নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

রোকসানা লেইস

প্রকৃতি আমার হৃদয়

রোকসানা লেইস › বিস্তারিত পোস্টঃ

আমার বড় একা লাগে

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ২:৩৮

উৎসর্গ: ফয়সাল আরেফিন দীপনের স্ত্রী রাজিয়া রহমানকে

অনেক দিন তোমার হাত ধরে হাঁটিনা।
খুব ইচ্ছে করে আরিচায় পদ্মার পারে বা বুড়ি গঙ্গায় ভোরের আলোয় নাও ভাসিয়ে দিতে।
খুব ইচ্ছে করে শিশিরের মতন জড়িয়ে যেতে তোমার বুকের ওমে।
সন্ধ্যা বেলায় রাঙ্গা আলোয়, রাঙ্গা ঠোঁটে চুমু খেতে।
মন ভালো করা কাব্য কথন, গানের মাঝে হারিয়ে যেতে। উজান ঢেউয়ে ভাসতে ভাসতে।
দমকা হাওয়ার এলাে চুলে তোমার হাতের পরশ, গেঁথে দিবে দোলনচাঁপা।
চাঁদের আলোয় চায়ের কাপে হৃদয় কথা, ভালোবাসা,
খুনশুটি সব নিরন্তর ভালোবাসার।
একা আমি, আমার বড় একা লাগে,
পথ চলতে থমকে তাকাই, উদাস হয়ে তোমায় খুঁজি।
এই তো তুমি পাশেই ছিলে, এখন কোথায় হারিয়ে গেলে
হাওয়ায় কাঁপে উথালপাতাল বুকের গহীন তল।
শীতল স্রোত বয়ে চলে, রক্ত কেমন জমাট বাঁধে।
আগুন জ্বলে মনের ভীতর, চোখের সাগর শুকনো থাকে।
কেমন যেন দিনগুলো সব পাল্টে গেলো; কেন বলো এমন হলো।
কোথায় তুমি, চুপটি করে ঘাপটি মেরে একা একা আছো বসে?
আমায় ছেড়ে কেমন আছো? আর শিশুদের?
যাদের তুমি ভালোবাসো অনেক অনেক।
তাদের ছেড়ে থাকতে তোমার কেমন লাগে?
জলের ভাড়ে নুয়ে পরা ঘাসের মতন চলছি আমি আর পারি না একা একা,
তোমার হাতটি ধরতে বড় ইচ্ছে করে আগের মতন।
ঘরের মায়ায় যেমন তুমি ফিরতে ঘরে তেমন আবার এসো ফিরে,
ভবাছি আমি স্বপ্ন ছিল, এই যে সবাই বলছে আমায়
হারিয়ে গেছো অন্যলোকে এ সবই দুঃস্বপ্ন এক।
ঘুম ভাঙ্গলেই পেয়ে যাবো, সব ঠিকঠাক আগের মতন।
যেমন ছিলাম আমরা দুজন, ভালোবাসায় মগ্ন কপোত।
তেমন আবার গভীর থেকে গভীর হবো।
বুকের ওমে জড়িয়ে রবো,
জলের ছাটে ভিজব দুজন আপন মনে কাজের ফাঁকে, মায়ার জালে

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অপূর্ণতা আর আক্ষেপ কেন যে পিছু ছাড়েনা, জীবনের প্রতিটি স্তরে এদের থাকতে হয়।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

রোকসানা লেইস বলেছেন: যদি স্বাভাবিক ভাবে আসে এই অপূর্ণতা মানা যায়।
কিন্তু গত কদিন ধরে ভাবছি ফয়সাল আরেফিন দীপনের স্ত্রী রাজিয়া রহমানের জীবনের শূন্যতার কথা। ইচ্ছা আর হঠাৎ থমকে যাওয়া জীবনের কথা।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৯

রোকসানা লেইস বলেছেন: শুভেচ্ছা

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:




অনেক দিন তোমার হাত ধরে হাঁটিনা।
খুব ইচ্ছে করে আরিচায় পদ্মার পারে বা বুড়ি গঙ্গায় ভোরের আলোয় নাও ভাসিয়ে দিতে।
খুব ইচ্ছে করে শিশিরের মতন জড়িয়ে যেতে তোমার বুকের ওমে।
সন্ধ্যা বেলায় রাঙ্গা আলোয়, রাঙ্গা ঠোঁটে চুমু খেতে।
মন ভালো করা কাব্য কথন, গানের মাঝে হারিয়ে যেতে। উজান ঢেউয়ে ভাসতে ভাসতে।
দমকা হাওয়ার এলাে চুলে তোমার হাতের পরশ, গেঁথে দিবে দোলনচাঁপা।
চাঁদের আলোয় চায়ের কাপে হৃদয় কথা, ভালোবাসা,
খুনশুটি সব নিরন্তর ভালোবাসার।
একা আমি, আমার বড় একা লাগে,
পথ চলতে থমকে থাকাই, উদাস হয়ে তোমায় খুঁজি।
এই তো তুমি পাশেই ছিলে, এখন কোথায় হারিয়ে গেলে
হাওয়ায় কাঁপে উথালপাতাল বুকের গহীন তল।
শীতল স্রোত বয়ে চলে, রক্ত কেমন জমাট বাঁধে।
আগুন জ্বলে মনের ভীতর, চোখের সাগর শুকনো থাকে।
কেমন যেন দিনগুলো সব পাল্টে গেলো; কেন বলো এমন হলো।
কোথায় তুমি, চুপটি করে ঘাপটি মেরে একা একা আছো বসে?
আমায় ছেড়ে কেমন আছো? আর শিশুদের?
যাদের তুমি ভালোবাসো অনেক অনেক।
তাদের ছেড়ে থাকতে তোমার কেমন লাগে?
জলের ভাড়ে নোয়ে পরা ঘাসের মতন চলছি আমি আর পারি না একা একা,
তোমার হাতটি ধরতে বড় ইচ্ছে করে আগের মতন।
ঘরের মায়ায় যেমন তুমি ফিরতে ঘরে তেমন আবার এসো ফিরে,
ভবাছি আমি স্বপ্ন ছিল, এই যে সবাই বলছে আমায়
হারিয়ে গেছো অন্যলোকে এ সবই দুঃস্বপ্ন এক।
ঘুম ভাঙ্গলেই পেয়ে যাবো, সব ঠিকঠাক আগের মতন।
যেমন ছিলাম আমরা দুজন, ভালোবাসায় মগ্ন কপোত।
তেমন আবার গভীর থেকে গভীর হবো।
বুকের ওমে জড়িয়ে রবো,
জলের ছাটে ভিজব দুজন আপন মনে কাজের ফাঁকে, মায়ার জালে।------চমৎকার লাগলো। ধন্যবাদ।




ভালো থাকবেন নিরন্তর।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩২

রোকসানা লেইস বলেছেন: ভালো থাকুন আপনিও। শুভেচ্ছা

৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর ছন্দময় ভাবের ধারাবাহিকতা সম্পর্ণ সুখ পাঠ্য কবিতা। পড়ে ভাল লাগলো

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

রোকসানা লেইস বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

আমিনুর রহমান বলেছেন:



মন খারাপ করা কবিতা।

৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪২

রোকসানা লেইস বলেছেন: আমাদের চারপাশে শুধু মন খারাপ করা খবর।।
শুভেচ্ছা

১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


শেষ দুইটা লাইন পুরো কবিতার আবেগটাকে ধারণ করতেছে। চমৎকার +++

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

রোকসানা লেইস বলেছেন: যার যেমন ভালোলাগে তাতেই আমি খুশি। কিন্তু আর এমন কষ্ট কারো জীবনে আসুক চাই না.......চাই না।
অনেকদিন পর দেখলাম কাণ্ডারি কেমন আছো?
শুভেচ্ছা

১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল আছি। আপনি কেমন আছেন ? মাঝে দীর্ঘদিন ব্লগে ছিলাম না। ব্লগিং ছেড়ে দিয়েছিলাম। এখন নিয়মিত হওয়ার ইচ্ছা আছে।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

রোকসানা লেইস বলেছেন: আমি ভালো আছি কিন্তু মন অস্থির হয়ে রয়, কি হয় হয়। এমনিতেই সময় হয়না সবার লেখার তার উপর এত নিয়ম মানলে ব্লগিং এর গলায় ফাস। লিখ তবু........ অনেক ভালো থেকো।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


চেষ্টা করবো নতুন ভাবে সব কিছু ভুলে, গলায় ফাস মুক্ত থেকে চালিয়ে যাওয়ার। আপনিও অনেক ভাল থাকবেন এই কামনা করি সব সময়।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: দারুণ লাগলো

০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:২১

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা সময়ের গ্যাঁড়াকল

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

সেলিম রেজা পারভেজ বলেছেন: অনেক সুন্দর

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

রোকসানা লেইস বলেছেন: অনেক শুভেচ্ছা সেলিম রেজা পারভেজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.