নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

ছবি বিষয়ক কিছু কথা; দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা প্রয়োজন

০৪ ঠা মে, ২০১৬ রাত ১:২২


সামুর সাথে আছি অনেক কাল হয়ে গেলো। যখন ব্লগ লেখা এবং ছবি সংযোগের কোন নিয়ম কানুনই জানতাম না। কিন্তু কয়েক দিনেই সব ঠিক ঠাক শিখে গেলাম। সরাসরি লেখা বা লেখা কনর্ভাট করে নেয়া
লেখার সাথে প্রয়োজনে ছবি আপলোড করে সংযোগ করা।
প্রয়োজনীয় কোন লিঙ্ক দেয়া ।
খুব সহজ সুন্দর পদ্ধতিতে সব ঠিকঠাক হতো ঝামেলা ছাড়া করতে পারছিলাম।

ধাপে ধাপে সামুর উন্নয়ন কার্য সাধিত হয়েছে এবং প্রতিবার উন্নয়নের সাথে এক একটা সমস্যার সম্মুখিন হয়েছি।
বর্তমানে সামুতে ওয়ার্ডে লেখা বিজয় থেকে ইউনিকোডে কনর্ভাট করলে লেখায় অনেক রকমের চিহ্ন যোগ হয়। পুরোলেখা ধরে আবার ঠিকঠাক করতে হয়।
(উদাহরণ: বর্তমানে সামুতে ওয়ার্ডে †লখা বিজয় †থকে ইউনিকোডে কনভার্ট করলে অনেক রকম চিহ্ন †যাগ হয়। পুরো †লখা ধরে আবার ?িক?াক করতে হয়।)
আগে দু একটা যুক্ত অক্ষর ভেঙ্গে যেতো। কিন্তু বর্তমানে প্রতিটা একার ে এবং অনেক অক্ষর, যুক্ত অক্ষর পরিবর্তন হয়ে যায় অচেনা চিহ্নে।
এছাড়া লেখার সাথে ছবি দেয়ার জন্য কতৃপক্ষের দেয়া বিশেষ একটি চিরকুট নতুন ব্লগ লেখার অপশন ওপেন করার সাথে শুরুর জায়গাটা দখল করে ঢেকে রাখে।
কিন্তু ছবি আপলোড করলে কোন ছবি আপলোড হচ্ছে না।
সবাই করতে পারছেন। কিন্তু আমার সমস্যা হচ্ছে। অথচ কিছুদিন আগেও ছবি আপলোড করেছি প্রয়োজনীয় লেখায়্।
সামুর ছবির যে মাত্রা দেয়া আছে সেখানে ছবিটি আপলোড হলে যেন রি সাইজ হয়ে সামুর মাত্রার সাথে ফিট হয়ে যায় এ রকম একটা ওপসন চালু করলে সুবিধা হয়।
এছাড়া বলতে চাই। ছবি দিয়ে লেখা আকর্ষণের বিষয়টি বাধ্যতা মূলক না করলেই ভালো হয়।
একটি কবিতায় বা গল্পে অনলাইনের একটি ছবি সংযোগ করে দিয়ে হয়ত বা লেখার প্রতি অন্যের দৃষ্টি আকর্ষন করা সহজ হয় কিন্তু মৌলিক লেখাটা ছবির কাছে ম্লান হয়ে যায়। আকর্ষণিয় ছবিটি হয়ে উঠে লেখার চেয়ে গুরুত্তপূর্ণ।
বাচ্চাদের মতন ছবির বই তো বড়দের জন্য প্রয়োজন নেই। ছবি ছাড়া অনেক গুরুত্বপূর্ণ লেখা দিয়ে সামু জমজমাট লেখক পাঠক পেয়ে এসেছে এ যাবতকাল।
সেখানে বর্তমানের মানুষের ভিজুয়ালাইজ সময়ে মৌলিক লেখা পড়া এবং তার সাথে ভাবনার ব্যপ্তী বাড়ানোর চেয়ে ছবির প্রতি আকৃষ্ট করানোর বিষয়টি আমার ব্যাক্তগত ভাবে পছন্দ নয়।
অনলাইনের ছবি সবাই সেখানে দেখতে পারেন। কিন্তু সে ছবি নিজের লেখায় জুড়ে দিয়ে বাচ্চাদের ছবির বই বা লেখার পাতা বানানোটা ভাবনার জগত ছবির মধ্যে সীমাবদ্ধ করে দেয়ার মতন মনে হয়।
নিজের তোলা ছবি ব্লগ আলাদা ভাবে অনেকদিন থেকে আছে সে ভাবেই থাকুক না । সব লেখাতে ছবি দেয়া বাধ্যতামূলক করার কি প্রয়োজন।
আশা করি দৃষ্টি পড়বে লেখাটায় এবং প্রয়োজনীয় সাহায্য পাবো, যারা এদিকটা দেখেন তাদের থেকে। বিজয় থেকে ইউনিকোডে কনর্ভাটের বিষয়ে এবং প্রয়োজনে মাপ মতন ছবি সহজে আপলোড করার জন্য। ধন্যবাদ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:২৮

আমিই মিসির আলী বলেছেন: এটার জন্য আপনার সমস্যার কথা জানান নামে একটা ঘর আছে। ঐখান বললেই হবে।

কিছু দিন ব্লগে সমস্যা হয়েছিলো। ব্লগের অনেক কিছুই উল্টা পাল্টা হয়ে গেছে।

২| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:৪১

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ আমিই মিসির আলী
আরো যারা সমস্যা জর্জরিত হচ্ছেন তারাও তাদের সমস্যা এক সাথে শেয়ার করতে পারবেন আশা করছি।
আর কিছু দিন আগে সমস্যর কথা জানানোর ঘরে অন্য একটা সমস্যা জানিয়ে ছিলাম। কোন সাড়া পাইনি। :(

৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৩:৫০

মহা সমন্বয় বলেছেন: ইদানিং সামুতে এরকম বেশ কিছু সমস্যা লক্ষ করা যাচ্ছে। view this link

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:২২

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ

৪| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৪৪

অগ্নি সারথি বলেছেন: ফিডব্যাকে মেইল দেন।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:২২

রোকসানা লেইস বলেছেন: দেয় হয়েছে। ধন্যবাদ

৫| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৫৫

শামছুল ইসলাম বলেছেন: //এছাড়া বলতে চাই। ছবি দিয়ে লেখা আকর্ষণের বিষয়টি বাধ্যতা মূলক না করলেই ভালো হয়।
একটি কবিতায় বা গল্পে অনলাইনের একটি ছবি সংযোগ করে দিয়ে হয়ত বা লেখার প্রতি অন্যের দৃষ্টি আকর্ষন করা সহজ হয় কিন্তু মৌলিক লেখাটা ছবির কাছে ম্লান হয়ে যায়। আকর্ষণিয় ছবিটি হয়ে উঠে লেখার চেয়ে গুরুত্তপূর্ণ।
বাচ্চাদের মতন ছবির বই তো বড়দের জন্য প্রয়োজন নেই। ছবি ছাড়া অনেক গুরুত্বপূর্ণ লেখা দিয়ে সামু জমজমাট লেখক পাঠক পেয়ে এসেছে এ যাবতকাল।
সেখানে বর্তমানের মানুষের ভিজুয়ালাইজ সময়ে মৌলিক লেখা পড়া এবং তার সাথে ভাবনার ব্যপ্তী বাড়ানোর চেয়ে ছবির প্রতি আকৃষ্ট করানোর বিষয়টি আমার ব্যাক্তগত ভাবে পছন্দ নয়। //
-- সহমত ।

আমার মনের কথা গুলোর প্রতিফলন আপনার লেখায় দেখে ভাল লাগল।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৩০

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ শামছুল ইসলাম।
সুন্দর ভাবে সহমত জানানোর জন্য। ছবির বিষয়টা লেখাকে ম্লান করে দেয় ভীষণ ভাবে। আর বর্তমান দুনিয়ার মানুষ সর্টকাট চলতে চায়। বেশীর ভাগ মানুষ অল্প সময়ে অনেক কিছু কাভার করতে চায় গভীরতায় না যেয়ে। লেখা না পড়ে ছবি দেখেই লাইক বা মন্তব্য জুড়ে দ্রুত অন্য ব্লগে চলে যাওয়া । কিন্তু একটি লেখা পড়ে তার ছবিটি নিজের ভাবনায় সাজানোর সময় এবং মানুষ খুব কম ।
সেখানে তাকে যদি জোড় করে উৎসাহিত করা হয় তবে তো ভাবনার জগত দিন দিন খালি হবে।
অনেকরই হয় তো ভালো লাগবে না বিষয়টা। তবে আপনার আমার মতন দু একজন এখনও ভাবনার কল্পলোকে ডানা মেলে নিজের ভুবন সাজাতে চাই।
শুভ কামনা।

৬| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৫০

রানার ব্লগ বলেছেন: নোটিফিকেশন সমস্যায় জর্জরিত। কোন কি উপায় নাই এর থেকে মুক্তি পাওয়ার ।

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৫৫

রোকসানা লেইস বলেছেন: একটু ঠিক ঠাক করলেই মুক্তি পাওয়া যাবে।

৭| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কতগুলি কমন সমস্যা তুলে ধরার জন্য । আমি একটি সমস্য্ সমাধানের বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি । প্রয়োগ করে দেখতে পারেন । গতকাল একটি ছবি রিসাইজ করা যায় কিনা তা দেখতে গিয়ে পোষ্টকৃত ছবিটিই হারিয়ে যায় । শুধু এ লিখা থেকেই নয় অন্য সকল লিখা থেকেই ছবি হাইড হয়ে যায় । অনেক চেষ্টা করেও আর সেগুলি আনতে পারিনা , ছবি দেখায় না । এডিট করতে গেলে দেখা যায় শুধু লিংকটা, পোষ্ট দিলে লিংক ছবি দুটোই হাইড হয়ে যায় । তবে বাসার অন্য লেপটপ গুলিতে দেখা যায় যে সবই ঠিক আছে ।অন্য গুলিতে দেখা কিংবা ডাউনলোডে কোন সমস্যা হচ্ছেনা । একজন সদস্য বলল তোমার ব্রাউজারে সমস্যা । ব্রাউজার চেঞ্জ কর ঠিক হয়ে যাবে । দেখা গেল তাই । সমস্যাটা হয়েছিল আমার ফায়ারপক্স ব্রাউজারে । গুগল ও ইন্টারনেট ব্রাউজার ইয়োজ করায় এ সমস্যা মিটে গেছে । আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি একই ধরনের সমস্যা হয় তাহলে হয়ত ছবি ডাউন লোডের সমস্যাটি সমাধান হতে পারে ।

অনেক ধন্যবাদ ভাল থাকুন ।

৮| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:৫৬

রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ। কতৃপক্ষ উদ্যোগ নিয়েছেন এবং ছবির বিষয়টি ঠিক হয়েছে এখন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.