলোকে
জন্ম জন্মান্তরের এই অপেক্ষা জলসীমানার দিগন্ত ছোঁয়া
ভালোবাসায় মালা গাঁথার।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লেগেছে। +

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা দিশেহারা রাজপুত্র

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

সিগনেচার নসিব বলেছেন: +++++

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ সিগনেচার নসিব

৫| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১:১২

সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভালোবাসায় ভরপুর।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১

রোকসানা লেইস বলেছেন: ভালোবাসা তো ভালোবাসই ভরপুর হতে হয়
ধন্যবাদ

৬| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭

রানার ব্লগ বলেছেন: তোমার দেখা পাব বলে বসেছিলাম বাতায়ন খুলে চন্দ্রলোকে

দেখা হোল ??


৭| ২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩

রোকসানা লেইস বলেছেন: দেখা হয় সে ভালোবাসা কতদূর যায় সে শুধু যারা ভালোবাসে তারা জানে।
ধন্যবাদ

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: দুই প্রান্তে বসে দু'জনে
একই মালায় মুক্ত গুজে দিয়ে
গড়ে তোলা বিনি সুতোর বন্ধন
আলো আর মান-অভিমানের সংসার
হীরক কণার মতন জ্বলজ্বলে ভালোবাসা।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

রোকসানা লেইস বলেছেন: :D :D :D ভালোবাসায় ভরে থাক যুগল

শুভেচ্ছ

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: জলসীমানার দিগন্ত জোড়ায়
আকাশ আর জল একসাথে মিশেছে
একজন পুরুষ, আর একজন নারী
ভালোবাসায় মায়ায় মিলেছে তারা

১০| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

রোকসানা লেইস বলেছেন: ভালোবাসার মিলন চির সুন্দর হোক
শুভেচ্ছা সৈয়দ আবুল ফারাহ্‌

১১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

চুল বাঁধব পেছনে টেনে,
বাতাসে চোখের পাতায় খুচরো চুলের এলোমেলো উড়ে আসা কাম্য নয়।
বন্ধ করতে চাইনা- এক মুহুর্তের জন্য দৃষ্টি।
যখন পড়ব তোমার হৃদয় চিঠি মুখোমুখি বসে।
আঁকব না কাজল চোখের পাতায়।


এত মধুর প্রেম! দুর্দান্ত!

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৩

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

শারমিন আক্‌তার বলেছেন: অসাধারণ

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৩

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.