নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ফুল নিয়ে এলাম তোমার জন্য অনেক খুঁজে পেলাম অথবা বলা যায় অলৌকিক ভাবে।
জানো তো! এ সময় সব বরফে ঢাকা থাকে; ফুল-পাতা কিছুই নেই শুধু ন্যাড়া জমিন। শীতল হাওয়ার কাঁপন।
গ্রন্থি মেলার প্রত্যাশায় কুঁকড়ে থাকে। সূর্য এবং বসন্ত আগমন অপেক্ষায়।
এমন সময় ফুল কোথায় পেলে তবে?
হাঁটছিলাম ধূসর পৃথিবীর পথ ধরে। আকাশ ছিল ঘোলাটে। মেঘ যেন নেমে এসেছে মাটির কাছে।
ধুঁয়া ধুঁয়া কুয়াশার চাদর সরিয়ে দূরে নদীর কাছে ছেড়ে যাওয়া পাখিদের বাসা বাতাসে কাঁপে
বরফের তলে মাছের সাঁতার স্তব্ধতার ঘেরাটোপে খানিক প্রাণের আভাষ।
বরফের পর্দা সরিয়ে মাছ দেখতে যাই। অভ্যাস হয়ে গেছে প্রতি শীতে। খানিক জীবনের সন্তরণ।
জলের অন্য রূপ, কঠিন জলের উপর হাঁটা চলার আনন্দটুকু মন্দ নয়;এই নিস্তরঙ্গ জীবনে।
বাহ্ বেশ তো! এরপর আমাকে নিয়ে যেও সাথে।
যদি পৃথিবীটা বদলে না যায়। যদি আদি এবং অনাদি স্বপ্নময় চারণভূমি আমাদের ভালোবেসে এক রকম বয়ে যায়।
ফুলপাতার ছন্দ তুলে। শীতে জমাট বাঁধে জল শীতল অবগাহনে ঘুমায় খানিক স্থির হয়ে।
ধীর-উষ্ণতায় বসন্ত সাজায় বাসর।
সবুজ এবং উত্তাপ; ধূয়ে দেয় সমস্ত স্যাঁতসেঁতে গুমোট, অলসভাব।
আলোকের ঝর্ণাধারা বইয়ে উতপ্ত হয়, হালকা হয়, গম্ভীর প্রকৃতি পাখির গানে প্রজাপতির ডানায়।
এই চির চেনা চিরন্তন পথ যদি আনন্দধারায় বহমান থাকে এক রকম।
তবে সুযোগটা পাওয়া যাবে। তোমাকে নিয়ে যাবো ভালোবাসা।
জানো, এবারে জমাট জলের ভূমিটা পেলাম না সময় মতন। হাঁটা হয়নি কঠিন বরফ শীলার উপর পা ফেলে।
সব ভাঙ্গা কাঁচের মতন ভেসে যাওয়া স্ফটিক; ঢেউ তুলে নাচ ছিল, জলের ছুটাছুটি আর বাতাসের হুটোপুটিতে।
ঠিক জানি না আনন্দে অথবা অসহযোগ। তবে বদলে যাওয়ার ঘ্রাণ পেলাম চারপাশে।
সেইখানে রঙিন এই ফুলটি পেলাম নৃত্যরত। জানি না আদি আবাস কোথায়।
কোন ভূমিতে জন্ম নিয়ে ভেসে এসেছে এই সুদূরে। আমার প্রেমের আখ্যান হবে বলে।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা আরণ্যক রাখাল
৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩
বিজন রয় বলেছেন: নাইস।
++++
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৪
রোকসানা লেইস বলেছেন: অনেক শুভ কামনা
৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩১
হাসান মাহবুব বলেছেন: দারুণ লাগলো। এমন একটা কবিতায় টাইপোগুলো খুব দৃষ্টিকটু লাগছে। একটা রিভাইজ দিয়া দেন।
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
রোকসানা লেইস বলেছেন: দারুণ লাগার জন্য ধন্যবাদ। এবং ভুলটা দেখিয়ে দেয়ার জন্য আবারও।
এবার দেখেন তো ঠিক আছে নাকি ।
কবে যে বানান চেক করা আসবে বাংলায়!!
৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।অসম্ভব ভালো লাগল
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০
রোকসানা লেইস বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১২
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা। লিখতে থাকুন অবিরাম। টাইপোগুলো ঠিক করে নিয়েন।
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা সায়েম মুন
৭| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩৬
এম.এ.জি তালুকদার বলেছেন: সুনীল বাবু যে বলেন----(শুধু বরুনা নয়)--------------------------কেউ কথা রাখেনা।
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
রোকসানা লেইস বলেছেন: যে যেমন ভাবে হাহা শুভ কামনা এম.এ.জি তালুকদার
৮| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসাধারণ। মুগ্ধ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৯
কল্লোল পথিক বলেছেন: বাহ !চমৎকার।